BCCI: নেপাল ক্রিকেটকে ‘সাবালক’ করে তোলার দায়িত্ব কাঁধে তুলল বিসিসিআই!

Nepal Cricket: আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের পা দেওয়াই ছিল বিসিসিআইয়ের হাত ধরে। নিয়মিত তারা ট্রেনিং করেছে এ দেশে। নেপালও সেই পথে হাঁটছে। বলা যেতে পারে দল গোছাতে এ বার ভারতের শরণাপন্ন নেপাল ক্রিকেট।

BCCI: নেপাল ক্রিকেটকে 'সাবালক' করে তোলার দায়িত্ব কাঁধে তুলল বিসিসিআই!
BCCI: নেপাল ক্রিকেটকে 'সাবালক' করে তোলার দায়িত্ব কাঁধে তুলল বিসিসিআই!Image Credit source: @CricketNep X
Follow Us:
| Updated on: Aug 12, 2024 | 6:17 PM

কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড। অনেক সময় অভিযোগ ওঠে ধনী বোর্ড বলে বিসিসিআই (BCCI) অনেক সময় ক্ষমতা প্রয়োগ করে। অভিযোগ যতই উঠুক না কেন, ভারতীয় বোর্ড কিন্তু সাহায্যের হাত বাড়াতে পিছপা হয় না। আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের পা দেওয়াই ছিল বিসিসিআইয়ের হাত ধরে। নিয়মিত তারা ট্রেনিং করেছে এ দেশে। নেপালও সেই পথে হাঁটছে। বলা যেতে পারে দল গোছাতে এ বার ভারতের শরণাপন্ন নেপাল ক্রিকেট (Nepal cricket)

নেপাল ক্রিকেট টিমকে এশিয়ান গেমসে খেলতে দেখা গিয়েছে। এ বছরের টি-২০ বিশ্বকাপেও খেলেছে নেপাল ক্রিকেট টিম। ক্রিকেট বিশ্বে নেপাল টিমের নাম ধীরে ধীরে ছড়াচ্ছে। ছাপ ফেলতে অবশ্য সময় লাগবে রোহিত পাউড়েলদের। এরই মাঝে নেপালের ক্রিকেটারকে আরও পরিণত করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিসিসিআই। একটা টিমের ক্রিকেটারদের উন্নতমানের ট্রেনিং পরিষেবা দিলে তাঁদের লাভ হয়। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অত্যন্ত উচ্চমানের সুযোগ-সুবিধা রয়েছে। যা কাজে লাগিয়ে নেপালের ক্রিকেটারদের উন্নতি হবে বলেই মনে করছে ক্রিকেট মহল। তাই বলা হচ্ছে নেপাল ক্রিকেটকে ‘সাবালক’ করে তোলার দায়িত্ব কাঁধে তুলল ভারতীয় ক্রিকেট বোর্ড।

কিছুদিন আগে নেপালের ক্রিকেটাররা ট্রেনিং করে গিয়েছেন ভারতে। এ বার বেঙ্গালুরুর এনসিএতে ২ সপ্তাহের ট্রেনিং করবে নেপাল ক্রিকেট টিম। আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ এর প্রস্তুতি নিতে ভারতে আসছেন রোহিতরা। মার্চ মাসে বিসিসিআই একটি ফ্রেন্ডশিপ কাপ আয়োজন করেছিল। যেখানে গুজরাট ও বরোদার বিরুদ্ধে খেলেন নেপালের ক্রিকেটাররা।