IND vs AUS: প্রাক্তন কোচও বলছেন রাহুলকে সরাও, টিম ম্যানেজমেন্ট কী ভাবছে?
Ravi Shastri: শেষ সাতটি টেস্টে রাহুলের অবদান ২২,২৩,১০,২,২০,১৭ এবং ১ রান। দলে থাকলেও ইন্দোর টেস্টে রাহুলকেই একাদশে রাখা হবে কী না, টিম ম্য়ানেজমেন্ট কী ভাবছে, সেটাই বড় প্রশ্ন।
নয়াদিল্লি : ধারাবাহিক ব্যর্থতা। এরপরও কী ভাবে দলে জায়গা পাচ্ছেন! বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রে লোকেশ রাহুল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু-টেস্টে রান রান পাননি। শুধু তাই নয়, এই ব্য়র্থতা কয়েক মাস ধরেই চলছে। টিম ম্যানেজমেন্টও বারবার লোকেশ রাহুলকে সুযোগ দেওয়ায় বিতর্কে। ভারতের প্রাক্তন পেসার এবং ওপেনার ভেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad) ও আকাশ চোপড়া (Akash Chopra) ইতিমধ্যেই রাহুলকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। এ বার প্রাক্তন ভারতীয় কোচের মুখেও শোনা গেল রাহুলের প্রতি অনীহা। কী এমন বললেন জাতীয় দলের প্রাক্তন কোচ? বিস্তারিত TV9Bangla-য়।
বর্ডার-গাভাসকর ট্রফির বাকি দুটি টেস্টে একাদশে সুযোগ পাওয়ার দৌড়ে রাহুলের চেয়ে শুভমন গিলকে অনেকটাই এগিয়ে রাখলেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। গিলকে খেলানোর সমর্থনে তিনি বলেন, “ভারতের প্রয়োজন ফর্মে থাকা একজন ব্যাটার। যোগ্য উদাহরণ গিল। দুরন্ত ফর্মে রয়েছে ও। বিপক্ষকে চ্যালেঞ্জ করার ক্ষমতা আছে ওর।” রবি শাস্ত্রী চান বাকি টেস্ট দুটিতে রোহিত শর্মার সঙ্গে ওপেন করুক শুভমন। সাম্প্রতিককালে নিজের দুরন্ত ফর্মের নমুনা দেখিয়ে সকলের নয়নের মনি হয়ে উঠেছেন তিনি।
অপরদিকে কে এল রাহুলকে নিয়ে শাস্ত্রী একেবারেই প্রসন্ন নন। নির্বাচকদের উদ্দেশ্য করে তিনি বলেন, “রাহুল কীরকম ফর্মে রয়েছে তা সবাই দেখতে পাচ্ছে। তাও ওকে সহ অধিনায়ক করে কেন দলে রাখা হচ্ছে সেটা জানি না। ভারতের মাটিতে সিরিজের জন্য সহ অধিনায়কের কোনও প্রয়োজন নেই।” গত সাতটি টেস্ট ম্যাচে রাহুলের প্রদর্শন শাস্ত্রীর এই মন্তব্যকেই সমর্থন করছে। শেষ সাতটি টেস্টে রাহুলের অবদান ২২,২৩,১০,২,২০,১৭ এবং ১ রান। দলে থাকলেও ইন্দোর টেস্টে রাহুলকেই একাদশে রাখা হবে কী না, টিম ম্য়ানেজমেন্ট কী ভাবছে, সেটাই বড় প্রশ্ন।