বৃষ্টি বিঘ্নিত সিডনি টেস্টের প্রথম দিন, বড় রানের পথে স্মিথরা
একাধিক ক্যাচ ফেলে প্রথম দিনের ভিলেন ঋষভ পন্থ। তাঁর উইকেট কিপিং দেখে ক্ষুব্ধ ক্রিকেট বিশেষজ্ঞরা।
সিডনি :
অস্ট্রেলিয়া ১৬৬/২
টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক টিম পেইন। দলের ব্যাটিংয়ের হাল ফেরাতে তাঁর ভরসা ছিলেন ওয়ার্নার। চতুর্থ ওভারেই তিনি ফিরলেন প্যাভিলিয়ানে। সাত ওভার শেষ না হতেই বৃষ্টি। প্রথম দিনের প্রায় দেড় খানা সেশন নষ্ট বৃষ্টিতে। প্রথম দিনের শেষে যদিও অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া। দিনের শেষে ২ উইকেট হারিয়ে ১৬৬ রান অস্ট্রেলিয়ার।
STUMPS!
That’s that from Day 1 of the 3rd Test.
Australia 166/2
Scorecard – https://t.co/xHO9oiKGOC #AUSvIND pic.twitter.com/7sTrm06djs
— BCCI (@BCCI) January 7, 2021
অভিষেক টেস্টে হাফ সেঞ্চুরি পুকোভস্কির। অভিষেক টেস্ট খেলতে নামা নভদীপ সাইনি তাঁকে ফেরালেন। প্রথম দুটি টেস্টে ব্যর্থ হলেও সিডনিতে ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন স্টিভ স্মিথ। দিনের শেষে ৩১ রানে অপরাজিত তিনি। নিজের ছন্দ পিঙ্ক টেস্টেও বজায় রেখেছেন লাবুসেন। ৬৭ রান অপরাজিত আছেন তিনি।
A rollercoaster of emotions for Will Pucovski! Initially given out, but on closer inspection he’s recalled to the crease! #OhWhatAFeeling@Toyota_Aus | #AUSvIND pic.twitter.com/WgT5lCRjAE
— cricket.com.au (@cricketcomau) January 7, 2021
আরও পড়ুন – ধোনির বার্তাই আত্মবিশ্বাস বাড়াচ্ছে বিরাটের
টিম ইন্ডিয়ার বোলাররা সিডনির পাটা উইকেটে খুব একটা প্রভাব দেখাতে পারলেন না। একাধিক ক্যাচ ফেলে প্রথম দিনের ভিলেন ঋষভ পন্থ। তাঁর উইকেট কিপিং দেখে ক্ষুব্ধ ক্রিকেট বিশেষজ্ঞরা। দ্বিতীয় দিন ম্যাচে ফেরার চ্যালেঞ্জ নিতে হবে রাহানের দলকে।
সংক্ষিপ্ত স্কোর – অস্ট্রেলিয়া ১৬৬/২ (পুকভস্কি ৬২, লাবুসেন ৬৭ *)