১৮ বছর বাদে স্বপ্নের অভিষেক পাক পেসারের
বিশ্বের প্রবীণতম ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে উইকেট সংগ্রহ করার নজির গড়লেন তাবিশ খান (Tabish Khan)।
হারারে: এ যেন স্বপ্নের অভিষেক। এই দিনটার জন্যই তো স্বপ্ন দেখা। দীর্ঘ ১৮ বছর পর স্বপ্নপূরণ। আর স্বপ্নে পাড়ি দিয়ে অভিষেক টেস্টের প্রথম ওভারেই মিলল উইকেট। পাকিস্তানের (Pakistan) তাবিশ খান (Tabish Khan)। ৩৬ বছর বয়সে জাতীয় দলের জার্সি পরার সুযোগ। আর প্রথম ওভারেই উইকেট নিয়ে নজির গড়লেন পাকিস্তানের ডান হাতি পেসার।
বিশ্বের প্রবীণতম ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে উইকেট সংগ্রহ করার নজির গড়লেন তাবিশ খান (Tabish Khan)। জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অভিষেক হয় পাকিস্তানের ডান হাতি পেসারের। জিম্বাবোয়ের মুসাকান্দার উইকেট নেন তিনি। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে পরিচিত নাম তাবিশ খান। প্রথম শ্রেণীর ক্রিকেটে তাবিশের ঝুলিতে রয়েছে ৫৯৮ উইকেট। ১৮ বছর অপেক্ষার পর মিলল জাতীয় দলের টিকিট। এশিয়ার প্রথম কোনও বোলার, যাঁর টেস্ট অভিষেকের আগে ঝুলিতে ছিল ৫৯৮ উইকেট।
৭০ বছর বাদে টেস্ট ক্রিকেটে অনন্য নজির গড়লেন তাবিশ। ১৯৫১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেকে উইকেট পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার জিডব্লু ছাব। ৪০ বছর বয়সে তাঁর টেস্ট অভিষেক হয়েছিল। তবে তার জন্য ১৮ বছর অপেক্ষা করতে হয়নি প্রোটিয়া বোলারকে। হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাটিং করে ৫১০ রান তোলে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনের শেষে জিম্বাবোয়ের স্কোর ৪ উইকেটে ৫৪। তাবিশ খান ছাড়াও ১টি করে উইকেট নেন শাহীন আফ্রিদি, হাসান আলি এবং সাজিদ খান। ফলো অন বাঁচাতে লড়ছে জিম্বাবোয়ে।
আরও পড়ুন: ভারতীয় হকিতে ফের নক্ষত্রপতন, প্রয়াত সোনাজয়ী হকি তারকা এম কে কৌশিক