NZ vs AFG, ICC World Cup 2023 Highlights: অলআউট আফগানিস্তান, বিশাল জয় নিউজিল্যান্ডের

| Edited By: | Updated on: Oct 18, 2023 | 9:46 PM

New Zealand vs Afghanistan, ICC world Cup 2023 Live Score Updates: চলতি বিশ্বকাপে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে কিউয়িরা। রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ের কাঁধে ভর দিয়ে একের পর এক জয় ছিনিয়ে নিয়েছে নিউজিল্যান্ড। আজ, বুধবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। কিউয়িদের বিরুদ্ধে ফের নিজেদের মেলে ধরতে মরিয়া হয়ে উঠবেন রশিদ খানরা। কে হাসবে শেষ হাসি?

NZ vs AFG, ICC World Cup 2023 Highlights: অলআউট আফগানিস্তান, বিশাল জয় নিউজিল্যান্ডের
নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান

চেন্নাই: বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে (England) হারিয়ে সপ্তম স্বর্গে ছিল আফগানিস্তান। এ বার তাঁদের সামনে নিজেদের আবারও প্রমাণ করার পরীক্ষা ছিল। প্রতিপক্ষ নিউজিল্যান্ড (New Zealand)। চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে কিউয়িরা। রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ের কাঁধে ভর দিয়ে একের পর এক জয় ছিনিয়ে নিয়েছে নিউজিল্যান্ড। চেন্নাইয়ে কিউয়িদের বিরুদ্ধে ফের নিজেদের মেলে ধরতে মরিয়া ছিলেন রশিদ খানরা। যদিও প্রত্যাশা এবং পারফরম্যান্স মিলল না। বিশেষ করে বলতে হয় তাঁদের ফিল্ডিংয়ের কথা। আধডজন ক্যাচ মিস করে ম্যাচ জেতার আশা না করাই শ্রেয়। টানা চার ম্যাচ জিতে পয়েন্ট টেবলে আপাতত শীর্ষস্থান দখল করল নিউজিল্যান্ড। ম্যাচের আপডেটের জন্য ক্লিক করুন TV9 Bangla Sports-এর লাইভ ব্লগে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 18 Oct 2023 09:38 PM (IST)

    ICC World Cup: শীর্ষে নিউজিল্যান্ড

    জয়ের ধারা অব্যহত কিউয়িদের। চেন্নাইতে আফগানিস্তানের বিরুদ্ধে ১৪৯ রানের বিশাল জয়। বিস্তারিত পড়ুন : আধডজন ক্যাচ মিস আফগানদের, টানা চার ম্যাচে জিতল কিউয়িরা

  • 18 Oct 2023 08:24 PM (IST)

    ICC World Cup: আফগান আশা শেষ!

    রাচিন রবীন্দ্র বোলিংয়ে কট অ্যান্ড বোল রহমত শাহ। বল ব্যাটে লেগে বাউন্স হয়েছে কিনা সন্দেহ ছিল। তৃতীয় আম্পায়ার দীর্ঘ সময় দেখে আউটের সিদ্ধান্ত দেন। খুবই কঠিন পরীক্ষায় পড়েছিলেন তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ।

  • 18 Oct 2023 06:51 PM (IST)

    ICC World Cup: ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বোল্ড

    সতর্ক শুরু করেছিল নিউজিল্যান্ড। রানের গতিও নিয়ন্ত্রণেই ছিল। তবে ম্যাট হেনরির অনবদ্য ডেলিভারিতে গুরবাজের ডিফেন্স ভাঙল। প্রথম উইকেট হারাল আফগানিস্তান। পরের ওভারের প্রথম বলেই ইব্রাহিম জাদরানের উইকেট। ট্রেন্ট বোল্টের বোলিংয়ে শট চেক দিতে পারেননি। শর্ট এক্সট্রা কভারে যেন ক্যাচ প্র্যাক্টিস করালেন।

  • 18 Oct 2023 06:14 PM (IST)

    ICC ODI World Cup 2023: কিউয়িদের ইনিংস শেষ

    আফগানদের ২৮৯-এর লক্ষ্য দিয়ে শেষ হল নিউজিল্য়ান্ডের ইনিংস।

  • 18 Oct 2023 05:41 PM (IST)

    ICC ODI World Cup 2023: ফের উইকেট

    আবার উইকেট।  এ বার ফিরলেন টম ল্য়াথাম।

  • 18 Oct 2023 05:40 PM (IST)

    ICC ODI World Cup 2023: ভাঙল জুটি!

    জুটি ভাঙল। ফিরলেন গ্লেন ফিলিপ্স। ৭০ রান করেই প্য়াভেলিয়নে ফিরতে হয় তাঁকে। ক্রিজে ল্য়াথাম ও চ্য়াপমান জুটি।

  • 18 Oct 2023 05:16 PM (IST)

    ICC ODI World Cup 2023: অপ্রতিরোধ্য ল্য়াথাম ও ফিলিপ্স জুটি

    দুরন্ত ছন্দে টম ল্য়াথাম ও গ্লেন ফিলিপ্স জুটি। ৪২ ওভারে ২০০ পার কিউয়িদের।

  • 18 Oct 2023 03:48 PM (IST)

    ICC ODI World Cup 2023:

    রশিদ খানের শর্ট পিচ ডেলিভারি। শর্ট মিড উইকেটের ওপর দিয়ে মারতে গিয়েছিলেন মিচেল। ইব্রাহিম জাদরানের হাতে শর্ট উইকেটেই ধরা পড়লেন মিচেল।

  • 18 Oct 2023 03:44 PM (IST)

    ICC ODI World Cup 2023: আউট ছন্দে থাকা ইয়ং

    হাফ সেঞ্চুরি করেছিলেন, কিন্তু আর টিকে থাকা হল না। আউট হলেন ইয়ং। তাঁকেও ফেরালেন ওমরজাই। অনবদ্য একটি ক্যাচ নেন তিনি।

  • 18 Oct 2023 03:40 PM (IST)

    ICC ODI World Cup 2023: ফিরলেন রাচিন

    মাত্র ৩২ রান করেই ফিরলেন রাচিন রবীন্দ্র। তাঁকে ফেরালেন ওমরজাই।

  • 18 Oct 2023 03:35 PM (IST)

    ICC ODI World Cup 2023: দলগত শতটরান কিউয়িদের

    জমাটে বাঁধছে উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র জুটি। হাফ সেঞ্চুরি করলেন ইয়ং। সেই সঙ্গেই শতরান এল নিউজিল্যান্ডের ঝুলিতে।

  • 18 Oct 2023 03:11 PM (IST)

    ICC ODI World Cup 2023: ১৫ ওভার শেষে

    ১৫ ওভার শেষে কিউয়িদের ঝুলিতে ৮০ রান। উইকেট হারিয়েছে ১ টি।

  • 18 Oct 2023 02:31 PM (IST)

    ICC ODI World Cup 2023: ফিরলেন কনওয়ে

    দলের ভরডসা হওয়ার কথা ছিল। কিন্তু মাত্র ২০ রান করেই প্য়াভেলিয়নে ফিরলেন ডেভন কনওয়ে। তাঁকে ফেরালেন মুজিব উর রহমান।

  • 18 Oct 2023 02:03 PM (IST)

    ICC ODI World Cup 2023: কিউয়িদের ইনিংস শুরু

    শুরু গহল নিউজিল্যান্ডের ইনিংস। ক্রিজে ডেভন কনওয়ে ও উইল ইয়ং।

  • 18 Oct 2023 01:36 PM (IST)

    ICC ODI World Cup 2023: টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত আফগানদের

    টস জিতে নিউজিল্যান্ডকে ব্য়াট করতে পাঠালেন আফগান অধিনায়ক হসমাতুল্লাহ শাহিদি।

  • 18 Oct 2023 01:14 PM (IST)

    ICC ODI World Cup 2023: কোথায় কখন দেখবেন নিউজিল্য়ান্ড-আফগানিস্তান ম্যাচ?

    বিস্তারিত পড়ুন:নিউজিল্যান্ড বিরুদ্ধে নিজেদের প্রমাণ করার লক্ষ্যে আফগানরা, কোথায় কখন দেখবেন ম্যাচটি?

  • 18 Oct 2023 01:06 PM (IST)

    ICC ODI World Cup 2023: কিউয়িদের বিরুদ্ধে কেমন লড়াই করবেন রশিদ খানরা?

    বিস্তারিত পড়ুন: আফগানিস্তানের নজরে এ বার ‘রানার্স’ বধ

Published On - Oct 18,2023 1:00 PM

Follow Us: