Preity Zinta Arjun Tendulkar: ‘গোলগাল, কিউট ছেলে…ওকে ট্রোল করো না প্লিজ’, সচিন-পুত্রের সমর্থনে প্রীতি

IPL 2023: অর্জুন তেন্ডুলকরের সমর্থনে এগিয়ে এলেন পঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টা। অর্জুনকে ট্রোল না করার অনুরোধ জানালেন তিনি।

Preity Zinta Arjun Tendulkar: 'গোলগাল, কিউট ছেলে...ওকে ট্রোল করো না প্লিজ', সচিন-পুত্রের সমর্থনে প্রীতি
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 27, 2023 | 5:52 PM

কলকাতা: এ বারের আইপিএলের অন্যতম আকর্ষণ সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন (Arjun Tendulkar)। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অভিষেক ঘটেছিল অর্জুনের। প্রথম ম্যাচে ২ ওভার বল করে একটিও উইকেট পাননি। পরের ম্যাচটি ছিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। পাওয়ার প্লে-র পাশাপাশি শেষ ওভারেও অর্জুনের হাতে বল তুলে দেন ক্যাপ্টেন রোহিত শর্মা। শেষ ওভারে ২০ রান ডিফেন্ড করার দায়িত্ব ছিল অর্জুনের উপর (IPL 2023)। টানটান শেষ ওভারে একটি উইকেট নিয়ে ম্যাচ জিতিয়ে দেন অর্জুন। তরুণ পেসারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল নেটমাধ্যম। কিন্তু পরের ম্যাচেই ছন্দপতন। পঞ্জাব কিংসের বিরুদ্ধে নিজের তৃতীয় ওভারে ৩১ রান দেন। আইপিএলের ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ রানের ওভার। কিংস ব্যাটারদের থেকে প্রবল মার খেয়ে অর্জুন যে সমালোচনার মুখে পড়বেন তা ভালোমতোই জানতেন পঞ্জাব কিংসের কর্ণধার প্রীতি জিন্টা (Preity Zinta)। নরম মনের প্রীতি তাই সমর্থকদের উদ্দেশে রাখলেন এক বিশেষ অনুরোধ। বিস্তারিত রইল TV9 Bangla Sportsর এই প্রতিবেদনে।

সচিন-পুত্রকে নিয়ে উদ্বিগ্ন পঞ্জাব কিংসের মালকিন। তরুণ ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে তিনি। ১ ওভারে ৩১ রান দেওয়ার পর অর্জুন যেন কটাক্ষের শিকার না হন তারই অনুরোধ জানিয়েছেন প্রীতি। সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রীতি বলেন, “আশা করি সব ঠিক হয়ে যাবে। ও এখন একজন তরুণ ক্রিকেটার যাকে আমি ছোট থেকে দেখছি। ওর নামের পিছনের পদবীটার জন্য এসব বলছি না। ছোট্ট, গোলগাল ছেলেকে আমি দেখেছিলাম, সেটাই অর্জুন। আজ ওর জন্য ভালো লাগছে। কামনা করি ও আরও মজবুত হয়ে ফিরবে। আশা করি, ওকে এর জন্য ট্রোল হতে হবে না। এই ধরণের বিষয়গুলো সকলের সঙ্গেই ঘটে থাকে।”

সম্প্রচারকারী চ্যানেলে হরভজন সিংয়ের সঙ্গে কথোপকথনের সময় প্রীতি আরও বলেন, “এই ভুলের পর ও আরও অনেক কিছু শিখবে। যারা ভুল করে না তারা কখনও শেখে না। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এরপর থেকে এই ভুলগুলো ও আর করবে না।”