ICC World Cup 2023: ‘সামি তবেই একাদশে আসবে, যদি…’, কারণ ব্যাখ্যা করলেন প্রসাদ
ICC World Cup 2023, Mohammed Shami: বিশ্বকাপ অভিযানে ভালো জায়গায় রয়েছে ভারতীয় ক্রিকেট দল। তিন ম্যাচেই জয়। প্রথম ম্যাচে ব্যাটিংয়ে একটু সমস্যা হলেও শেষ অবধি জিতেই মাঠ ছেড়েছে টিম ইন্ডিয়া। আফগানিস্তান ও গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয়। অসুস্থতায় প্রথম দু-ম্যাচে ছিলেন না শুভমন গিল। রোহিতের সঙ্গে ওপেন করেন ঈশান কিষাণ। পাকিস্তানের বিরুদ্ধে ফেরেন শুভমন। স্বাভাবিক ভাবেই ঈশানকে জায়গা ছাড়তে হয়। সামির ক্ষেত্রেও কি পরিস্থিতি তাই?
নয়াদিল্লি: এশিয়া কাপ থেকেই এই প্রশ্ন উঠছে। মহম্মদ সামি কেন একাদশে জায়গা পাচ্ছেন না? পাকিস্তান ম্যাচে সামিকে খেলানোর প্রবল সম্ভাবনা ছিল। যদিও খেলানো হয় শার্দূল ঠাকুরকে। মাত্র দু-ওভার বোলিং করানো হয় শার্দূলকে দিয়ে। বাকি বোলাররা ভালো পারফর্ম করায় শার্দূলের পারফরম্যান্স ঢাকা পড়ে যায়। এশিয়া কাপেও প্রথম একাদশে পেস বোলিংয়ে টিম ইন্ডিয়ার এক নম্বর পছন্দ ছিল বুমরা-সিরাজ জুটি। দুই পেস বোলিং অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও শার্দূল ঠাকুর। গ্রুপ পর্বে নেপালের বিরুদ্ধে বুমরা না থাকায় সামিকে খেলানো হয়। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেও সামিকে সীমিত সুযোগ দেওয়া হয়। বিশ্বকাপে তিন ম্যাচে সুযোগ পাননি সামি (Mohammed Shami)। তাঁকে কি সুযোগ দেওয়া হবে? এখানেই যদি-কিন্তু আসছে। প্রাক্তন নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ সেটাই ব্যাখ্যা করলেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিশ্বকাপ অভিযানে ভালো জায়গায় রয়েছে ভারতীয় ক্রিকেট দল। তিন ম্যাচেই জয়। প্রথম ম্যাচে ব্যাটিংয়ে একটু সমস্যা হলেও শেষ অবধি জিতেই মাঠ ছেড়েছে টিম ইন্ডিয়া। আফগানিস্তান ও গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয়। অসুস্থতায় প্রথম দু-ম্যাচে ছিলেন না শুভমন গিল। রোহিতের সঙ্গে ওপেন করেন ঈশান কিষাণ। পাকিস্তানের বিরুদ্ধে ফেরেন শুভমন। স্বাভাবিক ভাবেই ঈশানকে জায়গা ছাড়তে হয়। সামির ক্ষেত্রেও কি পরিস্থিতি তাই?
ভারতীয় বোর্ডের প্রাক্তন নির্বাচক এমএসকে প্রসাদ সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘টিম ইন্ডিয়া এখন যে পথে সাফল্য আসছে, সেই পথেই চলছে। চেন্নাইতে অশ্বিনকে খেলানো হয়েছিল। তেমনই পরবর্তী দু-ম্যাচে অশ্বিনকে বসিয়ে শার্দূলকে খেলানো হয়। গত ম্যাচে অবশ্য শার্দূলকে প্রয়োজনই পড়েনি। কেন না, বাকি বোলাররা দারুণ পারফর্ম করেছে।’
ভারতের প্রাক্তন উইকেট কিপার প্রসাদ আরও বলছেন, ‘সামি তখনই একাদশে জায়গা পাবে, যদি টিম ম্যানেজমেন্ট রোটেশনের পথে হাঁটে। সিরাজকে বিশ্রাম দিতে চাইলে সামি একাদশে ফিরবেন। প্রয়োজনে শ্রেয়সের জায়গায় সূর্যকুমার যাদব। শুভমনকে বিশ্রাম দিলে ঈশান। আর যে পিচে স্পিনের সহায়তা থাকবে, সেখানে অশ্বিনকে ব্যবহার করা হবে।’
সামির মতো চ্যাম্পিয়ন বোলারকে আপাতত টিম ম্যানেজমেন্ট ব্যবহার করতে চাইছে না বলেই মনে করেন প্রসাদ। পরের দিকে, টিম চাপে পড়লে, পেসারদের ওয়ার্কলোড ম্যানেজ করতে হলে সামিকে দরকার। সে কারণেই আপাতত তাঁকে প্রস্তুত রাখা হচ্ছে। সামিকে সেই সুযোগের অপেক্ষা করতে হবে বলেই মনে করেন প্রসাদ।