ধোনির বার্তাই আত্মবিশ্বাস বাড়াচ্ছে বিরাটের
ভিডিও বার্তায় TV9 বাংলা ডিজিটালকে বিরাট বললেন, "দলের সঙ্গে ধোনিভাই নেই ঠিকই, তবু তাঁর বার্তা সবসময় দলকে উদ্বুদ্ধ করে। যখনই তিনি দলে থাকেন, সবসময় একটাই কথা বলেন, আমরাই ট্রফি জিতব।"
কৌস্তভ গঙ্গোপাধ্যায়
থাকুন না থাকুন, তিনি আছেন! বরাবরের মতো। এই তিনি, মহেন্দ্র সিং ধোনি, যাঁর ক্রিকেট বোধকে সম্পদ করে করোনা পরবর্তী মরসুম শুরু করছে ঝাড়খণ্ড। আর যিনি ধোনির কথাগুলো আঁকড়ে এগোতে চান, তিনি বিরাট সিং। ২৩ বছরের ক্রিকেটার সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে দারুণ কিছু করার জন্য মুখিয়ে।
ভিডিও বার্তায় ‘TV9 বাংলা ডিজিটাল’-কে বিরাট বললেন, ‘দলের সঙ্গে ধোনিভাই নেই ঠিকই, তবু তাঁর বার্তা সবসময় দলকে উদ্বুদ্ধ করে। যখনই তিনি দলে থাকেন, সবসময় একটাই কথা বলেন, আমরাই ট্রফি জিতব। আর সেই বার্তাই মাঠে নামার আগে আমাদের মনোবল বাড়াতে সাহায্য করে। মাহিভাইয়ের এই মূল্যবান উপদেশই সম্পদ।’
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে ছিলেন বিরাট। ওই অভিজ্ঞতা মুস্তাক আলিতে কাজে লাগাতে চান বিরাট সিং। সানরাইজার্সে থাকাকালীন ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসনদের কাছ থেকে অনেক কিছু শিখেছেন। করোনা পরিস্থিতির জন্য জৈব সুরক্ষা বলয়ে থাকতে হচ্ছে। বিরক্তিকর লাগলেও এটার সঙ্গে ধাতস্থ হয়ে গিয়েছেন অনেকটাই। বলছেনও, ‘এই পরিস্থিতিতে সবাইকেই বলয়ে থাকতে হচ্ছে। এটা অন্যদের মতো আমিও মেনে নিচ্ছি।’
আরও পড়ুন:টিমে ফিরলেন রোহিত, সিডনিতে অভিষেক নভদীপের
রবিবার থেকে শুরু সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্ট। কোভিড পরিস্থিতির জন্য দীর্ঘদিন বন্ধ ছিল বোর্ডের ঘরোয়া ক্রিকেট। মুস্তাক আলি টি-২০ দিয়েই শুরু হচ্ছে বোর্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট। ইডেন গার্ডেন্সে তামিলনাড়ুর বিরুদ্ধে ম্যাচ দিয়ে মুস্তাক আলি অভিযান শুরু করছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড দলের অধিনায়ক ঈশান কিষান। দলে রয়েছেন শাহবাজ নাদিম, বিরাট সিং, সৌরভ তিওয়ারি, বরুণ অ্যারোনের মতো ক্রিকেটাররা। ৩ বছর আগে কলকাতায় ধোনির নেতৃত্বে মুস্তাক আলি খেলে গিয়েছিল ঝাড়খণ্ড।
এলিট গ্রুপ ‘বি’ থেকে একটাই টিম যাবে পরের পর্বে। লড়াই যে কঠিন, ভালোই জানেন বিরাট। তাঁর কথায়, ‘বাংলা, তামিলনাড়ুর মতো শক্ত প্রতিপক্ষ রয়েছে এই গ্রুপে। একটাই দল পরের পর্বে যাবে। সুতরাং লড়াই খুব কঠিন। আমরা কিন্তু তৈরি।’ আইপিএল কিংবা মুস্তাক আলি ট্রফি, এই রকম দেশীয় টুর্নামেন্টগুলো থেকে এক এক মরসুমে উঠে আসে নতুন মুখ। বিরাট কোহলির সংসারে ‘বিরাট’ নামেরই কেউ ঢুকে পড়বেন কিনা, সময় বলবে।