Ravindra Jadeja: জাডেজার আউট বিতর্ক নিয়ে চর্চা তুঙ্গে, CSK কোচ নিয়ম মনে করিয়ে বলছেন…
CSK, IPL 2024: চেন্নাই সুপার কিংসের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা আইপিএলে এই প্রথম বার 'অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড' ঘটনায় জড়ালেন না। এর আগে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এক ম্যাচে এই রকম ঘটনা ঘটিয়েছিলেন জাডেজা। তাতে অবশ্য অরেঞ্জ আর্মির ক্যাপ্টেন প্যাট কামিন্স সিএসকে অলরাউন্ডারের আউটের আবেদন করেননি।
কলকাতা: চেন্নাই সুপার কিংস রবিবার চিপকে রাজস্থান রয়্যালসকে হারিয়েছে ওই ম্যাচে সিএসকের (CSK) অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে (Ravindra Jadeja) ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ নিয়মে আউট দেওয়া হয়। জাড্ডুর ওই আউট নিয়ে বিতর্ক চলছে। এই পরিস্থিতিতে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি ম্যাচের শেষে এই ঘটনার প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিয়েছেন।
সিএসকে-রাজস্থান আইপিএল ম্যাচ চলাকালীন ১৬তম ওভারে ঘটনাটি ঘটে। রবীন্দ্র জাডেজা সেই ওভারের পঞ্চম বলে আবেশ খানের বল থার্ড ম্যানে ঠেলে দৌড় শুরু করেন। কিন্তু অপর প্রান্তে থাকা ঋতুরাজ গায়কোয়াড় রান নেবেন কিনা তা নিয়ে দোলাচলে ছিলেন। এই পরিস্থিতিতে এক সময় জাডেজা যাচ্ছিলেন নন-স্ট্রাইকিংয়ের দিকে। রাজস্থানের উইকেটকিপার, অধিনায়ক সঞ্জু স্যামসন বল থ্রো করেন। বলটি জাডেজার পিঠে লাগে। এরপর সঞ্জু আম্পায়ারের কাছে আউটের আবেদন করেন। হঠাৎ করে জাডেজা পিছন দিকে ঘুরে দৌড়াতে শুরু করায় উইকেট ঢেকে যায়। মাঠের আম্পায়ারের কাছে সঞ্জু জানান ইচ্ছাকৃত ভাবে জাডেজা উইকেট আড়াল করে দৌড়চ্ছিলেন। তৃতীয় আম্পায়ার ‘অবস্ট্রাকিং দ্য ফিল্ড’ নিয়মের মাধ্যমে জাডেজাকে আউট দেন।
চেন্নাই-রাজস্থান ম্যাচেক শেষে প্রেস কনফারেন্সে মাইক হাসিকে দলের অলরাউন্ডার জাডেজার আউট নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে হাসি বলেন, “আমি ম্যাচ চলাকালীনই যা দেখেছি। ও পিছনে ঘুরেছিল। তাই হয়তো ওর দৌড়নোর পথ বদলে গিয়েছিল। তবে ও সোজা দৌড়তে দৌড়তে কিন্তু পথ বদলায়নি।”
Jaldi wahan se hatna tha 🫨#TATAIPL #CSKvRR #IPLonJioCinema pic.twitter.com/Op4HOISTdV
— JioCinema (@JioCinema) May 12, 2024
তাঁর কথায়, “এই ঘটনার দুটো দিকই আমি দেখতে পাচ্ছি। আমি বুঝতে পারছি কেন আম্পায়াররা আউট দিয়েছেন। অবশ্য ক্রিকেটের নিয়ম অনুযায়ী, দৌড়নোর সময় পথ বদলে ফেললে যদি উইকেট আড়াল হয়, সেক্ষেত্রে ব্যাটারকে আউট দেওয়া যায়। আর আম্পায়ারেরা সেটাই করেছেন। হতে পারে এটাই সঠিক সিদ্ধান্ত। অবশ্য আমি নিশ্চিত নই।”
সিএসকে অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা আইপিএলে এই প্রথম বার ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ ঘটনায় জড়ালেন না। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এক ম্যাচে এই রকম ঘটনা ঘটিয়েছিলেন। তাতে অবশ্য অরেঞ্জ আর্মির ক্যাপ্টেন প্যাট কামিন্স সিএসকে অলরাউন্ডারের আউটের আবেদন করেননি।