ভারতীয় হকিতে ফের নক্ষত্রপতন, প্রয়াত সোনাজয়ী হকি তারকা এম কে কৌশিক
একই দিনে হকির দুই কিংবদন্তিকে হারিয়ে শোকস্তব্ধ গোটা ক্রীড়ামহল।
নয়াদিল্লি: সর্বনাশা করোনা (COVID-19)। একই দিনে করোনা কেড়ে নিল ভারতীয় হকির দুই তারকাকে। শনিবার সকালে মস্কো অলিম্পিকে (Moscow Olympic) সোনাজয়ী রবীন্দ্র পাল সিং মারা যান। বিকেলে প্রয়াত রবীন্দ্ররই ১৯৮০ সালের অলিম্পিক টিমের সদস্য মহারাজ কৃষ্ণ কৌশিক।
১৭ এপ্রিল মাসে এম কে কৌশিকের (M K Kaushik) প্রথম করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তখন তাকে নার্সিং হোমে ভর্তি করা হয়। এরপর ২৪ এপ্রিল সিটি স্ক্যানে তাঁর নিউমোনিয়াও ধরা পড়ে। কৌশিকের ছেলে ঈশান বলেছেন, “বাবাকে হাসপাতালে ভর্তি করার পর তাঁর শারীরিক অবস্থার খুব বেশি অবনতি হয়নি। তবে উন্নতিও খুব একটা হয়নি। রাতের দিকে অক্সিজেন লেভেলটা বারবার নেমে যেত। সেটা একটা বড়সড় সমস্যা ছিল।”
৬০ বছর বয়সী সোনাজয়ী অলিম্পিয়ানের পরিবারের তরফে জানানো হয়, শনিবার সকালেই তাঁর শারীরিক অবস্থার খুবই অবনতি হয়েছিল। ফলে তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়। কিন্তু করোনার কাছে শেষমেশ হার মানতে হল অলিম্পিকজয়ী হকি খেলোয়াড়কে। মস্কো অলিম্পিকে সোনাজয়ী দলের সদস্যের পাশাপাশি তিনি ভারতীয় পুরুষ ও মহিলা হকি দলের কোচও ছিলেন। তাঁর প্রশিক্ষণে ১৯৯৮ সালে ব্যাংককের এশিয়ান গেমসে সোনা জিতেছিল ভারতের ছেলেরা। ২০০৬ সালে দোহা এশিয়ান গেমসে ব্রোঞ্জ পেয়েছিল মহিলা হকি দল।
Hockey India griefs the loss of Mr. M. K. Kaushik, Gold Medal winning Olympian and former Coach of the Indian Hockey Team. ?#IndiaKaGame pic.twitter.com/CQxcTdry3D
— Hockey India (@TheHockeyIndia) May 8, 2021
একই দিনে হকির দুই কিংবদন্তিকে হারিয়ে শোকস্তব্ধ গোটা ক্রীড়ামহল। ১৯৮০ সালে শেষ বার অলিম্পিকে সোনা পেয়েছিল ভারত। ওই টিমের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রবীন্দ্র ও কৌশিক। হকি ইন্ডিয়ার তরফে টুইটারে শোকপ্রকাশ করা হয়েছে। তারা লিখেছে, “মিঃ এম কে কৌশিক, স্বর্ণপদকজয়ী অলিম্পিয়ান এবং ভারতীয় হকি দলের প্রাক্তন কোচকে হারিয়ে হকি ইন্ডিয়া দুঃখিত।”
আরও পড়ুন: করোনা কেড়ে নিল সোনাজয়ী হকি তারকা রবীন্দ্র পাল সিংকে