RCB vs RR Highlights, IPL 2023: অনবদ্য হর্ষল প্যাটেল, ৭ রানে জিতল আরসিবি

| Edited By: | Updated on: Apr 23, 2023 | 8:56 PM

Royal Challengers Bangalore vs Rajasthan Royals, IPL Live Score in Bengali: দেখুন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

RCB vs RR Highlights, IPL 2023: অনবদ্য হর্ষল প্যাটেল, ৭ রানে জিতল আরসিবি
চিন্নাস্বামীতে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালসImage Credit source: Graphics - TV9Bangla

বেঙ্গালুরু: ১৪০৫ দিন পর ঘরের মাঠে নেতৃত্ব দিলেন বিরাট (IPL 2023) ৭ রানে ম্যাচ জিতে চিন্নাস্বামীতে নেতা বিরাটের প্রত্যাবর্তনটা স্মরণীয় হয়ে রইল। ব্যাটে ফাফ ডুপ্লেসি- গ্লেন ম্যাক্সওয়েলরা রাজস্থান রয়্যালসের বোলারদের পরীক্ষা নিলেন। বল হাতে অনবদ্য হর্ষল প্যাটেল। রাজস্থানের দুই তরুণ ব্যাটার দেবদত্ত পাডিক্কাল এবং যশস্বী জসওয়াল জুটিতে ম্যাচের রাশ টেনে নিয়েছিল রাজস্থান। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আরসিবির জয়। শেষ ওভারে দুরন্ত হর্ষল প্যাটেল।

Key Events

পয়েন্ট টেবলে আরসিবি কোথায়

১৬তম আইপিএলের পয়েন্ট টেবলের ছয় নম্বরে রয়েছে আরসিবি।

পয়েন্ট টেবলে রাজস্থান কোথায়

১৬তম আইপিএলের পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে রাজস্থান।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 23 Apr 2023 07:32 PM (IST)

    জিতল আরসিবি

    ফের শেষ ওভারের নাটক। ম্যাচ জিতে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৭ রানে জিতল আরসিবি।

  • 23 Apr 2023 07:31 PM (IST)

    ৬ বলে ২০ রান!

    শেষ ৬ বলে ২০ রানের প্রয়োজন রাজস্থানের।

    ১. প্রথম বলে ৪ রান অশ্বিনের।

    ২.  দ্বিতীয় বলে ২ রান

    ৩. তৃতীয় বলে ফের বাউন্ডারি অশ্বিনের

    ৪.  চতুর্থ বলে প্রভুদেশাইয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন অশ্বিন।

    ৫. পঞ্চম বলে এল ১ রান

    ৬. ষষ্ঠ বলে এল ১ রান

  • 23 Apr 2023 07:17 PM (IST)

    ১২ বলে ৩৩ রান!

    শেষ ২ ওভারে ৩৩ রানের প্রয়োজন রাজস্থানের। ক্রিজে রবিচন্দ্রন অশ্বিন।

  • 23 Apr 2023 07:15 PM (IST)

    আউট হেটমায়ার

    প্রভুদেশাইয়ের ডাইরেক্ট হিট, রান আউট হেটমায়ার। ৯ বলে ৩ রান।

  • 23 Apr 2023 06:57 PM (IST)

    আউট সঞ্জু স্যামসন

    ১৫ বলে ২২ রান করে হর্ষল প্যাটেলের বলে আউট সঞ্জু স্যামসন।

  • 23 Apr 2023 06:48 PM (IST)

    রেকর্ড অ্যালার্ট

    আইপিএলে ১০১টি ক্যাচ বিরাট কোহলির।

  • 23 Apr 2023 06:46 PM (IST)

    আউট যশস্বী

    যশস্বী জয়সওয়াল আউট। ৪৭ রানে হর্ষল প্যাটেলের বলে ফিরলেন তিনি।

  • 23 Apr 2023 06:37 PM (IST)

    আউট পাডিক্কল

    ৫২ রান করে ডেভিড উইলির বলে আউট দেবদত্ত পাডিক্কল।

  • 23 Apr 2023 06:30 PM (IST)

    অর্ধশতরান পাডিক্কলের

    ৩০ বলে ৫০ রান পাডিক্কলের। যশস্বীর সঙ্গে জুটিতে এগোচ্ছেন।

  • 23 Apr 2023 06:27 PM (IST)

    ১০ ওভারে ৯২/১

    ১০ ওভার শেষে রাজস্থান রয়্যালস ৯২/১।

  • 23 Apr 2023 06:14 PM (IST)

    পাওয়ার প্লে ওভার শেষ

    ৬ ওভারে রাজস্থান রয়্য়ালসের স্কোর ৪১/১।

  • 23 Apr 2023 05:45 PM (IST)

    বাটলার আউট

    অনবদ্য মহম্মদ সিরাজ। উপড়ে দিলেন মিডল স্টাম্প। প্রথম ওভারেই আউট জস বাটলার।

  • 23 Apr 2023 05:43 PM (IST)

    রান তাড়া করতে নামল রাজস্থান

    রাজস্থানের ওপেনিংয়ে যশস্বী জয়সওয়াল এবং জয় বাটলার। বল হাতে মহম্মদ সিরাজ।

  • 23 Apr 2023 05:27 PM (IST)

    ২০ ওভারে ১৮৯ রান

    ২০ ওভারে আরসিবির স্কোরবোর্ডে উঠল ১৮৯ রান। ম্যাক্সওয়েল, ডুপ্লেসি আউট হতেই খেই হারিয়ে ফেলে আরসিবি। বাকিদের পারফরম্যান্স বলার মতো নয়।

  • 23 Apr 2023 05:24 PM (IST)

    জোড়া উইকেট সন্দীপের

    ওভারের তৃতীয় বলে সন্দীপ ফেরালেন বিজয়কুমার বিশাখকে। পরপর দু বলে দুই উইকেট। নয় উইকেট হারাল আরসিবি। বাকি আর তিন বল।

  • 23 Apr 2023 05:22 PM (IST)

    আউট কার্তিক

    ১৯.২ ওভারে আউট দীনেশ কার্তিক। সন্দীপ শর্মার বলে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ১৩ বলে ১৬ রান।

  • 23 Apr 2023 05:18 PM (IST)

    রান আউট হাসারাঙ্গা

    রান আউট হয়ে ফিরলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৭ বলে ৬ রান।

  • 23 Apr 2023 05:05 PM (IST)

    আরসিবির ষষ্ঠ উইকেটের পতন

    দীনেশ কার্তিকের সঙ্গে ভুল বোঝাবুঝিতে আউট সূয়াশ প্রভুদেশাই। ষষ্ঠ উইকেট হারাল আরসিবি। ১৭ ওভারে আরসিবি ১৬৪-৬।

  • 23 Apr 2023 05:01 PM (IST)

    পাঁচ উইকেটের পতন

    আরসিবির পাঁচ উইকেটের পতন। যুজবেন্দ্র চাহালের বলে ফিরলেন মহীপাল লোমরোর। ১৬.৩ ওভারে আরসিবি ১৬৩-৫।

  • 23 Apr 2023 04:52 PM (IST)

    আউট ম্যাক্সওয়েল

    বড় সাফল্য রাজস্থানের। অশ্বিন ফেরালেন ম্যাক্সওয়েলকে। ৪২ বলে ৭৭ রান। ১৫ ওভারে ম্যাক্সওয়েল ১৫৬-৪।

  • 23 Apr 2023 04:45 PM (IST)

    আউট ডুপ্লেসি

    ৬২ বলে ৩৮ রান। রান আউট হয়ে ফিরলেন ফাফ ডুপ্লেসি। ১৩.২ ওভারে ১৩৯-৩ আরসিবি।

  • 23 Apr 2023 04:30 PM (IST)

    ডু প্লেসির অর্ধশতরান

    ম্যাক্সওয়েলের পর ডুপ্লেসির অর্ধশতরান। ৩১ বলে ৫০ রানে পৌঁছলেন। চলতি আইপিএলে ব্যাট হাতে ধারাবাহিক ডুপ্লেসি।

  • 23 Apr 2023 04:26 PM (IST)

    ১০ ওভারে ১০১-২

    ১০ ওভারে আরসিবির স্কোর ১০১-২।

  • 23 Apr 2023 04:21 PM (IST)

    ছক্কা হাঁকিয়ে অর্ধশতরান ম্যাক্সওয়েলের

    জেসন হোল্ডারের বলে ছয় হাঁকিয়ে অর্ধশতরান গ্লেন ম্যাক্সওয়েলের। ২৭ বলে ৫০ রান।

  • 23 Apr 2023 04:02 PM (IST)

    পাওয়ার প্লে ওভার শেষ

    প্রথম ৬ ওভারে আরসিবির স্কোর ৬২-২। প্রাথমিক ধাক্কা সামলে আরসিবিকে খেলায় ফেরাল গ্লেন ম্যাক্সওয়েল ও ফাফ ডুপ্লেসি জুটি। ম্যাক্সি ৩১ ও ডুপ্লেসি ২৯ রানে ব্যাট করছেন।

  • 23 Apr 2023 03:42 PM (IST)

    প্যাভিলিয়নে শাহবাজ

    ফের বোল্টের ঝটকা। ফিরলেন শাহবাজ আহমেদ (২)। আরসিবি ২.১ ওভার শেষে ১২-২।

  • 23 Apr 2023 03:32 PM (IST)

    গোল্ডেন ডাক বিরাট

    বোল্টের ৪৪০ ভোল্ট। প্রথম বলেই আউট বিরাট কোহলি। স্তব্ধ চিন্নাস্বামীর গ্যালারি।

  • 23 Apr 2023 03:30 PM (IST)

    আরসিবি আজ ‘গো গ্রিন’

    ‘গো গ্রিন’ উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে ‘গ্রিন কিট’ চালু করেছিল আরসিবি। তার পর থেকে প্রতি বছর আরসিবি আইপিএলে একটি করে ম্যাচে সবুজ জার্সি পরে খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই গ্রিন জার্সি ১০০ শতাংশ পুনর্ব্যবহারযোগ্য জিনিস দিয়ে তৈরি।

  • 23 Apr 2023 03:24 PM (IST)

    রাজস্থান রয়্যালস একাদশ

    একাদশ: জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, দেবদত্ত পাড়িক্কল, সিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, আর অশ্বিন, জেসন হোল্ডার, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল

    সাবস্টিটিউট: ডোনাভেন ফেরেইরা, এম অশ্বিন, আকাশ বশিষ্ঠ, কেএম আসিফ, আবদুল বশিষ্ঠ

  • 23 Apr 2023 03:16 PM (IST)

    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একাদশ

    বিরাট কোহলি (অধিনায়ক), ফাফ ডু প্লেসি, মহিপাল লোমরোর, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক, সূয়াশ প্রভুদেশাই, ডেভিড উইলি, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহম্মদ সিরাজ, বিজয়কুমার বিশাখ

    সাবস্টিটিউট: হর্ষল প্যাটেল, ফিন অ্যালেন, আকাশদীপ, করণ শর্মা, অনুজ রাওয়াত

  • 23 Apr 2023 03:04 PM (IST)

    টস আপডেট

    টস জিতল রাজস্থান রয়্যালস। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। ঘরের মাঠে প্রথমে ব্যাটিং করবে আরসিবি।

  • 23 Apr 2023 03:03 PM (IST)

    আজ ফের অধিনায়ক বিরাট

    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আজ ফের নেতৃত্বে বিরাট কোহলি।

  • 23 Apr 2023 02:31 PM (IST)

    রবিবারের ডাবল হেডারের প্রথম ম্যাচ

    আজ বেঙ্গালুরুর হোম ম্যাচ। আর এক ঘণ্টা পর চিন্নাস্বামীতে নামবে আরসিবি ও রাজস্থান।

Published On - Apr 23,2023 2:30 PM

Follow Us: