Rishabh Pant: আর মাত্র ৬৫ ঘণ্টা! IPL এর আগে সুখবর পেতে চলেছেন ঋষভ পন্থ
DC, IPL 2024: ভারতের তারকা উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থ এ বারের আইপিএলে ফেরার জন্য মুখিয়ে রয়েছে। ২৬ বছর বয়সী ঋষভ পন্থ গুরুতর গাড়ি দুর্ঘটনার কারণে গত বছর পুরোপুরি ক্রিকেট থেকে দূরে ছিলেন। সুস্থ হওয়ার পর থেকে বাইশ গজে ফেরার জন্য কড়া পরিশ্রম করেছেন তিনি। দিল্লি ক্যাপিটালস শিবিরও তাঁর কামব্যাকের জন্য আশায় রয়েছে।
কলকাতা: ক্যালেন্ডার বলছে আজ ২ মার্চ। ঠিক ২০ দিন পর শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ১০ ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা কোমর বেঁধে লড়াইয়ে নেমে পড়বে। আইপিএলের সোনালি ট্রফি জেতার জন্য হবে ধুন্ধুমার। ভারতের তারকা উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থ এ বারের আইপিএলে ফেরার জন্য মুখিয়ে রয়েছে। ২৬ বছর বয়সী ঋষভ পন্থ (Rishabh Pant) গুরুতর গাড়ি দুর্ঘটনার কারণে গত বছর পুরোপুরি ক্রিকেট থেকে দূরে ছিলেন। সুস্থ হওয়ার পর থেকে বাইশ গজে ফেরার জন্য কড়া পরিশ্রম করেছেন তিনি। এ বার দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ৫ মার্চ এক সুখবর পেতে চলেছেন পন্থ।
আসলে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ৫ মার্চ বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ফিটনেস সার্টিফিকেট পেতে চলেছেন ঋষভ পন্থ। তারপরই তিনি যোগ দেবেন দিল্লি ক্যাপিটালস শিবিরে। টাইমস অব ইন্ডিয়াকে সৌরভ বলেছেন, ‘ও ফিট হওয়ার জন্য সবকিছু করেছে। ফলে এ বার এনসিএ ওকে ফিট ঘোষণা করতে চলেছে। ৫ মার্চ ঋষভ পন্থ আগে ফিটনেস সার্টিফিকেট পেয়ে যাক, তারপর আমরা ওর সঙ্গে ক্যাপ্টেন্সি ব্যাকআপ নিয়ে আলোচনা করব। আমরা অত্যন্ত সচেতনতা অবলম্বন করে ওর সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করব। কারণ ওর একটা লম্বা কেরিয়ার পড়ে রয়েছে। তাই আমরা ওকে এখন বেশি উত্তেজিত করতে পারি না।’
Rishabh Pant is set to get clearance from NCA on March 5th ahead of IPL. [TOI]
– Great news for Indian cricket. 🇮🇳 pic.twitter.com/a8WgYDqkNr
— Johns. (@CricCrazyJohns) March 2, 2024
দিল্লি ক্যাপিটালস শিবির ঋষভ পন্থের সফল কামব্যাকের জন্য আশায় রয়েছে। মহারাজ জানিয়েছেন ঋষভকে নিয়ে দিল্লি টিমের পক্ষ থেকে কোনও তাড়াহুড়ো করা হবে না। তাঁর কথায়, ‘আমরা ঋষভ পন্থের রিঅ্যাকশন দেখতে চাই। এনসিএ ওকে ফিট সার্টিফিকেট দিলে ও দিল্লির শিবিরে যোগ দেবে। আমরা একটা করে ম্যাচ ধরে এগোতো চাই। আমরা কিছু ভবিষ্যদ্বানী করতে পারি না। কুমার কুশাগ্র রয়েছে, ফলে উইকেটকিপারের বিকল্প রয়েছে। রিকি ভুইয়ের মরসুমটাও ভালো কেটেছে। শাই হোপ, ত্রিস্টান স্টাবসও রয়েছে।’ অর্থাৎ সৌরভের এই কথা থেকে পরিষ্কার পন্থ যদি উইকেটকিপিং না করতে পারেন তা হলে দিল্লি চাপে পড়বে না। কারণ উইকেট কিপার হিসেবে দিল্লি শিবিরের কাছে একাধিক বিকল্প রয়েছে।