চোট সারিয়ে কোর্টে ফেরা ফেডেরারের ফোকাসে টোকিও অলিম্পিক
দু'বারের অলিম্পিক পদক জয়ী ফেডেরার (Roger Federer) তৃতীয় বার অলিম্পিক (Olympic) জয়ের লক্ষ্য নিয়ে এগোতে চান।
দোহা: টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) পদক জয়ের লক্ষ্য নিয়ে ফের কোর্টে ফিরছেন রজার ফেডারার (Roger Federer)। হাঁটুর অস্ত্রোপচারের পর কাতার ওপেন দিয়েই কোর্টে ফিরছেন ২০টা গ্র্যান্ড স্লাম জেতা টেনিস তারকা। গত বছর জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে খেলেছিলেন শেষবার। হাঁটুর চোটের জন্য দীর্ঘদিন তাঁকে কোর্টের বাইরে থাকতে হয়েছে। যে কারণে অস্ট্রেলিয়ান ওপেনেও খেলা হয়নি ফেডেক্সের। সেই ফেডেরার নিজেই জানিয়েছেন, তিনি এখন চোটমুক্ত।
কাতার ওপেনে কেমন পারফর্ম করবেন, তা খুব একটা ভাবাচ্ছে না ফেডেরারকে। বরং তিনি এখন থেকেই অলিম্পিক ও উইম্বলডন নিয়ে ভাবতে শুরু করেছেন। ফেডেরার বলেছেন, “অলিম্পিকে নামার ভাবনা রয়েছে। যদিও অলিম্পিকের পর উইম্বলডন পর্যন্ত কী ভাবে এগোব, তা নিয়েই পরিকল্পনা সাজাচ্ছি। আশা করি, ততদিনে আমি পুরোপুরি সেরে উঠব। আমার হাঁটুর চোট নিয়েও প্রশ্ন উঠবে না।”
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগ অধরাই রইলো রোনাল্ডোদের
দু’বারের অলিম্পিক পদক জয়ী ফেডেরার তৃতীয় বার অলিম্পিক জয়ের লক্ষ্য নিয়ে এগোতে চান। তিনি বলেছেন, “অলিম্পিকই আমার মূল লক্ষ্য। বা হাঁটুতে চোটের কারণে রিও অলিম্পিকে নামতে পারিনি। টোকিও অলিম্পিকে সেই আক্ষেপটা মিটিয়ে নিতে পারব।”
Still got it, @rogerfederer ?@QatarTennis pic.twitter.com/kq7nmmsD1T
— ATP Tour (@atptour) March 9, 2021
টেনিসের ‘বিগ থ্রি’ (রজার ফেডেরার, রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ)-কে ছাপিয়ে তরুণ তারকারা কবে গ্র্যান্ড স্লাম দখল করবেন? সেটা দেখার অপেক্ষায় রয়েছে গোটা বিশ্ব। ফেডেরার এই ব্যাপারে বলেছেন, “নতুন প্রজন্মের প্লেয়ারদের জন্য সমস্যার বিষয় হল আমি, নোভাক এবং রাফা অন্য ভাবে খেলতে পারি না। ওদের কেউ আমাকে হারাতে পারলেও নোভাককে হারাতে পারছে না। কিংবা নোভাককে হারাতে পারলেও রাফাকে হারাতে পারছে না, কিংবা রাফাকে হারিয়ে দিলেও আমাকে হারাতে পারছে না।” তিনি আরও বলেছেন,”আমার বিশ্বাস আমরা তিন বছর পর বড় পরিবর্তন দেখতে পাব। কিন্তু আমি জানি রাফা, নোভাক এবং আমি আরও বেশি খেতাব জয়ের চেষ্টা চালিয়ে যাব।”