Shikhar Dhawan: নতুনদের থেকে প্রেরণা নিচ্ছেন অভিজ্ঞ ধাওয়ান, স্কাইয়ের কাছে বিশেষ অনুরোধ!
CWC 2023, ICC: আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ বছর কাটিয়েছেন ধাওয়ান। অভিজ্ঞতার ভাড়ার পূর্ণ। তবে নতুন কিছু শেখার আগ্রহ একইরকম। ভারতীয় ক্রিকেটে একঝাঁক তরুণ উঠে এসেছেন।
আইসিসি টুর্নামেন্ট এলেই যেন বাড়তি তাগিদ দেখা যায় তাঁর মধ্যে। অনূর্ধ্ব ১৯ স্তরেই হোক বা সিনিয়র। আইসিসি টুর্নামেন্টে অনবদ্য পারফরম্যান্স শিখর ধাওয়ানের। এ বার ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ। অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ। ভারত খেলবে, কিন্তু শিখর ধাওয়ান টিমে থাকবেন নিশ্চয়তা নেই। বছর খানেক আগেও রোহিতের অনুপস্থিতিতে ভারতের ওয়ান ডে দলকে নেতৃত্ব দিয়েছেন। এরপর টিম থেকে বাদই পড়েন। মনে করা হয়েছিল বিশ্বকাপের কথা মাথায় রেখে ওয়েস্ট ইন্ডিজে ওয়ান ডে সিরিজে রাখা হতে পারে তাঁকে। যদিও তা হয়নি। এমনকি বোর্ড সূত্রে খবর ছিল, এশিয়ান গেমসে তিনিই নেতৃত্ব দেবেন। সেই দলেও জায়গা হয়নি। তবে হাল ছাড়ছেন না অভিজ্ঞ এই বাঁ হাতি ওপেনার। তরুণদের থেকেই প্রেরণা নিচ্ছেন। আইসিসি-র অনুষ্ঠানে নানা বিষয়েই কথা বললেন শিখর ধাওয়ান। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ বছর কাটিয়েছেন ধাওয়ান। অভিজ্ঞতার ভাড়ার পূর্ণ। তবে নতুন কিছু শেখার আগ্রহ একইরকম। ভারতীয় ক্রিকেটে একঝাঁক তরুণ উঠে এসেছেন। সেই প্রসঙ্গে ধাওয়ান বলছেন, ‘দেখে সত্যিই ভালো লাগছে। এই একটা জিনিস চিরস্থায়ী, সেটা হল পরিবর্তন। সময়ের সঙ্গে মানিয়ে নিতে হবে। নতুন চিন্তা-ধারা নিয়ে প্লেয়াররা যেমন উঠে আসছে, দেখে খুবই ভালো লাগছে। এত বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলার পরও তরুণদের থেকে শেখার চেষ্টা করছি। ওরা নতুন শট খেলে। জিজ্ঞেস করি, কীভাবে খেলে। নিজেও চেষ্টা করি।’
শেখার প্রসঙ্গে উদাহরণ হিসেবে তুলে ধরলেন সূর্যকুমার যাদরে নানা শট। বিশেষ করে অফ স্টাম্পের বাইরের বল যেভাবে থার্ডম্যানে খেলেন, অনবদ্য। সূর্যকুমার যাদবকে নতুন মিস্টার ৩৬০ ডিগ্রিও বলা হচ্ছে। ধাওয়ান বলেন, ‘স্কাইকে জিজ্ঞেস করেছিলাম, কীভাবে ছয়টা মারলে! ও আমাকে বুঝিয়েছিল, শরীরটাকে বাঁকিয়ে কীভাবে শটটা খেলতে হয়। ওকে বলেছিলাম, আমিও চেষ্টা করব। অস্ত্রাগারে যত রকমের শট থাকবে, ততটাই ভালো।’