RR vs MI, IPL 2024: হার্দিকের সেঞ্চুরি ম্যাচে সঞ্জুর রাজস্থানের চিন্তা স্কাই
IPL 2024: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টস জিতেছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আজ তাঁর আইপিএল কেরিয়ারের মাইলস্টোন ম্যাচ। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১০০তম ম্যাচ খেলছেন হার্দিক। মাইলফলক ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন মুম্বইয়ের ক্যাপ্টেন।

কলকাতা: ওয়াংখেড়েতে এ বারের আইপিএলের (IPL) প্রথম সাক্ষাতে হার্দিক-রোহিতদের হারিয়েছিল সঞ্জু স্যামসনের (Sanju Samson) পিঙ্ক আর্মি। এ বার জয়পুরে সূর্যকুমার যাদব-ঈশান কিষাণরা কি পারবেন সেই হারের বদলা নিতে? মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অনুরাগীরা মনে প্রাণে এটাই চাইছেন। আর MI শিবির কী চাইছে? জয় ছাড়া আর কিছু নয়। মুম্বইয়ের মাঠে প্রথম লেগে রাজস্থান অনবদ্য খেলেছিল। সেই ম্যাচে নান্দ্রে বার্গার ও ট্রেন্ট বোল্ট ৬ উইকেট নিয়েছিলেন। ওই ম্যাচে অবশ্য সূর্যকুমার যাদব ছিলেন না। আজ জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে ব্যাট হাতে নামবেন স্কাই। তিনিই কি ম্যাচে তফাৎ গড়ে দিতে পারবেন?
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টস জিতেছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আজ তাঁর আইপিএল কেরিয়ারের মাইলস্টোন ম্যাচ। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১০০তম ম্যাচ খেলছেন হার্দিক। মাইলফলক ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন মুম্বইয়ের ক্যাপ্টেন। টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া বলেন, ‘আমরা প্রথমে ব্যাটিং করব। গত দু’দিন অনুশীলনের সময় এখানে শিশির দেখিনি। উইকেট ভালোই দেখাচ্ছে। তাই আমরা প্রথমে ব্যাটিং বেছে নিলাম। মুম্বইয়ের একাদশে তিন পরিবর্তন হয়েছে। নুয়ান থুশারা, নেহাল ওয়াদেরা ও পীয়ুষ চাওয়া একাদশে এসেছেন।’
মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে কেরিয়ারের ১০০তম ম্যাচ খেলার অনুভূতি নিয়ে হার্দিক জানান, মুম্বইয়ের হয়ে আইপিএল সফর শুরু করতে পারায় তিনি ভীষণ গর্ববোধ করেন। হার্দিকের টিম এমআইয়ের X এ একটি ছবি শেয়ার করা হয়েছে। যেখানে হার্দিকের ২টি ছবি একসঙ্গে দেওয়া হয়েছে। যেখানে একদিকে রয়েছে হার্দিকের মুম্বইয়ের জার্সিতে অতীতের একটি ছবি এবং অপরটিতে বর্তমানের একটি ছবি। ক্যাপশনে লেখা HP 228🤝 HP 33। আগে মুম্বইয়ের হয়ে ২২৮ লেখা জার্সি পরতেন হার্দিক। এখন তিনি পরেন ৩৩ নম্বর জার্সি।
HP 2️⃣2️⃣8️⃣ 🤝 HP 3️⃣3️⃣ #MumbaiMeriJaan #MumbaiIndians #RRvMI pic.twitter.com/vP5ih7vynf
— Mumbai Indians (@mipaltan) April 22, 2024
আজ প্রথমে বোলিং করতে হবে রাজস্থানকে। তাতে অবশ্য খুশি হয়েছেন সঞ্জু। তিনি বলেন, ‘টস জিতলে আমরা প্রথমে বোলিং বেছে নিতাম। টুর্নামেন্টটা অনেক বড়। গত বছরও আমরা শুরুটা ভালো করেছিলাম। এ বার যখন পরিস্থিতি আমাদের পক্ষে তাই আমরা সেই জয়ের ধারা বজায় রাখতে চাই। আমরা ৫দিনের বিরতি পেয়েছি। তাতে কোন জায়গায় উন্নতি করা যায় সেদিকে আমরা নজর দিয়েছি।’ পিঙ্ক আর্মির ক্যাপ্টেন টসের পর জানান, সন্দীপ শর্মা আজ একাদশে ফিরেছেন। আর কুলদীপ সেন বাদ পড়েছেন। সন্দীপ একাদশে ফেরায় রাজস্থানের স্লগ ওভারে বোলিং শক্তিশালী হল।
হার্দিকের পাশাপাশি রাজস্থানের এক তারকারও আজ মাইলফলক ম্যাচ। আইপিএলে উইকেটের ডাবল সেঞ্চুরির জন্য আর ১টি উইকেট প্রয়োজন যুজবেন্দ্র চাহালের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বাধিক উইকেটশিকারী বোলার তিনিই।
রাজস্থানের একাদশ – সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, রোভম্যান পাওয়েল, রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, সন্দীপ শর্মা ও যুজবেন্দ্র চাহাল।
ইমপ্যাক্ট পরিবর্ত – জস বাটলার, কেশব মহারাজ, শুভব দুবে, নভদীপ সাইনি, টম কোহলার ক্যাডমোরে।
মুম্বইয়ের একাদশ – হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রোহিত শর্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, টিম ডেভিড, নেহাল ওয়াদেরা, জেরাল্ড কোৎজে, মহম্মদ নবি, পীয়ুষ চাওলা ও জসপ্রীত বুমরা।
ইমপ্যাক্ট পরিবর্ত – নুয়ান থুশারা, আকাশ মাধওয়াল, নমন ধীর, শামস মুলানি ও ডিওয়াল্ড ব্রেভিস।





