MS Dhoni: ধোনি আজও মাটির মানুষ, স্ত্রী সাক্ষীকে নিয়ে পৌঁছে গেলেন পৈতৃক গ্রামে, তারপর…

সম্প্রতি উত্তরাখণ্ডের আলমোরায় মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) তাঁর পৈতৃক গ্রামে গিয়েছিলেন। অবশ্য তিনি একা যাননি। তাঁর সঙ্গে গিয়েছিলেন স্ত্রী সাক্ষী সিং ধোনিও (Sakshi Dhoni)। বিশ্বব্যপী ধোনির ভক্তরা রয়েছেন। ভারতে তার সংখ্যা অনেকটাই বেশি। ধোনির পৈতৃক গ্রাম লাওলিতে এ বার তাঁকে ঘিরে উচ্ছ্বাসে ভাসল সেখানকার বাসিন্দারা।

MS Dhoni: ধোনি আজও মাটির মানুষ, স্ত্রী সাক্ষীকে নিয়ে পৌঁছে গেলেন পৈতৃক গ্রামে, তারপর...
MS Dhoni: ধোনি আজও মাটির মানুষ, স্ত্রী সাক্ষীকে নিয়ে পৌঁছে গেলেন পৈতৃক গ্রামে, তারপর...
Follow Us:
| Edited By: | Updated on: Nov 16, 2023 | 3:45 PM

আলমোরা: মাটির মানুষ মাহি। তা আরও একবার প্রমাণিত হল। সম্প্রতি উত্তরাখণ্ডের আলমোরায় মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) তাঁর পৈতৃক গ্রামে গিয়েছিলেন। অবশ্য তিনি একা যাননি। তাঁর সঙ্গে গিয়েছিলেন স্ত্রী সাক্ষী সিং ধোনিও (Sakshi Dhoni)। বিশ্বব্যপী ধোনির ভক্তরা রয়েছেন। ভারতে তার সংখ্যা অনেকটাই বেশি। ধোনির পৈতৃক গ্রাম লাওলিতে এ বার তাঁকে ঘিরে উচ্ছ্বাসে ভাসল সেখানকার বাসিন্দারা। জানা গিয়েছে, ২০০৩ সালে শেষ বার লাওলি গ্রামে এসেছিলেন মাহি। তারপর অবশ্য আর যাওয়া হয়নি। মাহি রাঁচির ছেলে। এটাই সকলে জানেন। কিন্তু উত্তরাখণ্ডে যে তাঁর পৈতৃক ভিটে, অনেকেই তা জানতেন না। ধোনির জন্ম অবশ্য সেখানে হয়নি। জানা গিয়েছে, মাহির জন্মের আগেই তাঁর মা-বাবা সেখান থেকে রাঁচি চলে গিয়েছিলেন। এ বার সেই লাওলি কাছ থেকে দেখল মাহিকে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

লাওলির বাসিন্দারা যে-ই জানতে পারেন ধোনি এসেছেন সেই গ্রামে, সকলেই ভিড় জমাতে শুরু করেন। মাহিকে এক ঝলক সামনে দেখার জন্য আট থেকে আশির মানুষ হুড়োহুড়ি শুরু করে দেয়। অবশ্য সস্ত্রীক ধোনি সকলের সঙ্গে হাসিমুখে কথা বলেন। ছবিও তোলেন। সোশ্যাল মিডিয়ায় সেই সকল ছবি, ভিডিয়ো ভাইরাল হয়েছে।

পৈতৃক গ্রামে গিয়ে স্ত্রী সাক্ষীর সঙ্গে বিশেষ পুজোও করেন ধোনি। নেটদুনিয়ায় এই ভিডিয়ো ঝড় তুলেছে। ধোনির পৈতৃক গ্রামে একেবারে সাদামাটা পোশাক পরে গিয়েছিলেন তাঁর স্ত্রী সাক্ষী। মাথায় ঘোমটা নিয়ে পুজো করতে দেখা গিয়েছে সাক্ষীকে।

ধোনি ও সাক্ষী লাওলি গ্রামের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। পাশাপাশি গ্রামের বয়স্ক থেকে কঁচিকাঁচা সকলের সঙ্গে ছবি তোলার আবদারও হাসিমুখে মেটান মাহি।