Ravindra Jadeja: ধোনির বাড়ির সামনে জাডেজা, ফ্যানেরা বলছেন, ‘মাহি ভাই দরজা খোলো’

Mahendra Singh Dhoni: বৃষ্টির কারণে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স ম্যাচ গড়ায় রিজার্ভ ডে-তে। রুদ্ধশ্বাস ম্যাচ। শেষ দু-বলে চেন্নাই সুপার কিংসের লক্ষ্য দাঁড়ায় ১০ রান। স্ট্রাইকে রবীন্দ্র জাডেজা। ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনিকেও সে সময় চাপে দেখিয়েছে। সকলেই যেন আশা ছেড়ে দিয়েছিলেন। জাডেজা ছয় মেরে ফের গ্যালারিতে হলুদ ঝড় তোলেন। শেষ বলে বাউন্ডারি মেরে জয়। দৌড়ে যান ডাগ আউটের দিকে। তাঁকে কোলে তুলে নেন মহেন্দ্র সিং ধোনি।

Ravindra Jadeja: ধোনির বাড়ির সামনে জাডেজা, ফ্যানেরা বলছেন, 'মাহি ভাই দরজা খোলো'
Image Credit source: INSTAGRAM, IPL
Follow Us:
| Updated on: Feb 28, 2024 | 2:27 AM

মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাডেজার দাদা-ভাইয়ের মতো সম্পর্ক কারও অজানা নয়। যদিও ২০২২ আইপিএলে জল্পনা তৈরি হয়েছিল, সম্পর্কে ফাটল ধরেছে কিনা। চেন্নাই সুপার কিংসের নেতৃত্বের ব্যাটন জাডেজার হাতে তুলে দিয়েছিলেন ধোনি। নেতৃত্বের চাপের বড় প্রভাব পড়েছিল জাডেজার পারফরম্যান্সে। চোট পাওয়ায় টুর্নামেন্টের মাঝপথেই ছিটকে গিয়েছিলেন জাড্ডু। ফের ধোনিই দায়িত্ব তুলে নিয়েছিলেন। তবে গত আইপিএল দেখেছে অন্য দৃশ্য। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বছর দুয়েক আগে চেন্নাই সুপার কিংস এবং জাডেজার সঙ্গে সম্পর্কে ফাটল ধরার জল্পনা তৈরির কারণও ছিল। জাডেজা সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছিলেন সিএসকে-কে। এমনকি প্রচুর ছবিও ডিলিট করেছিলেন। যদিও সেই মনকষাকষি দ্রুতই মিটে যায়। গত আইপিএলে দুর্দান্ত খেলেছেন জাডেজা। আলাদা করে বলতে হয় ফাইনালের কথা। রেকর্ড পঞ্চম ট্রফি জিতেছে সিএসকে। তা সম্ভব হয়েছিল জাডেজার জন্যই।

বৃষ্টির কারণে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স ম্যাচ গড়ায় রিজার্ভ ডে-তে। রুদ্ধশ্বাস ম্যাচ। শেষ দু-বলে চেন্নাই সুপার কিংসের লক্ষ্য দাঁড়ায় ১০ রান। স্ট্রাইকে রবীন্দ্র জাডেজা। ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনিকেও সে সময় চাপে দেখিয়েছে। সকলেই যেন আশা ছেড়ে দিয়েছিলেন। জাডেজা ছয় মেরে ফের গ্যালারিতে হলুদ ঝড় তোলেন। শেষ বলে বাউন্ডারি মেরে জয়। দৌড়ে যান ডাগ আউটের দিকে। তাঁকে কোলে তুলে নেন মহেন্দ্র সিং ধোনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা ভারতীয় ক্রিকেটে অনবদ্য একটা মুহূর্ত।

ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ চলছে। রাঁচিতে চতুর্থ টেস্ট জিতেছে ভারত। সিরিজও নিশ্চিত করেছে। শেষ টেস্ট ৭-১১ মার্চ ধরমশালায়। ভারতীয় ক্রিকেটারদের জন্য রাঁচি এখন ‘তীর্থস্থান’ও বলা যায়। মহেন্দ্র সিং ধোনির শহর। রাঁচি চার দিনেই শেষ। এর পরই মজার পোস্ট রবীন্দ্র জাডেজার। ধোনির ফার্ম হাউসের দরজায় দাঁড়িয়ে ছবি পোস্ট করেছেন প্রিয় জাড্ডু। সঙ্গে লেখা-এক ফ্যানের মজার পোস্ট।

এতে কমেন্টের পর কমেন্ট। কেউ লিখছেন, ‘মাহি ভাই প্লিজ দরজা খোলো।’ কেউ বা সাক্ষীকে অনুরোধ করেছেন জাডেজাকে বাড়িতে ঢোকার অনুমতির জন্য। শেষ অবধি কি মাহির সঙ্গে দেখা হল? সেই পোস্টও হয়তো দ্রুতই পাওয়া যাবে!