DC, IPL 2024: বিরাটদের মুখে নামার আগে খারাপ খবর, ছিটকে গেলেন সৌরভের টিমের তারকা
Rishabh Pant: ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের হাতে এ বারের আইপিএলে আর ২টো ম্যাচ বাকি রয়েছে। লিগ টেবলের অবস্থান বলছে ৫-এ দাঁড়িয়ে রয়েছে রাজধানীর টিম। পরের ২টো ম্যাচ জিতলেও অঙ্ক থাকবেই।
কলকাতা: প্লে অফ হবে, না হবে না? আশা আশঙ্কায় যখন দুলছে টিম, তখনই খারাপ খবর। হাতে আর ২টো ম্যাচ। লিগ টেবলের অবস্থান বলছে ৫-এ দাঁড়িয়ে রয়েছে রাজধানীর টিম। পরের ২টো ম্যাচ জিতলেও অঙ্ক থাকবেই। সেই অঙ্ক মেলানোর আগেই ক্যাপ্টেন নির্বাসিত। আইপিএলের নিয়ম অনুযায়ী স্লো ওভার রেটের জন্য জরিমানা হয় টিমের ক্যাপ্টেনের। ২ বার হলে জরিমানা, তৃতীয় বার হলে নির্বাসন। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) দোদুল্যমান পরিস্থিতিতে ক্যাপ্টেন ঋষভ পন্থ (Rishabh Pant) পরের ম্যাচ, আরসিবির বিরুদ্ধে খেলতে পারবেন না। পন্থ শুধু টিমের ক্যাপ্টেন নন। একইসঙ্গে নিজের পারফরম্যান্স দিয়ে মোটিভেট করছেন সতীর্থদের। তাঁর না থাকা নিশ্চিত ভাবেই দলকে দূর্বল করে দেবে।
এই নিয়ে মোট ৩ বার স্লো ওভার রেটের জন্য জরিমানা হল দিল্লির ক্যাপ্টেন ঋষভ পন্থের। আইপিএলের নিয়ম অনুযায়ী, টুর্নামেন্টে কোনও দলের প্রথম বার স্লো ওভার রেটের জন্য জরিমানা হলে ক্যাপ্টেনকে দিতে হল ১২ লক্ষ টাকা। দ্বিতীয় বার এই অপরাধ করলে ক্যাপ্টেনকে দিতে হয় ২৪ লক্ষ টাকা। আর তৃতীয় বার একই অপরাধ করলে ৩০ লক্ষ টাকা আর্থিক জরিমানার পাশাপাশি একটি ম্যাচ নির্বাসিত হন ক্যাপ্টেন।
স্লো ওভার রেটের জন্য একা ক্যাপ্টেনের দায় থাকে না। কিন্তু আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনও দল দু’বার এই নিয়ম ভঙ্গ করলে জরিমানা ক্যাপ্টেনের হয়। আর তৃতীয় বার একই ভুলের পুনরাবৃত্তি হলে দলের সকলকে ক্ষতিপূরণ দিতে হয়। এ বার অবশ্য পুরো দলও পন্থের পাশাপাশি শাস্তি পেয়েছে। ঋষভ ছাড়া দিল্লির প্লেয়িং ইলেভেনে থাকা বাকি ক্রিকেটার এবং ইমপ্যাক্ট প্লেয়ারদের ১২ লক্ষ বা তাঁদের ম্যাচ ফি-র ৫০ শতাংশ আর্থিক জরিমানা হয়েছে।
আইপিএল কোড অফ কন্ডাক্টের ধারা ৮ অনুসারে, দিল্লি ক্যাপিটালস ম্যাচ রেফারির রায়কে চ্যালেঞ্জ করে একটি আপিল দায়ের করেছে। এর পরে, আপিলটি পর্যালোচনার জন্য বিসিসিআই ওম্বুডসমানের কাছে পাঠানো হয়েছিল। ওম্বুডসমান একটি ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিশ্চিত করেন যে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।