Pakistan Cricket: পাঁচ মাস পর সরাসরি বিশ্বকাপে! স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান
Men's T20 World Cup 2024: ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের পর পাকিস্তানের নেতৃত্ব ছেড়েছিলেন বাবর আজম। তাতে অবশ্য কোনও সমস্যার সমাধান হয়নি। ফের বাবর আজমকেই নেতৃত্বে ফেরানো হয়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমের নেতৃত্বেই রানার্স হয়েছিল পাকিস্তান। এ বারের ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে বড় চমক অভিজ্ঞ পেসার হাসান আলির না থাকা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রতিটি বোর্ডই প্রাথমিক স্কোয়াড আগেই ঘোষণা করে দিয়েছিল। ২৫ মে অবধি সুযোগ রয়েছে স্কোয়াডে কোনও পরিবর্তনের। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে পাকিস্তান ক্রিকেট দল। গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ রানার্স পাকিস্তান। আয়ারল্যান্ডের কাছে প্রথম ম্যাচ হেরেছিল। শেষ অবধি সিরিজ জেতে তারা। আপাতত ইংল্যান্ড সফরে রয়েছে পাক টিম। এর মাঝেই বিশ্বকাপের স্কোয়াড জানিয়ে দেওয়া হল। জানুয়ারির পর প্রত্যাবর্তন তারকা পেসারের।
ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের পর পাকিস্তানের নেতৃত্ব ছেড়েছিলেন বাবর আজম। তাতে অবশ্য কোনও সমস্যার সমাধান হয়নি। ফের বাবর আজমকেই নেতৃত্বে ফেরানো হয়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমের নেতৃত্বেই রানার্স হয়েছিল পাকিস্তান। এ বারের ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে বড় চমক অভিজ্ঞ পেসার হাসান আলির না থাকা। তেমনই চোট সারিয়ে ফিরলেন হ্যারিস রউফ। তেমনই দেখা যাবে অবসর ভেঙে ফেরা বাঁ হাতি পেসার মহম্মদ আমিরকে।
চোটের জন্য জানুয়ারির পর আর খেলতে দেখা যায়নি হ্যারিস রউফকে। সরাসরি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিলেন। প্রথম বার বিশ্বকাপ খেলবেন আবরার আহমেদ, আজম খান, মহম্মদ আব্বাস আফ্রিদি, সায়াম আয়ুব, উসমান খানরা। ইংল্যান্ড সফর শেষে বিশ্বকাপের মঞ্চে পা রাখবে পাকিস্তান। তাদের প্রথম ম্যাচ ৬ জুন অন্যতম আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে।
পাকিস্তান স্কোয়াড- বাবর আজম, আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, হ্যারিস রউফ, ইফতিকার আহমেদ, ইমাদ ওয়াসিম, মহম্মদ আব্বাস আফ্রিদি, মহম্মদ আমির, মহম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সায়াম আয়ুব, শাদাব খান, শাহিন আফ্রিদি, উসমান খান।