PBKS vs RCB, IPL 2021 Match 26 Results: আরসিবিকে হারিয়ে ৩৪ রানে ম্যাচ জিতল পঞ্জাব কিংস

| Updated on: Apr 30, 2021 | 11:18 PM

PBKS vs RCB Live Score: পঞ্জাব কিংস (Punjab Kings) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

PBKS vs RCB, IPL 2021 Match 26 Results: আরসিবিকে হারিয়ে ৩৪ রানে ম্যাচ জিতল পঞ্জাব কিংস
পঞ্জাব কিংস (Punjab Kings) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)

আমদাবাদে আজ মুখোমুখি কেএল রাহুলের পঞ্জাব কিংস (Punjab Kings) ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। টসে জিতে পঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠান বিরাট।নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে পঞ্জাব কিংস তোলে ১৭৯ রান। বিরাটদের টার্গেট ছিল ১৮০। ৯১ রানের অধিনায়কোচিত ইনিংস উপহার দিলেন কেএল রাহুল। ৪৬ রানের দুরন্ত ইনিংস খেলেন ক্রিস গেইল। হরপ্রীত বরার আরসিবির ৩ মহারথীকে ফেরান। বিরাট কোহলি করেন ৩৫ রান। বিরাট ছাড়া রান পেয়েছেন এই দুই জন, রজত পতিদার (৩১) ও হর্ষল প্যাটেল (৩১)। ৩৪ রানে ম্যাচ জিতল পঞ্জাব। রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে আরসিবি তোলে ১৪৫ রান। লিগ তালিকার শীর্ষে যাওয়া হল না আরসিবির।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 30 Apr 2021 11:06 PM (IST)

    ৩৪ রানে ম্যাচ জিতল পঞ্জাব

    নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে আরসিবি তোলে ১৪৫ রান

  • 30 Apr 2021 11:04 PM (IST)

    হর্ষলের উইকেট হারাল আরসিবি

    ৩১ রান করে সামির বলে আউট হলেন হর্ষল প্যাটেল

  • 30 Apr 2021 10:59 PM (IST)

    শেষ ওভার আরসিবির

    জয়ের জন্য বিরাটদের প্রয়োজন ৪৭ রান

  • 30 Apr 2021 10:49 PM (IST)

    বাকি মাত্র ৩ ওভার

    বিরাটদের জয়ের জন্য প্রয়োজন ৭৮ রান

  • 30 Apr 2021 10:48 PM (IST)

    আরসিবির শতরান

    ১৭ ওভারে আরসিবি দলগত শতরান পূর্ণ করল

  • 30 Apr 2021 10:43 PM (IST)

    ড্যানিয়েল স্যামস আউট

    ৩ রান করে মাঠ ছাড়লেন আরিসিবির ড্যানিয়েল স্যামস

  • 30 Apr 2021 10:38 PM (IST)

    শাহবাজের উইকেট হারাল আরসিবি

    রবি বিষ্ণোইয়ের বলে ৮ রান করে আউট হলেন শাহবাজ আহমেদ

  • 30 Apr 2021 10:35 PM (IST)

    ১৫ ওভারে আরসিবি ৯২/৫

    জয়ের জন্য আরসিবির প্রয়োজন ৮৮ রান

  • 30 Apr 2021 10:33 PM (IST)

    রজত আউট

    ৩১ রান করে আউট হলেন রজত পতিদার

  • 30 Apr 2021 10:23 PM (IST)

    এবিডিকে ফেরালেন হরপ্রীত

    ৩ রান করে আউট হলেন এবি ডেভিলিয়ার্স।

  • 30 Apr 2021 10:16 PM (IST)

    ম্যাক্সওয়েল ফিরলেন সাজঘরে

    কোনও রান না করেই মাঠ ছাড়লেন গ্লেন ম্যাক্সওয়েল

  • 30 Apr 2021 10:14 PM (IST)

    বিরাটের উইকেট হারাল আরসিবি

    ৩৩ রান করে মাঠ ছাড়লেন আরসিবি ক্যাপ্টেন।

  • 30 Apr 2021 10:12 PM (IST)

    ১০ ওভারে বিরাটদের স্কোর ৬২/১

    খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারে আরসিবি এক উইকেট হারিয়ে তুলেছে ৬২ রান

  • 30 Apr 2021 10:02 PM (IST)

    আরসিবির ৫০ রান

    ৮ ওভারে আরসিবির দলগত ৫০ রান পূর্ণ হল

  • 30 Apr 2021 09:54 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে বিরাটরা তুলেছে ৩৬ রান

  • 30 Apr 2021 09:50 PM (IST)

    ৫ ওভারে আরসিবি ৩২/১

    ক্রিজে রজত পতিদার ও বিরাট কোহলি

  • 30 Apr 2021 09:41 PM (IST)

    দেবদত্তের উইকেট হারাল আরসিবি

    ৭ রান করে আউট হলেন দেবদত্ত পাড়িক্কল

  • 30 Apr 2021 09:29 PM (IST)

    বিরাটদের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন বিরাট কোহলি ও দেবদত্ত পাড়িক্কল

  • 30 Apr 2021 09:10 PM (IST)

    বিরাটদের টার্গেট ১৮০

    নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে পঞ্জাব কিংস তুলেছে ১৭৯ রান

  • 30 Apr 2021 08:55 PM (IST)

    বাকি মাত্র ৩ ওভার

    ১৭ ওভারে পঞ্জাবের স্কোর ৫ উইকেটে ১৩২

  • 30 Apr 2021 08:45 PM (IST)

    ১৫ ওভারে পঞ্জাব ১১৯/৫

    খেলা বাকি ৫ ওভারের। পরপর উইকেট হারিয়ে চাপে পঞ্জাব কিংস।

  • 30 Apr 2021 08:43 PM (IST)

    চাহাল নিলেন শাহরুখের উইকেট

    কোনও রান না করেই মাঠ ছাড়লেন শাহরুখ খান

  • 30 Apr 2021 08:39 PM (IST)

    হুডাকে ফেরালেন শাহবাজ

    ৫ রান করে আউট হলেন দীপক হুডা

  • 30 Apr 2021 08:30 PM (IST)

    নিকোলাস পুরান আউট

    কোনও রান না করেই নিকোলাস পুরান ফিরে গেলেন সাজঘরে

  • 30 Apr 2021 08:28 PM (IST)

    পঞ্জাব অধিনায়কের হাফ সেঞ্চুরি

    আইপিএল কেরিয়ারের ২৫তম হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন কেএল রাহুল

  • 30 Apr 2021 08:27 PM (IST)

    পঞ্জাবের শতরান

    গেইল ফেরার পর পঞ্জাবের শতরান পূর্ণ করলেন কেএল রাহুল।

  • 30 Apr 2021 08:23 PM (IST)

    গেইলের উইকেট হারাল পঞ্জাব

    ৪৬ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হলেন ক্রিস গেইল

  • 30 Apr 2021 08:21 PM (IST)

    ১০ ওভারে পঞ্জাব ৯০/১

    প্রথম ১০ ওভারে এক উইকেট হারিয়ে পঞ্জাব তুলেছে ৯০ রান

  • 30 Apr 2021 08:03 PM (IST)

    পঞ্জাবের ৫০ রান

    ৬.১ ওভারে গেইলের ছয়ে পঞ্জাব দলগত ৫০ রান পূর্ণ করল

  • 30 Apr 2021 08:00 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে পঞ্জাব কিংস তুলেছে ৪৯ রান। ক্রিজে গেইল-রাহুল

  • 30 Apr 2021 07:55 PM (IST)

    ৫ ওভারে পঞ্জাব ২৯/১

    প্রথম ৫ ওভারে এক উইকেট হারিয়েপঞ্জাব তুলেছে ২৯ রান।

  • 30 Apr 2021 07:49 PM (IST)

    প্রভসিমরন আউট

    ৭ রান করে সোজা আরসিবি ক্যাপ্টেনের হাতে ক্যাচ দিয়ে বসলেন প্রভসিমরন সিং

  • 30 Apr 2021 07:33 PM (IST)

    পঞ্জাবের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন কেএল রাহুল ও প্রভসিমরন সিং

  • 30 Apr 2021 07:11 PM (IST)

    পঞ্জাবের প্রথম একাদশ

    পঞ্জাব কিংসের প্রথম একাদশ: কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), প্রভসিমরন সিং, ক্রিস গেইল, নিকোলাস পুরান, দীপক হুডা, শাহরুখ খান, রাইলি মেরিডিথ, ক্রিস জর্ডন, রবি বিষ্ণোই, মহম্মদ শামি, হরপ্রীত বরার।

  • 30 Apr 2021 07:09 PM (IST)

    আরসিবির প্রথম একাদশ

    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশ: দেবদত্ত পাড়িক্কল, বিরাট কোহলি (অধিনায়ক), রজত পতিদার, ড্যানিয়েল স্যামস, এবি ডে ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, হর্ষল প্যাটেল, কাইল জেমিসন, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

  • 30 Apr 2021 07:07 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল আরসিবি। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বিরাট কোহলির।

  • 30 Apr 2021 06:34 PM (IST)

    আমদাবাদে বিরাট-রাহুল দ্বৈরথ

    আজ আমদাবাদে আইপিএলের ২৬তম ম্যাচ। তৈরি দুই দলই।

Published On - Apr 30,2021 11:18 PM

Follow Us: