কোহলি, ধোনির রেকর্ড ভাঙলেন পৃথ্বী

লিস্ট-এ (List-A) ক্রিকেটে রান তাড়ার ক্ষেত্রে কোহলি (Virat Kohli) আর ধোনির (MS Dhoni) রেকর্ড ভাঙলেন পৃথ্বী (Prithvi Shaw)। ২০০৫ সালে জয়পুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮৩ রানে অপরাজিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ২০১২ সালে এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করতে গিয়ে ১৮৩ করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)।

কোহলি, ধোনির রেকর্ড ভাঙলেন পৃথ্বী
নতুন রেকর্ড গড়লেন পৃথ্বী শা। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Mar 10, 2021 | 12:50 PM

দিল্লি: এ বার বিরাট কোহলি আর মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভাঙলেন পৃথ্বী শ। বিজয় হাজারে ট্রফিতে সৌরাষ্ট্রের বিরুদ্ধে অপরাজিত ১৮৫ রানের দুরন্ত ইনিংস উপহার দিলেন পৃথ্বী। লিস্ট-এ (List-A) ক্রিকেটে রান তাড়ার ক্ষেত্রে কোহলি (Virat Kohli) আর ধোনির (MS Dhoni) রেকর্ড ভাঙলেন পৃথ্বী (Prithvi Shaw)। ২০০৫ সালে জয়পুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮৩ রানে অপরাজিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ২০১২ সালে এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করতে গিয়ে ১৮৩ করেছিলেন বিরাট কোহলি। দুই সুপারস্টারের রেকর্ড ভেঙে ১৮৫ রানে অপরাজিত থাকেন পৃথ্বী শ।

আরও পড়ুন: ৩৯-এও ঝুলন যেন ভারতের নারী ‘দি বস’

বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে প্রথমে ব্যাট করে ২৮৪ রান করে সৌরাষ্ট্র। জবাবে ৪১.৫ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বই। পৃথ্বী শ-যশস্বী জসওয়াল ওপেনিং জুটিতে ওঠে ২৩৮ রান। ৭৫ রান করেন যশস্বী জসওয়াল। ১২৩ বলে ১৮৫ রান করেন পৃথ্বী। ইনিংসে সাজানো ৭টি ছয় ও ২১টি চার। চলতি বিজয় হাজারেতে দুরন্ত ফর্মে রয়েছেন এই মুম্বইকর। ক’দিন আগে অপরাজিত ২২৭ রান করেন পৃথ্বী।

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য এখনও দল ঘোষণা হয়নি। তার আগে ঘরোয়া ক্রিকেটে ফুলঝুরির মতো রান করছেন এই ওপেনার। একের পর এক রেকর্ড ভেঙে নজির গড়ছেন। স্বপ্নের ফর্মে থাকা পৃথ্বী শা চিন্তায় ফেলে দিতে বাধ্য নির্বাচকদের।