NZ vs AFG ICC WC Match Preview: আফগানিস্তানের নজরে এ বার ‘রানার্স’ বধ
New Zealand vs Afghanistan ICC world Cup 2023: আফগানিস্তান আত্মবিশ্বাসে ফুটছে। তবে সংযমীও। ইংল্যান্ডকে হারিয়েও মাটিতে পা রাখছে। আজকের ম্যাচ চিপকে। নিউজিল্যান্ড গত ম্যাচ এই মাঠেই খেলেছে। চিপকের পিচে সাধারণত স্পিনারদের সহায়তা থাকে। তবে গত ম্যাচে অবশ্য খুব একটা কার্যকর দেখায়নি। এই ম্যাচে স্পিন কাজে এলে আফগানিস্তানের সুযোগ রয়েছে আরও একটা অঘটনের। আফগানিস্তান ব্যাটাররা ছন্দে। আকর্ষণের কেন্দ্রে দুই স্পিনার মুজিব উর রহমান এবং রশিদ খান।
চেন্নাই: অঘটন, চমক, ফ্লুক। আফগানিস্তানের মতো তথাকথিত ছোট দল আগের ম্যাচে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। স্বাভাবিক ভাবেই অঘটনই বলা হচ্ছে এই জয়কে। কারও মতে চমক কিংবা ফ্লুক। আফগানিস্তান অবশ্য ‘ওয়ান ম্যাচ ওয়ান্ডার’-এ আটকে থাকতে নারাজ। এর জন্য ধারাবাহিকতা প্রয়োজন। ইংল্যান্ডকে হারানো যে কোনও অঘটন ছিল না, সেটাই প্রমাণের পালা আফগানদের। আজ তাদের সামনে নিউজিল্যান্ড। চ্যাম্পিয়নদের পর গত বারের রানার্সদের হারাতে মরিয়া আফগানিস্তান। বিশ্বকাপে আজ নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
তেইশের বিশ্বকাপ চমকেই শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল গত বারের ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। লর্ডসের বদলা আমেদাবাদে নিয়েছিল নিউজিল্যান্ড। চ্যাম্পিয়নকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছিল কিউয়িরা। টানা তিন ম্যাচ জিতে দারুণ জায়গায় নিউজিল্যান্ড। তবে অস্বস্তিও রয়েছে। চোটের জন্য বিশ্বকাপের শুরুর দিকে পাওয়া যায়নি কেন উইলিয়ামসনকে। গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ফেরেন। অনবদ্য একটা ইনিংসও খেলেন। কিন্তু নাজমুল হোসেন শান্তর থ্রোয়ে আঙুলে গুরুতর চোট পান উইলিয়ামসন। টুর্নামেন্টে তাঁর আর পাওয়া নিয়েই সন্দেহ রয়েছে। নিউজিল্যান্ড ছন্দে থাকলেও উইলিয়ামসনকে না পাওয়া নেতিবাচক দিক।
আফগানিস্তান আত্মবিশ্বাসে ফুটছে। তবে সংযমীও। ইংল্যান্ডকে হারিয়েও মাটিতে পা রাখছে। আজকের ম্যাচ চিপকে। নিউজিল্যান্ড গত ম্যাচ এই মাঠেই খেলেছে। চিপকের পিচে সাধারণত স্পিনারদের সহায়তা থাকে। তবে গত ম্যাচে অবশ্য খুব একটা কার্যকর দেখায়নি। এই ম্যাচে স্পিন কাজে এলে আফগানিস্তানের সুযোগ রয়েছে আরও একটা অঘটনের। আফগানিস্তান ব্যাটাররা ছন্দে। আকর্ষণের কেন্দ্রে দুই স্পিনার মুজিব উর রহমান এবং রশিদ খান। গত ম্যাচে এই জুটিই আধডজন উইকেট নিয়েছে। চিপকে তেমনই একটা পারফরম্যান্স দিতে পারলে, বিশ্বকাপের উন্মাদনা আরও বাড়বে।