India vs West Indies 2023: মাইলফলকের ম্যাচে অভিষেক, স্বপ্নের মুহূর্ত মুকেশ কুমারের

Mukesh Kumar Debut, IND vs WI, 100Th Test: দীর্ঘ সময় ধরেই জাতীয় দলের নির্বাচকদের রাডারে ছিলেন। সীমিত ওভারে জাতীয় দেল আগেই সুযোগ পেয়েছিলেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে স্ট্যান্ড বাই লিস্টে ছিলেন মুকেশ।

India vs West Indies 2023: মাইলফলকের ম্যাচে অভিষেক, স্বপ্নের মুহূর্ত মুকেশ কুমারের
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 20, 2023 | 7:32 PM

অবশেষে স্বপ্নপূরণ। টেস্ট অভিষেক মুকেশ কুমারের। গত ম্যাচে পারফরম্যান্সে নজর কাড়তে পারেননি বাঁ হাতি পেসার জয়দেব উনাদকাট। যদিও ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড় ম্যাচের আগে পরিষ্কার করেছিলেন, খুব প্রয়োজন না হলে একাদশে পরিবর্তন করবেন না। জয়দেব উনাদকাট অবশ্য খেলছেন। শার্দূল ঠাকুরের সামান্য চোট থাকায় টেস্ট অভিষেক মুকেশের। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

দীর্ঘ সময় ধরেই জাতীয় দলের নির্বাচকদের রাডারে ছিলেন। সীমিত ওভারে জাতীয় দেল আগেই সুযোগ পেয়েছিলেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে স্ট্যান্ড বাই লিস্টে ছিলেন মুকেশ। ওয়েস্ট ইন্ডিজ সফরে সামিকে বিশ্রাম দেওয়ায় মুকেশের সুযোগের সম্ভাবনা ছিল। তেমনটাই হয়েছিল। টেস্ট অভিষেক হওয়াটাও কার্যত নিশ্চিত ছিল।

ডমিনিকায় প্রথম টেস্টের আগে অনভিজ্ঞ পেস বোলিং আক্রমণে ভরসা রেখেছিলেন রোহিত। পরিষ্কার করে দিয়েছিলেন, জয়দেব উনাদকাট ঘরোয়া ক্রিকেটে বহু বছর খেলছেন। তেমনই তরুণ প্রতিভা মুকেশেরও প্রশংসা করেছিলেন। প্রথম শ্রেনির ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স। লাল-বলে রঞ্জি ট্রফি, জোনাল টুর্নামেন্টের পাশাপাশি ভারত এ দলের হয়েও নিয়মিত নজর কেড়েছেন। এ বার জাতীয় দলের জার্সিতে নজর কাড়ার পালা।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ শততম টেস্টে টসের পর ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমরাও টস জিতে ব্যাটিং নিতে চেয়েছিলাম। পরের দিকে পিচ মন্থর হবে। আমাদের দলে একটাই পরিবর্তন। শার্দূলের চোট রয়েছে। মুকেশ কুমারের ডেবিউ হচ্ছে। প্রতিভাবান পেসার। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেছে। ওর দিকে নজর থাকবে আমাদের।’

ম্যাচ শুরুর আগে শততম টেস্টের বিশেষ স্মারক তুলে দেওয়া হয় রোহিতকে। দু-দলের ক্রিকেটাররা এই মুহূর্ত লেন্সবন্দিও করে রাখেন। ছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান কোচিং স্টাফরা।