MS Dhoni: ‘মাহি-রাজ’ এর ১০ বছর পূর্তি, আজকের দিনেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত
ICC Champions Trophy 2013 : ভারতীয় ক্রিকেটে ২৩ জুন দিনটি ভীষণ স্পেশাল। কারণ বছর দশেক আগে আজকের দিনেই ইংল্যান্ডকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পেয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত।
নয়াদিল্লি : মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ওই যে বলে ‘সির্ফ নাম হি কাফি হ্যায়’… মাহির নামটা শুনলেই এই কথাটাই সকলের মনে ঘুরপাক খায়। সীমিত ওভারের ক্রিকেটে ভারতকে তিনটি আইসিসি ট্রফি জেতানো প্রথম অধিনায়ক ধোনি। জোড়া বিশ্বকাপ থেকে মিনি বিশ্বকাপ সবই রয়েছে ক্যাপ্টেন কুলের দখলে। ভারতীয় ক্রিকেটে ২৩ জুন দিনটি ভীষণ স্পেশাল। কারণ বছর দশেক আগে আজকের দিনেই ইংল্যান্ডকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পেয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। সে বার চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) ফাইনালে বাধা সৃষ্টি করে বৃষ্টি। আর সেই বৃষ্টি বিঘ্নিত ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে লো স্কোরিং ম্যাচে জেতে ধোনির ভারত (India)। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
২০০৭ সালে ধোনির হাতে ওঠে ভারতের ক্যাপ্টন্সির ব্যাটন। সে বছরই তিনি দেশকে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন বানান। এরপর ২০১১ সালে তাঁর নেতৃত্বেই ভারত ওডিআই বিশ্বকাপ জেতে। এরপর ২০১৩ সালে মাহির ক্যাপ্টেন্সিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতে টিম ইন্ডিয়া। মাত্র ৭ বছরের মধ্যে ভারতকে ৩টি আইসিসি ট্রফি উপহার দেন ধোনি। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং বেছে নেয়। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান তোলে ভারত। ১৩০ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১২৪ রান তোলে ইংল্যান্ড। যার ফলে ৫ রানে ম্যাচ জিতে নিয়ে চ্যাম্পিয়ন হয় ধোনির ভারত।
২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন শিখর ধাওয়ান। সে বার ধাওয়ান পেয়েছিলেন গোল্ডেন ব্যাট। একইসঙ্গে গব্বর সে বার টুর্নামেন্টের সেরার পুরস্কারও পেয়েছিলেন। শিখরের পর ২০১৩-র আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন রোহিত শর্মা (১৭৭) এবং বিরাট কোহলি (১৭৬)। ভারত শেষ বার আইসিসি ট্রফি জিতেছিল ২০১৩ সালেই। সে বার ভারতকে জেতানোর পিছনে বড় অবদান ছিল তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজারও। তিনি মোট ১২টি উইকেট নিয়েছিলেন ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। যার ফলে গোল্ডেন বলের পুরস্কারটি পেয়েছিলেন জাডেজা। ফাইনালে ২৫ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস ও ২টি উইকেট নেওয়ার ফলে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কারও নিয়ে গিয়েছিলেন জাডেজা।
Shikhar Dhawan in CT 2013:
– Golden bat. – Player of the tournament. – Most runs. – POTM vs South Africa.
Ravindra Jadeja in CT 2013:
– Golden ball. – POTM in final. – Most wickets. – POTM vs West Indies.
Two heroes in the last ICC Trophy win of Team India. pic.twitter.com/aNkmL42eFT
— Johns. (@CricCrazyJohns) June 23, 2023
দেখতে দেখতে কেটে গিয়েছে ১০টা বছর। আর কোনও আইসিসি ট্রফি আসেনি ভারতের ঝুলিতে। এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রোহিত শর্মার ভারতের কাছে একটা সুযোগ ছিল ১০ বছরের আইসিসি ট্রফির খরা কাটানোর। কিন্তু ভারত পারেনি। এ বার দেখার দেশের মাটিতে হতে চলা এ বারের বিশ্বকাপে কি ভারত ১০ বছরের আইসিসি ট্রফির খরা কাটাতে পারবে?