চ্যাম্পিয়ন্স লিগ অধরাই রইলো রোনাল্ডোদের
চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) থেকে বিদায় আন্দ্রে পিরলোর জুভেন্তাস (Juventus)। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ থেকে ছিটকে গেলেন রোনাল্ডোরা (Cristiano Ronaldo)। ঘরের মাঠে মঙ্গলবার পোর্তোকে (Porto) ৩-২ হারালেও, কোয়ার্টার ফাইনালে (Quarter final) যাওয়া হল না জুভের। আগের ম্যাচের ফল ছিল ২-১। কিন্তু অ্যাওয়ে ম্যাচে বেশি গোল করায় পোর্তো পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। জুভেন্তাসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন অধরাই রইলো সিআর সেভেনের।
Most Read Stories