MS Dhoni: ধোনিই চেন্নাই সুপার কিংসের মালিক! দাবি প্রাক্তন ক্রিকেটারের…
IPL, Chennai Super Kings: ট্রফির নিরিখে গত মরসুমের আগে অবধি এগিয়ে ছিল মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ বারের চ্যাম্পিয়ন তারা। পাঁচটি ট্রফিই রোহিত শর্মার নেতৃত্বে। গত মরসুমে পঞ্চম ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস। পাঁচটিই মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। মরসুম শুরুর আগেই এ বার ঋতুরাজ গায়কোয়াড়কে নেতৃত্ব তুলে দেন ধোনি। অবসরের জল্পনা সে কারণেই প্রবল। তার উপর সেই পুরনো লুকে ফেরা। প্লেয়ার হিসেবে না থাকলেও ধোনিকে কি পরের মরসুমে চেন্নাই টিমেই দেখা যাবে?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আরও একটা মরসুমের শেষ পর্বের দিকে। লিগে আর হাতে গোনা ম্যাচ বাকি। ২৬ মে ফাইনাল। চেন্নাই সুপার কিংস প্লে-অফে জায়গা করে নিতে পারবে কিনা, নিশ্চয়তা নেই। ঠিক তেমনই নিশ্চয়তা নেই, এটাই ধোনির শেষ আইপিএল কিনা। ঘরের মাঠে ধোনি কি শেষ ম্যাচ খেলে ফেলেছেন? এমন নানা প্রশ্ন ওঠার কারণ, অবসর নিয়ে ধোনি পরিষ্কার কিছু বলেননি। গত মরসুমেও এমন পরিস্থিতি ছিল। অবসর প্রশ্নে বলেছিলন, ‘একেবারেই নয়।’ তাঁর খেলা না খেলার সিদ্ধান্ত পুরোটাই যে নিজের উপর, সেটারই যেন ইঙ্গিত দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। দেশের প্রাক্তন ক্রিকেটার বলছেন, ‘চেন্নাই সুপার কিংসের মালিক ধোনিই। ওর কথা ছাড়া, ওখানে একটা পাতাও নড়ে না।’
ট্রফির নিরিখে গত মরসুমের আগে অবধি এগিয়ে ছিল মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ বারের চ্যাম্পিয়ন তারা। পাঁচটি ট্রফিই রোহিত শর্মার নেতৃত্বে। গত মরসুমে পঞ্চম ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস। পাঁচটিই মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। মরসুম শুরুর আগেই এ বার ঋতুরাজ গায়কোয়াড়কে নেতৃত্ব তুলে দেন ধোনি। অবসরের জল্পনা সে কারণেই প্রবল। তার উপর সেই পুরনো লুকে ফেরা। প্লেয়ার হিসেবে না থাকলেও ধোনিকে কি পরের মরসুমে চেন্নাই টিমেই দেখা যাবে?
দেশের প্রাক্তন স্পিনার তথা ধোনির সতীর্থ হরভজন সিং মনে করছেন, চেন্নাই সুপার কিংসে ধোনির থাকা না থাকা পুরোটাই তাঁর সিদ্ধান্ত। ভাজ্জির কথায়, ‘ধোনিই টিমের মালিক। ওর কথা ছাড়া ওখানে একটা পাতাও নড়ে না। ওটা ওরই টিম। চেন্নাই সুপার কিংসের জন্য সব কিছু দিয়েছে। ও সবসময়ই সিএসকের সঙ্গে যুক্ত থাকবে। সেটা মেন্টর কিংবা কোচ হিসেবেও হতে পারে। চেন্নাই সুপার কিংসে ধোনিই শেষ কথা।’
সিএসকে টিমে ধোনির প্রতি সম্মান ও চেন্নাইতে তাঁকে যে আলাদা জায়গায় রাখা হয়, এ আর নতুন নয়। ধোনি যেন চেন্নাইয়েরই হয়ে গিয়েছেন। তাঁকে ছাড়া সিএসকে টিমও অপূর্ণ।