MS Dhoni: আজকের দিনে নীল জার্সিকে বিদায় জানিয়েছিলেন মাহি

বড় চুলের সেই মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। জাতীয় দলের নেতৃত্ব নিয়েই উদ্বোধনী টি ২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন। ২০১১ সালে তাঁর নেতৃত্বেই দ্বিতীয় বার ওডিআই বিশ্বকাপ জিতেছিল ভারত। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর আর আইসিসি-র কোনও ট্রফি জেতেনি ভারত। ২০২০ সালের আজকের দিনেই মহেন্দ্র সিং ধোনির বার্তা। নীল জার্সিকে বিদায় জানিয়েছিলেন হঠাৎই...

| Edited By: | Updated on: Aug 15, 2022 | 5:09 PM
ভারতের সর্বকালের সেরা অধিনায়ক (Great Captain) মহেন্দ্র সিং ধোনি। ২০০৭ সালে তাঁর নেতৃত্বে উদ্বোধনী টি ২০ বিশ্বকাপ জয় ভারতের। (ছবি : টুইটার)

ভারতের সর্বকালের সেরা অধিনায়ক (Great Captain) মহেন্দ্র সিং ধোনি। ২০০৭ সালে তাঁর নেতৃত্বে উদ্বোধনী টি ২০ বিশ্বকাপ জয় ভারতের। (ছবি : টুইটার)

1 / 7
ভারত দু বার ওয়ান ডে বিশ্বকাপ জিতেছে। দ্বিতীয় ট্রফি জয়ের অপেক্ষা করতে হয়েছে ২৮ বছর। ২০১১ ওয়ান ডে বিশ্বকাপে ধোনির নেতৃত্বেই চ্যাম্পিয়ন ভারত। (ছবি : টুইটার)

ভারত দু বার ওয়ান ডে বিশ্বকাপ জিতেছে। দ্বিতীয় ট্রফি জয়ের অপেক্ষা করতে হয়েছে ২৮ বছর। ২০১১ ওয়ান ডে বিশ্বকাপে ধোনির নেতৃত্বেই চ্যাম্পিয়ন ভারত। (ছবি : টুইটার)

2 / 7
'ধোনি ফিনিশেস অফ ইন স্টাইল'। ২০১১ বিশ্বকাপ ফাইনাল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছয় মেরে ম্যাচ জেতানোর পর ধারাভাষ্যে এই লাইন। এখনও শিহরণ জাগায়। (ছবি : টুইটার)

'ধোনি ফিনিশেস অফ ইন স্টাইল'। ২০১১ বিশ্বকাপ ফাইনাল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছয় মেরে ম্যাচ জেতানোর পর ধারাভাষ্যে এই লাইন। এখনও শিহরণ জাগায়। (ছবি : টুইটার)

3 / 7
বছর দুই আগে আজকের দিনেই সোশ্যাল মিডিয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন মহেন্দ্র সিং ধোনি। (ছবি : টুইটার)

বছর দুই আগে আজকের দিনেই সোশ্যাল মিডিয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন মহেন্দ্র সিং ধোনি। (ছবি : টুইটার)

4 / 7
ভারত শেষ আইসিসি ট্রফি জিতেছে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বেই। ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। এরপর আইসিসি টুর্নামেন্টে সেমিফাইনাল, ফাইনালেই আটকে যাচ্ছে ভারত। (ছবি : টুইটার)

ভারত শেষ আইসিসি ট্রফি জিতেছে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বেই। ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। এরপর আইসিসি টুর্নামেন্টে সেমিফাইনাল, ফাইনালেই আটকে যাচ্ছে ভারত। (ছবি : টুইটার)

5 / 7
ধোনির ঘোষণার কিছুক্ষণের মধ্যেই আরেক জনের পোস্ট। ভারতের অন্যতম সেরা মিডল অর্ডার ব্যাটার সুরেশ রায়নাও (Suresh Raina) ধোনির পথ অনুসরণ করেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর কথা ঘোষণা করেন রায়না। (ছবি : টুইটার)

ধোনির ঘোষণার কিছুক্ষণের মধ্যেই আরেক জনের পোস্ট। ভারতের অন্যতম সেরা মিডল অর্ডার ব্যাটার সুরেশ রায়নাও (Suresh Raina) ধোনির পথ অনুসরণ করেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর কথা ঘোষণা করেন রায়না। (ছবি : টুইটার)

6 / 7
ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও সফল সুরেশ রায়না। তাঁকে বিশ্ব ক্রিকেট মনে রাখবে অনবদ্য ফিল্ডিংয়ের জন্যও। বিশ্বের সেরা ফিল্ডার জন্টি রোডসও তাঁর মতে সেরা ফিল্ডার (Best Fielder) হিসেবে বেছে নিয়েছিলেন সুরেশ রায়নাকে। (ছবি : টুইটার)

ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও সফল সুরেশ রায়না। তাঁকে বিশ্ব ক্রিকেট মনে রাখবে অনবদ্য ফিল্ডিংয়ের জন্যও। বিশ্বের সেরা ফিল্ডার জন্টি রোডসও তাঁর মতে সেরা ফিল্ডার (Best Fielder) হিসেবে বেছে নিয়েছিলেন সুরেশ রায়নাকে। (ছবি : টুইটার)

7 / 7
Follow Us: