Pat Cummins: সিরিজের মাঝেই মাকে হারালেন অজি অধিনায়ক, শ্রদ্ধা জানালেন সতীর্থরা

IND vs AUS, BGT 2023: মায়ের অসুস্থতার কারণে বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথেই দেশে ফিরে যান অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)।

Pat Cummins: সিরিজের মাঝেই মাকে হারালেন অজি অধিনায়ক, শ্রদ্ধা জানালেন সতীর্থরা
BGT-র মাঝেই মাতৃবিয়োগ অজি অধিনায়ক প্যাট কামিন্সের
Follow Us:
| Edited By: | Updated on: Mar 10, 2023 | 11:10 AM

নয়াদিল্লি: ভারতের মাটিতে চলছে বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) শেষ, চতুর্থ ম্যাচ। আজ, আমেদাবাদে শুরু হয়েছে দ্বিতীয় দিনের খেলা। মায়ের অসুস্থতার কারণে এই সিরিজের মাঝপথেই দেশে ফিরে যান অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। আজ ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, মাকে হারিয়েছেন কামিন্স। তাই প্যাট কামিন্সের মাকে শ্রদ্ধা জানাতে অজি ক্রিকেটাররা আজ আমেদাবাদ টেস্টে কালো আর্মব্যান্ড পরে খেলছেন। দীর্ঘদিন স্তন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন প্যাট কামিন্সের মা মারিয়া কামিন্স। অবশেষে কামিন্সের মায়ের সেই লড়াই থেমে গেল। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

ইন্দোর টেস্টের আগে দেশে ফিরে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সেই সময় ক্রিকেট অস্ট্রেলিয়া ও তাঁর সতীর্থরা কামিন্সের দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্তকে সমর্থন করেছিল। তাঁর অনুপস্থিতিতে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন স্টিভ স্মিথ। কামিন্সের মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ার জন্য তিনি চতুর্থ টেস্টের আগে ভারতে ফিরে আসেননি। তাই বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচেও অজি দলকে নেতৃত্ব দিচ্ছেন স্মিথ।

Pat Cummins with his mother and sisters

মা এবং বোনেদের সঙ্গে প্যাট কামিন্স (ছবি-ক্রিকেট অস্ট্রেলিয়া)

আমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে তাদের সোশ্যাল মিডিয়ার এক বিবৃতিতে জানানো হয়, “গতরাতে মারিয়া কামিন্সের মৃত্যু হয়েছে। এই খবরে আমরা গভীরভাবে শোকাহত। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে প্যাট কামিন্সের পরিবার ও তাঁর নিকটজনেদের জন্য আমাদের সমবেদনা রইল। অজি পুরুষ দল আজ তাঁকে শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরে খেলবে।”

বিসিসিআইয়ের পক্ষ থেকেও কামিন্সের মায়ের প্রয়াণে শোক প্রকাশ করা হয়েছে। বিসিসিআই টুইটারে লিখেছে, “ভারতীয় ক্রিকেটের পক্ষ থেকে আমরা প্যাট কামিন্সের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করছি। আমারা কামিন্সের এই কঠিন সময়ে তাঁর ও তাঁর পরিবারের জন্য প্রার্থনা করছি।”