ICC ODI World Cup 2023: প্রথম পরীক্ষাতেই ‘সুপার ফ্লপ’, ট্রোলিং-এর শিকার বাবর আজম
Babar Azam: বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করেছিলেন বাবর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একাই করেছিলেন ৯০ রান। আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮০। আশা ছিল বিশ্বকাপের মূল পর্বেও ঝড় তুলবেন। কিন্তু সব আশা মাটি করে দিয়েছেন প্রথম ম্যাচেই। নেদারল্যান্ডসকে শেষ পর্যন্ত পরাজিত করতে পারলেও বাবর নিজের পরীক্ষায় পাশ করতে পারেননি।
হায়দরাবাদ: গম্ভীরের ভবিষ্যৎ বাণীকে সত্যি প্রমাণ করতে ব্যর্থ হলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম (Babar Azam)। খাতায় কলমে দুর্বল ডাচদের হারিয়ে বিশ্বকাপ (ODI World Cup 2023) অভিযান (Pakistan) শুরু করলেও, বাবরের পারফরম্যান্স ‘সুপার ফ্লপ’। আর এর জন্যই সোশ্যাল মিডিয়ায় ট্রোলি-এর শিকার হতে হচ্ছে তাঁকে। ডাচদের সামনে ব্যাটের ধার দেখাতে না পারলে, গোটা বিশ্বকাপে কী করবেন তিনি? উঠছে প্রশ্ন। বাবর পিছিয়ে থাকা দলের সঙ্গেই ভালো খেলতে পারেন, তাঁর কপালে জুটছে এসব কথাও। এ ব্য়াপারে বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিশ্বকাপের আগেই গৌতম গম্ভীর ভবিষ্যদ্বাণী করেছিলেন, এ বারের বিশ্বকাপে ভালো খেলবেন বাবর। কিন্তু সব অনুমান জলে গিয়েছে। প্রথম পরীক্ষাতেই ব্যর্থ। ডাচদের বোলিংয়ের সামনে কার্যত কেঁপে উঠেছে পাকিস্তানের টপ অর্ডার। তাঁর মধ্যে অন্যতম পাক অধিনায়ক। ১৮ বলে মাত্র ৫ রান করেন। এরপরই নেটদুনিয়া জুড়ে শুরু হয় ট্রোলিং। একের পর এক মিমে ভরতে থাকে সোশ্যাল মিডিয়ার দেওয়াল। বাবর নাকি শুধু লো ব়্যাঙ্ক দলের বিরুদ্ধেই ভালো খেলতে পারেন, মন্তব্য করেন কেউ-কেউ। আবার কারও মজার দাবি, বাবর যাতে ভালো খেলতে পারেন তার জন্য নেপাল ও জিম্বাবোয়েকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হোক।
বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করেছিলেন বাবর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একাই করেছিলেন ৯০ রান। আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮০। আশা ছিল বিশ্বকাপের মূল পর্বেও ঝড় তুলবেন। কিন্তু সব আশা মাটি করে দিয়েছেন প্রথম ম্যাচেই। নেদারল্যান্ডসকে শেষ পর্যন্ত পরাজিত করতে পারলেও বাবর নিজের পরীক্ষায় পাশ করতে পারেননি মোটেই। হায়দরাবাদের পিচ ব্যাটিং সহায়ক। কিন্তু সেটাকে কাজে লাগাতে পারেননি এই টপ অর্ডার ব্যাটার। নেদারল্যান্ডসের বোলিংয়ের কাছে একেবারে ধরাশায়ী পাকিস্তান টপ অর্ডার। মহম্মদ রিজওয়ান ও সাউদ সাকিল জুটি না গড়লে ডাচদের হারানো মুশকিল ছিল আফ্রিদিদের কাছে।