PBKS vs DC, IPL 2021 Match 29 Results: মায়াঙ্কের দুরন্ত ইনিংসেও পঞ্জাবের শেষরক্ষা হল না, ম্যাচ জিতল পন্থের দিল্লি

| Updated on: May 02, 2021 | 11:08 PM

PBKS vs RCB Live Score: পঞ্জাব কিংস (Punjab Kings) বনাম দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

PBKS vs DC, IPL 2021 Match 29 Results: মায়াঙ্কের দুরন্ত ইনিংসেও পঞ্জাবের শেষরক্ষা হল না, ম্যাচ জিতল পন্থের দিল্লি
পঞ্জাব কিংস (Punjab Kings) বনাম দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)

রবিবার আইপিএলের (IPL) দ্বিতীয় ম্যাচে মোতেরায় মুখোমুখি মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস (Punjab Kings) ও ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। টসে জিতে মায়াঙ্কদের ব্যাট করতে পাঠান পন্থ। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে, পঞ্জাব কিংস তুলেছে ১৬৬ রান। কেএল রাহুলের অনুপস্থিতিতে মায়াঙ্ক আগরওয়ালকে অধিনায়ক বেছে নেয় টিম ম্যানেজমেন্ট। ক্যাপ্টেন হিসেবে প্রথম ম্যাচে মায়াঙ্ক ৯৯ রানের অপরাজিত ইনিংস উপহার দেন। মায়াঙ্কের অধিনায়োকচিত ইনিংসে ভর করে পঞ্জাব ১৬৭ রানের টার্গেট দেয় দিল্লিকে। রান তাড়া করতে নেমে ১৪ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। মায়াঙ্কের লড়াকু ব্যাটিং কাজে লাগল না পঞ্জাবের। ৭ উইকেটে ম্যাচ জিতে নিল দিল্লি।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 02 May 2021 10:57 PM (IST)

    ৭ উইকেটে জয়ী দিল্লি

    ১৪ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল পন্থের দিল্লি।

  • 02 May 2021 10:51 PM (IST)

    পন্থের উইকেট হারাল দিল্লি

    ১৪ রান করে মাঠ ছাড়লেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ

  • 02 May 2021 10:42 PM (IST)

    ১৫ ওভারে দিল্লি ১৩৯/২

    ক্রিজে ঋষভ পন্থ ও শিখর ধাওয়ান।

  • 02 May 2021 10:34 PM (IST)

    ধাওয়ানের হাফ সেঞ্চুরি

    ৩৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ দিল্লির ওপেনার শিখর ধাওয়ানের।

  • 02 May 2021 10:30 PM (IST)

    রাইলির শিকার স্মিথ

    ২৪ রান করে রাইলি মেরিডিথের বলে আউট হলেন স্টিভ স্মিথ।

  • 02 May 2021 10:21 PM (IST)

    দিল্লির শতরান

    ১১.২ ওভারে দিল্লি ক্যাপিটালসের দলগত শতরান পূর্ণ হল

  • 02 May 2021 10:17 PM (IST)

    ১০ ওভারে দিল্লি ৮৭/১

    ক্রিজে স্টিভ স্মিথ ও শিখর ধাওয়ান

  • 02 May 2021 10:00 PM (IST)

    পৃথ্বীর উইকেট নিলেন হরপ্রীত

    ৩৯ রান করে আউট হলেন পৃথ্বী শ।

  • 02 May 2021 09:56 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে পন্থরা তুলেছেন ৬০ রান।

  • 02 May 2021 09:52 PM (IST)

    ৫ ওভারে দিল্লি ৪৬/০

    ভালো শুরু দিল্লির। প্রথম ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে দিল্লি তুলেছে ৪৬ রান।

  • 02 May 2021 09:25 PM (IST)

    দিল্লির ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন পৃথ্বী শ ও শিখর ধাওয়ান

  • 02 May 2021 09:11 PM (IST)

    পন্থদের টার্গেট ১৬৭

    নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে, পঞ্জাব কিংস তুলেছে ১৬৬ রান

  • 02 May 2021 09:06 PM (IST)

    রাবাডা ফেরালেন জর্ডনকে

    ২ রান করো কাগিসো রাবাডার বলে আউট হলেন ক্রিস জর্ডন

  • 02 May 2021 08:58 PM (IST)

    শাহরুখ খান আউট

    আবেশ খান ফেরালেন শাহরুখ খানকে। ৪ রান করে সাজঘরে ফিরলেন শাহরুখ

  • 02 May 2021 08:47 PM (IST)

    মায়াঙ্কের হাফ সেঞ্চুরি

    ৩৭ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন পঞ্জাব অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল

  • 02 May 2021 08:45 PM (IST)

    ১৫ ওভারে পঞ্জাব ১০২/৪

    খেলা বাকি ৫ ওভারের। পঞ্জাব কত টার্গেট দেয় দিল্লিকে, অপেক্ষা সেটাই দেখার।

  • 02 May 2021 08:45 PM (IST)

    পঞ্জাবের শতরান

    ১৪.৫ ওভারে পঞ্জাব দলগত শতরান পূর্ণ করল

  • 02 May 2021 08:37 PM (IST)

    দীপক হুডা আউট

    মালানের পর অক্ষরের শিকার দীপক হুডা। মাত্র ১ রান করে সাজঘরে ফিরলেন হুডা

  • 02 May 2021 08:35 PM (IST)

    মালান আউট

    ২৬ রান করে আউট হলেন দাভিদ মালান

  • 02 May 2021 08:32 PM (IST)

    মালান-মায়াঙ্কের ৫০ রানের পার্টনারশিপ

    ১২.৪ ওভারে মায়াঙ্ক আগরওয়াল ও দাভিদ মালান ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করল

  • 02 May 2021 08:18 PM (IST)

    ১০ ওভারে পঞ্জাব ৬৩/২

    ১০ ওভারের খেলা শেষ। ক্রিজে দাভিদ মালান ও মায়াঙ্ক আগরওয়াল।

  • 02 May 2021 08:00 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে দুই উইকেট হারিয়ে মায়াঙ্করা তুলেছেন ৩৯ রান

  • 02 May 2021 07:56 PM (IST)

    রাবাডা ফেরালেন গেইলকে

    ১৩ রান করে সাজঘরে ফিরলেন ক্রিস গেইল

  • 02 May 2021 07:54 PM (IST)

    ৫ ওভারে পঞ্জাব ২৯/১

    এক উইকেট হারিয়ে পঞ্জাব প্রথম ৫ ওভারে তুলেছে ২৯ রান

  • 02 May 2021 07:46 PM (IST)

    প্রভসিমরন আউট

    ১২ রান করে আউট হলেন প্রভসিমরন সিং।

  • 02 May 2021 07:30 PM (IST)

    পঞ্জাবের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন মায়াঙ্ক আগরওয়াল ও প্রভসিমরন সিং।

  • 02 May 2021 07:25 PM (IST)

    পঞ্জাবের জার্সিতে অভিষেক এক ক্রিকেটারের

    পঞ্জাব কিংসের জার্সিতে দিল্লির বিরুদ্ধে অভিষেক হল দাভিদ মালানের।

  • 02 May 2021 07:13 PM (IST)

    পঞ্জাবের প্রথম একাদশ

    পঞ্জাব কিংসের প্রথম একাদশ: মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), প্রভসিমরন সিং, ক্রিস গেইল, দাভিদ মালান, দীপক হুডা, শাহরুখ খান, রাইলি মেরিডিথ, ক্রিস জর্ডন, রবি বিষ্ণোই, মহম্মদ শামি, হরপ্রীত বরার।

  • 02 May 2021 07:12 PM (IST)

    দিল্লির প্রথম একাদশ

    দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, স্টিভ স্মিথ, ঋষভ পন্থ (অধিনায়ক, উইকেটকিপার), শিমরন হেটমায়ার, মার্কাস স্টোয়নিস, অক্ষর প্যাটেল, ললিত যাদব, ইশান্ত শর্মা আভেশ খান, কাগিসো রাবাডা।

  • 02 May 2021 07:09 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল দিল্লি। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ঋষভ পন্থের

  • 02 May 2021 06:44 PM (IST)

    আমদাবাদে ম্যাচের জন্য তৈরি দুই দল

    আমদাবাদে রবিবার আইপিএলের দ্বিতীয় ম্যাচের জন্য পৌঁছে গেছে দুই দল।

Published On - May 02,2021 11:06 PM

Follow Us: