Rohit Sharma: ‘হিরো, গার্ডেন মে ঘুম রাহা হ্যায়?’, রিপ্লাই দিয়ে তিলক ভার্মা ‘রকড’ রোহিত শর্মা ‘শকড’!
MI, IPL 2024: শনিবার রাতে ইডেন গার্ডেন্সে কেকেআর নামবে মুম্বইয়ের মুখে। এই ম্যাচ জিতে প্লে অফের রাস্তা পাকা করতে চায় কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ান্স এ বারের আইপিএলের প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। এই পরিস্থিতিতে ইডেনে টুর্নামেন্টের শেষ অ্যাওয়ে ম্যাচে নামবেন রোহিতরা।
কলকাতা: রোহিত শর্মা (Rohit Sharma) আর বাগানের যেন আলাদাই সম্পর্ক রয়েছে। এর প্রমাণও রয়েছে। শুরুটা হয়েছিল রোহিতের বলা কথা থেকেই। দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভাইজ্যাগ টেস্টে রোহিত শর্মা তাঁর সতীর্থদের জন্য বলেছিলেন, ‘কেউ মাঠে ঘুরলে…।’ যা ধরা পড়েছিল স্টাম্প মাইকে। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেই শুরু, তারপর থেকে মাঝে মাঝে রোহিতের বিশেষ ‘গার্ডেন মে ঘুমনে ওয়ালে বান্দে’ কথা নিয়ে আলোচনা হয়। এ বার রোহিত শর্মা ইডেন গার্ডেন্সে তিলক ভার্মাকে (Tilak Varma) প্রশ্ন করছিলেন, ‘বাগানে এসেছো নাকি?’ রোহিতের প্রশ্নে তিলক যা রিপ্লাই দেন, তাতে রীতিমতো ‘শকড’ হিটম্যান। আর ‘রকড’ তিলক।
আজ, শনিবার রাতে ইডেন গার্ডেন্সে কেকেআর নামবে মুম্বইয়ের মুখে। এই ম্যাচ জিতে প্লে অফের রাস্তা পাকা করতে চায় কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ান্স এ বারের আইপিএলের প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। এই পরিস্থিতিতে ইডেনে টুর্নামেন্টের শেষ অ্যাওয়ে ম্যাচে নামবেন রোহিতরা।
কেকেআর ম্যাচের আগে মুম্বইয়ের সোশ্যাল মিডিয়া সাইট X এ রোহিত শর্মা ও তিলক ভার্মার একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে তরুণ তুর্কি তিলক ভার্মাকে এমআই প্রাক্তন ক্যাপ্টেন রোহিত শর্মা বলেন, ‘এই হিরো, কী করছো ভাই? চপ্পল পরে ঘুরছো, বাগানে এসেছো নাকি?’ উত্তরে তিলক ভার্মা বলেন, ‘হ্যাঁ ভাইয়া, ইডেন গার্ডেন্স।’ রোহিত সেই সময় পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন। এরপর রোহিত থমকে দাঁড়ান এবং তিলককে জিজ্ঞাসা করেন, ‘কী? ইডেন গার্ডেন্স?’ তিলকের বুদ্ধিদীপ্ত উত্তর শুনে হাসতে থাকেন রোহিত শর্মা।
এক ঝলকে দেখুন রোহিত-তিলকের ওই ভিডিয়ো —
Rohit 🤝 Garden
An iconic love story 😂💙#MumbaiMeriJaan #MumbaiIndians #KKRvMI | @ImRo45 | @TilakV9 pic.twitter.com/KX2ttJAS5h
— Mumbai Indians (@mipaltan) May 10, 2024
উল্লেখ্য, এ বারের আইপিএলটা ভালো কাটল না মুম্বই ইন্ডিয়ান্সের। ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন বদল করেছে। রোহিত শর্মার জায়গায় হার্দিক পান্ডিয়া ১৭তম আইপিএলে মুম্বইয়ের ক্যাপ্টেন্সি সামলেছেন। কিন্তু দল সেই অর্থে সফল হয়নি। এখনও অবধি মুম্বই এ বারের আইপিএলে ১২টি ম্যাচে খেলে ৪টিতে জিতেছে আর ৮টিতে হেরেছে। গ্রুপ পর্বে মুম্বইয়ের বাকি রয়েছে আর ২টি ম্যাচ।