Rinku Singh: দুর্মুখ নবীনকেও ব্যাট হাতে চুপ করিয়ে দিলেন রিঙ্কু!
KKR vs LSG, IPL 2023 : ম্যাচের ১৯ ওভারে লখনউয়ের পেসার নবীন উল হককে কার্যত মাটি ধরিয়ে দিয়েছিলেন। তিনটি চার ও একটি ছয়।
কলকাতা: যশ ঠাকুরের বলে রহমানুল্লাহ গুরবাজের ক্যাচটা রীতিমতো জাগলিং করে নিলেন রবি বিষ্ণোই। ইডেনের গ্যালারির জে ব্লকের দিকে মুখে আঙুল দিয়ে ‘চুপ’ করানোর ইশারা লখনউ পেসার নবীন উল হকের। একেবারে গুরু গৌতম গম্ভীরের কায়দায়। বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়ানো ইস্তক যেখানে যান কোহলির নামে খোঁটা খেতে হয় নবীনকে (Naveen Ul Haq)। ইডেনের জনতাও ছাড়ল না। লখনউয়ের ইনিংসের সময় নবীন ব্যাট করতে নামতেই গ্যালারি জুড়ে কোহলি…কোহলি। আবার তিনি যখনই বল করতে নামলেন বা বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিংয়ের সময় বারে বারে উঠল কোহলি ধ্বনি। তবে কোহলিকে যিনি সর্বদা অনুসরণ করেন, সেই রিঙ্কু সিং (Rinku Singh) ভালোমতো সবক শেখালেন নবীনকে। নাহ্, মুখের লড়াই নয়। ব্যাটে জবাব দিলেন রিঙ্কু। আলিগড়ের নবাবের তাণ্ডবে অসহায় হয়ে মাঠেই বসে পড়লেন নবীন। বিস্তারিত TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
ম্যাচের ১৯ ওভারে লখনউয়ের পেসার নবীন উল হককে কার্যত মাটি ধরিয়ে দিয়েছিলেন। তিনটি চার ও একটি ছয়। কেকেআরের জয়ের জন্য শেষ ২ ওভারে প্রয়োজন ছিল ৪১ রানের। ১৯ ওভারে বল করতে আসেন নবীন উল হক। ওভারের প্রথম তিন বলেই নবীনকে বাউন্ডারি হাঁকান রিঙ্কু। এরপর পঞ্চম বলে ১১০ মিটারের পেল্লাই ছক্কা। রিঙ্কুর পিটুনিতে ওভারে ২০ রান খরচ করেন নবীন। লখনউ পেসার হতাশ হয়েই মাঠেই বসে পড়েন। ইডেনের জনতাকে চুপ করানোর ভঙ্গি করা নবীনকেই চুপ করিয়ে দেন রিঙ্কু। লখনউ ম্যাচ হেরে তাঁকে কাঠগড়ায় উঠতে হত, এতে সন্দেহ নেই। ৪ ওভার বল করে ৪৬ রান খরচ করে একটিও উইকেট পাননি নবীন। লখনউ জিতে গেলেও নবীনকে নিয়ে ট্রোল কমছে না।
Rinku Singh hits 110 meter six, a tight slap on Naveen ul Haq’s bowling.
Rinku Singh undoubtedly the best Finisher of IPLpic.twitter.com/rDVHXV9TYg
— Aarav (@sigma__male_) May 20, 2023
প্লে অফে ওঠা সহজ ছিল না। ঘরের মাঠে রিঙ্কু মরিয়া চেষ্টা করলেন হারের ব্যবধান কমাতে। ৭ উইকেট পড়ে যাওয়ায় তাঁর কাছে আর কোনও বিকল্পও ছিল না। পুরো মরসুমেই কেকেআরের প্রাপ্তি রিঙ্কু সিং। শেষ ম্যাচেও হতাশ করলেন না। ২৭ বলে অর্ধশতরান। শেষ ওভারে প্রয়োজন ছিল ২১ রান। স্ট্রাইকে বৈভব অরোরা। প্রথম বলেই রিঙ্কুকে স্ট্রাইক দেন। শেষ অবধি লখনউকে চাপে রাখেন শেষ বল পর্যন্ত। মাত্র ১ রানে হার কলকাতার। রিঙ্কু অপরাজিত ৩৩ বলে ৬৭ রানে।