MS Dhoni: ম্যাচের মাঝে পায়ে লুটিয়ে প্রণাম করা ভক্তকে বুকে জড়িয়ে ধরলেন ধোনি, তারপর…
Watch Video: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে। হাতে গ্লাভস ঠিক করতে করতে এগিয়ে আসছেন ধোনি। তিনি দেখতে পান দূর থেকে এক ভক্ত দৌড়ে আসছেন তাঁর দিকে। তিনি মজার ছলে সেখান থেকে ছুটে যাওয়ার ভঙ্গি করেন প্রথমে। এরপর ওই ভক্ত তাঁর কাছে পৌঁছে যাওয়া মাত্রই ধোনির পায়ে লুটিয়ে পড়েন।
কলকাতা: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) চলতি আইপিএলের (IPL) প্রতি ম্যাচেই যখন মাঠে নামছেন, গর্জে উঠছে গ্যালারি। ৪৩ ছুঁই ছুঁই ধোনির জনপ্রিয়তা আজও তুঙ্গে। ২২ গজে একটা ছবি বেশ পরিচিত। প্রিয় তারকাকে এক্কেবারে সামনে দেখার জন্য অনেক ভক্ত মাঝে মাঝেই নিরাপত্তার বেড়া টপকে মাঠে প্রবেশ করেন। শুক্র-রাতে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তেমনই এক ঘটনা ঘটেছে। মহেন্দ্র সিং ধোনির এক ভক্ত নিরাপত্তারক্ষীদের বুড়ো আঙুল দেখিয়ে সোজা পৌঁছে যান ধোনির কাছে। তারপর?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে। হাতে গ্লাভস ঠিক করতে করতে এগিয়ে আসছেন ধোনি। তিনি দেখতে পান দূর থেকে এক ভক্ত দৌড়ে আসছেন তাঁর দিকে। তিনি মজার ছলে সেখান থেকে ছুটে যাওয়ার ভঙ্গি করেন প্রথমে। এরপর ওই ভক্ত তাঁর কাছে পৌঁছে যাওয়া মাত্রই ধোনির পায়ে লুটিয়ে পড়েন। মাহি তাঁকে তুলে নেন। এরপর বুকে জড়িয়ে ধরেন। ভিডিয়োতে দেখা যায় ধোনি ওই ভক্তকে কিছু বলছিলেন। তাঁর কাঁধে হাত দিয়ে এগোতে থাকেন। নেটিজ়েনরা বলছেন, হয়তো ধোনি ওই ভক্তকে বলছিলেন এ ভাবে নিরাপত্তার বেড়া টপকে মাঠে না প্রবেশ করতে।
The Words can’t describe MS Dhoni and his legacy and what he gave to Indian cricket & every fans.❤️
– He is an emotion. Just stand & admire, bow down to Great Man MS Dhoni. 🙌 pic.twitter.com/IGXKgHaXlo
— Tanuj Singh (@ImTanujSingh) May 11, 2024
ধোনির সঙ্গে তাঁর ওই ভক্তর সাক্ষাৎ হওয়ার পরই মাঠে ছুটে প্রবেশ করেন নিরাপত্তারক্ষীরা। ভিডিয়োতে দেখা যায় ধোনি তাঁদের উদ্দেশ্য বলেন, যেন ওই ভক্তকে যেন ধীরে ধীরে নিয়ে যাওয়া হয়। এর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছিল, বিরাট কোহলির সঙ্গে দেখা করতে ঠিক একইরকম ভাবে নিরাপত্তার বেড়াজাল টপকে এক ভক্ত মাঠে ঢুকেছিলেন। পরবর্তীতে সেই ভক্তকে ভীষণ মার খেতে হয়েছিল। অনেকে যা নিয়ে সরব হয়েছিল।