T20 World Cup: অতীত হয়ে গেলেন সাকিব, বিশ্বকাপে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুলই

ICC MEN’S T20 WC 2024: টি-টোয়েন্টি বিশ্বকাপে ডি গ্রুপে রয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ড ও নেপালের সঙ্গে। ৭ জুন শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু বাংলাদেশের। নাজমুলরা চাইছেন শুরু থেকেই জয়ের ধারা ধরে রাখতে পারেন। যদিও বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স তেমন উজ্জ্বল নয়। তবে এই ফর্ম্যাটে সাকিবদের কিন্তু হালকা নেওয়া যাবে না।

T20 World Cup: অতীত হয়ে গেলেন সাকিব, বিশ্বকাপে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুলই
Image Credit source: ICC
Follow Us:
| Edited By: | Updated on: May 17, 2024 | 2:37 PM

চমক রেখেই অবশেষে টি-২০ বিশ্বকাপে দল ঘোষণা করল বাংলাদেশ। কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অবশেষে, অপেক্ষার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই দল ঘোষণা করা হয়। বাংলাদেশের ১৫ সদস্যের দলে হঠাৎ করেই বাদ দেয়া হয়েছে পেস বোলিং অলরাউন্ডার সইফউদ্দিনকে। তবে রিজার্ভ হিসেবে দলে নেওয়া হয়েছে পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার আফিফ হোসেনকে। প্রথম বারের মতো বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তনবীর ইসলাম, উইকেট কিপার জাকের আলি, লেগ স্পিনার রিশাদ হোসেন, তানজিম হাসান তামিম ও তানজিদ হাসান সাকিব।

বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। দল ঘোষণার আগে সবচেয়ে বেশি আলোচনা ছিল তাসকিন আহমেদকে নিয়ে। ইনজুরিতে পড়া এই পেসারকে দলে নেওয়া হবে কিনা, জল্পনা চলছিল। অবশেষে তাসকিনকে নেওয়া এবং তাঁকে দলের সহ অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে। জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে পাঁজরে চোট লেগেছিল ডানহাতি পেসার তাসকিন আহমেদের। তাঁর বিশ্বকাপে যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। স্ক্যান করিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নেওয়া হয়েছে। সব মিলিয়ে বিশ্বকাপে তিনি খেলতে পারবেন বলে সিদ্ধান্তে এসেছেন বোর্ড নির্বাচকরা। ফলে তাঁকে টি-২০ বিশ্বকাপে নাজমুল শান্তর ডেপুটি ঘোষণা করা হয়েছে।

তবে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন সইফউদ্দিন। ইনজুরি কাটিয়ে বিপিএলে ফিরেছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার। এরপর জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তিনি। হঠাৎ করেই তাঁকে বাদ দিয়ে পেসার তানজিম সাকিবকে বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দল ঘোষণা করেন। তিনি বলেন, ‘তাসকিন আহমেদকে সহঅধিনায়ক করার বিষয়টি বোর্ড থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ সইফউদ্দিনের বিষয়ে জানিয়েছেন, তানজিদ ও সইফউদ্দিনের মধ্যে তানজিদকে বেছে নেয়া হয়েছে।

এবার বাংলাদেশের বিশ্বকাপ দলে আছেন চার পেসার ও চার স্পিনার। এর মধ্যে সাকিব আল হাসানের সঙ্গে স্পিন আক্রমণে বাঁ-হাতি তনবীর ইসলামকে নেওয়া হয়েছে। লেগ স্পিনার রিশাদ আছেন দলে। বিশ্বকাপ দলে রিজার্ভ থাকা পেসার হাসান মাহমুদ ও মিডল অর্ডার ব্যাটার আফিফকে রাখা হয়েছে।

বাংলাদেশের পুরো টিম: নাজমুল হোসেন (ক্যাপ্টেন), তাসকিন আহমেদ (ভাইস ক্যাপ্টেন), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলি অনীক, তনবীর ইসলাম, মেহেদি হাসান, রিসাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।