রোহিতকে চেনা ছন্দে দেখতে চাইছেন ব্যাটিং কোচ

টি-টোয়েন্টি (T20) টিম হিসেবে ভারত (India) বরাবর আগ্রাসী ক্রিকেট খেলে। ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে সেটাই তুলে ধরতে চায় বিরাট কোহলির টিম।

রোহিতকে চেনা ছন্দে দেখতে চাইছেন ব্যাটিং কোচ
রোহিতকে চেনা ছন্দে দেখতে চাইছেন ব্যাটিং কোচ
Follow Us:
| Edited By: | Updated on: Mar 10, 2021 | 5:10 PM

আমদাবাদ: ইংল্যান্ডের বিরুদ্ধে (India vs England) টি-টোয়েন্টি (T-20) সিরিজ দিয়েই কুড়ি-বিশের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিতে চাইছে ভারত (India)। টিমের গভীরতা, শক্তি, দুর্বলতা– সবই বুঝে নেওয়ার লক্ষ্যই থাকবে টিম ম্যানেজমেন্টের।

টিমের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর (Vikram Rathore)বলেছেন, “ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ব্যাটিং ইউনিট যাতে সময় পায় নিজেদের তৈরি করে নেওয়ার, সেই চেষ্টাই করছি। এই সিরিজে সেটাই দেখে-বুঝে নিতে হবে। একটা ব্যাপারে আমি নিশ্চিত, এই টিমে খুব বেশি পরিবর্তন থাকবে না। কিন্তু কেউ যদি চোট পায় বা কেউ ফর্ম হারালে সেটা নিয়ে ভাবতেই হবে।”

আরও পড়ুন: চোট সারিয়ে কোর্টে ফেরা ফেডেরারের ফোকাসে টোকিও অলিম্পিক

টি-টোয়েন্টি টিম হিসেবে ভারত বরাবর আগ্রাসী ক্রিকেট খেলে। ইংল্যান্ডের বিরুদ্ধে সেটাই তুলে ধরতে চায় বিরাট কোহলির টিম। শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ। তার আগে বিক্রমের সাফ কথা, “বরাবরের মতো আমরা ম্যাচ জেতার ওপরেই ফোকাস করব। যখন রান তাড়া করি, স্ট্রাইকরেট কী হল, সেটা নিয়ে ভাবার দরকার পড়ে না। তখন জেতাটাই মুখ্য থাকে। কিন্তু আগে ব্যাট করলে, কন্ডিশন যদি ভাল থাকে, তখন রানের গতিটা ধরে রাখতে হয়। টি-টোয়েন্টি ম্যাচের ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাটসম্যানরা অত্যন্ত ধারাবাহিক।’

একই সঙ্গে রোহিত শর্মাকে (Rohit Sharma) বিধ্বংসী ওপেনার হিসেবেই দেখতে চাইছেন বিক্রম রাঠোর। রোহিতের ওপরেই নির্ভর করবে ভারতের বড় রান তোলা। তাঁর কথায়, “রোহিত সব সময় একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নামে। আর সেটা অত্যন্ত সফল ভাবে কার্যকর করো। শুরুতে ও ক্রিজে কাটানোর চেষ্টা করে। তার পর বড় রানের দিকে যায়। এটা ও ভীষণ ভাল ভাবে কাজে লাগাতে পারে।”

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগ অধরাই রইলো রোনাল্ডোদের

হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থের মতো দুই আগ্রাসী ব্যাটসম্যানের ওপরেই অনেকটাই নির্ভর করবে ভারতের সাফল্য। যা নিয়ে বিক্রম বলছেন, “পরিস্থিতির ওপর নির্ভর করবে। যদি শুরুটা ভাল হয়, ওরা প্রথম বল থেকেই আক্রমণ করবে। ওরা কিন্তু সেটা করতে পারে।”