Dinesh Karthik: জ্যাভলিন হাতে ডিকে, শিক্ষক নীরজ চোপড়া; পাশ করলেন দীনেশ কার্তিক?
Watch Video: প্যারিস অলিম্পিক শুরু হতে আর ২ মাসের মতো সময় বাকি। এই পরিস্থিতিতে জিও সিনেমার 'গেট সেট গোল্ড' এক অনুষ্ঠানের সঞ্চালনা করছেন দীনেশ কার্তিক। যা অনুষ্ঠানের থেকে বেশি বলা চলে আড্ডার একটা সেশন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ডিকের এক ভিডিয়ো। যেখানে কার্তিককে জ্যাভলিন থ্রো করা শেখান নীরজ চোপড়া।
কলকাতা: মাস দু’য়েক পর শুরু হবে গ্রেটেস্ট শো অন দ্য আর্থ, প্যারিস অলিম্পিক। তার আগে হঠাৎ ২২ গজ ছেড়ে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের দুনিয়ার হাজির দেশের তারকা ক্রিকেটার দীনেশ কার্তিক (Dinesh Karthik)। যেহেতু কার্তিক বাইশ গজে পা রাখেননি, তাই তাঁর হাতে ব্যাট বা উইকেটকিপিং গ্লাভস নয়, ছিল জ্যাভলিন। আর ডিকের শিক্ষকের ভূমিকায় দেখা গেল ভারতের সোনাজয়ী জ্যাভলিন তারকা নীরজ চোপড়া (Neeraj Chopra)। দীনেশ কার্তিক কি পাশ করলেন?
প্যারিস অলিম্পিক শুরু হতে আর ২ মাসের মতো সময় বাকি। এই পরিস্থিতিতে জিও সিনেমার ‘গেট সেট গোল্ড’ এক অনুষ্ঠানের সঞ্চালনা করছেন দীনেশ কার্তিক। যা অনুষ্ঠানের থেকে বেশি বলা চলে আড্ডার একটা সেশন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ডিকের এক ভিডিয়ো। যেখানে কার্তিককে জ্যাভলিন থ্রো করা শেখান নীরজ চোপড়া।
টোকিও অলিম্পিকে সোনা জিতে দেশের নাম উজ্জ্বল করেছিলেন নীরজ চোপড়া। তাঁর লক্ষ্য প্যারিস অলিম্পিকেও সোনা জেতা। তার জন্য প্রস্তুতি নিচ্ছেন নীরজ। এরই ফাঁকে দীনেশ কার্তিক দেখে এলেন তাঁর প্রস্তুতি। একইসঙ্গে একটু জ্যাভলিন থ্রো করাও শিখে নিয়েছেন ডিকে। সোশ্যাল মিডিয়ায় এখন দীনেশ কার্তিকের জ্যাভলিন থ্রো-এর ভিডিয়ো ভাইরাল। যেখানে নীরজকে তাঁকে উদ্বুদ্ধ করতেও শোনা যায়। আর সবচেয়ে পজিটিভ দিক হল, দীনেশ কার্তিক জ্যাভলিন থ্রো-তে সফলও হন।
Dinesh Karthik, the Javelin thrower 😎😎😎#Olympics #ParisOlympics2024 #IPL2024 #T20WorldCup pic.twitter.com/7nU3I8Imk3
— Dinesh Karthik Fan Club (@DKFANFOREVER) May 28, 2024
‘গেট সেট গোল্ড’ অনুষ্ঠানে নীরজ চোপড়া ছাড়াও দেখা যাবে ভারতের একঝাঁক অ্যাথলিটকে। তাঁরা হলেন, বক্সার নিখাত জারিন, হকি গোলকিপার পিআর শ্রীজেশ, ব্যাডমিন্টনে পুরুষ ডাবলসে বিশ্বের এক নম্বর সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটিকে। ওই ‘গেট সেট গোল্ড’ অনুষ্ঠানের সঞ্চালনা করার দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত কার্তিক। তিনি এই প্রসঙ্গে বলেছেন, ‘দুর্দান্ত সব অ্যাথলিটদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি সম্মানিত। আমি বুঝতে পারছি দারুণ অনুপ্রেরণামূলক একটা অভিজ্ঞতা হতে চলেছে। বিশ্বের এত বড় মঞ্চে সাফল্যে পাওয়ার জন্য কী ধরণের ত্যাগ, অধ্যাবসায় প্রয়োজন তা জানার সুযোগ পাব। দর্শকেরা এর মাধ্যমে জানতে পারবেন আমাদের অলিম্পিয়ানদের শৃঙ্খলা, একাগ্রতা, উন্নতির জন্য ক্রমাগত কঠোর পরিশ্রম করার কথা। তাঁদের প্রতিজ্ঞার কথা।’