Ishan Kishan: ইংল্যান্ড সিরিজে পেয়েছিলেন ডাক, প্রস্তাব ফিরিয়ে বোর্ডের চক্ষুশূল ঈশান
India vs England: আগামী ৭ মার্চ ধরমশালায় ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্ট ম্যাচ। রাঁচি টেস্ট জিততেই রোহিত শর্মার ভারত এই সিরিজ ৩-১ ব্যবধানে পকেটে পুরে নিয়েছে। দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন বার বার আলোচনার কেন্দ্রে এসেছেন ঈশান কিষাণ। এ বার জানা গিয়েছে, ইংল্যান্ড সিরিজে খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল ঈশান কিষাণকে। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন দেশের তরুণ উইকেটকিপার ব্যাটার।
কলকাতা: ভারতীয় ক্রিকেটে ঈশান কিষাণ (Ishan Kishan) অধ্যায় এ বার নয়া মোড় নিল। কয়েকদিন আগেই বোর্ডের বার্ষিক চুক্তি প্রকাশিত হয়েছিল। তাতে বাদ পড়েছেন ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ার। রঞ্জি ট্রফিতে না খেলার শাস্তিস্বরূপ এই দুই অবাধ্য ক্রিকেটারকে বোর্ড বার্ষিক চুক্তিতে অন্তর্ভুক্ত করেনি। দেশের মাটিতে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন বার বার আলোচনার কেন্দ্রে এসেছেন ঈশান কিষাণ। এ বার ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ইংল্যান্ড সিরিজ চলাকালীন বোর্ডের পক্ষ থেকে টেস্ট (Test) খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল ঈশান কিষাণকে। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন দেশের তরুণ উইকেটকিপার ব্যাটার।
Ishan Kishan refused BCCI’s offer to play the ongoing Test series against England when the Team management & Board got in touch with him. (ESPNcricinfo) pic.twitter.com/axl2CgDuNz
— CricketMAN2 (@ImTanujSingh) March 2, 2024
বিসিসিআইয়ের এক কর্তা ওই ক্রিকেট ওয়েবসাইটকে জানিয়েছেন, চলতি ইংল্যান্ড টেস্ট সিরিজের মাঝে ঈশান কিষাণের সঙ্গে বোর্ডের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তিনি জানিয়ে দেন টেস্ট খেলার জন্য তৈরি নন। শোনা গিয়েছে, কেএস ভরত প্রথম দুই টেস্টে উইকেটকিপিংয়ে সে ভাবে ছাপ ফেলতে পারেননি বলে ঈশানের খোঁজ করেছিল বোর্ড। কিন্তু তিনি টেস্ট খেলতে রাজি না হওয়ায় তরুণ উইকেটকিপার ধ্রুব জুরেলকে সুযোগ দেন রোহিত শর্মা ও ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
ঝাড়খণ্ডের উইকেটকিপার ব্যাটার ঈশান কিষাণ টেস্ট খেলার প্রস্তাব না মানার ফলে স্বাভাবিক ভাবেই বোর্ডের চক্ষুশূল হয়ে পড়েন। যার ফলে বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন ঈশান। অন্যদিকে টেস্টে সুযোগ পেয়ে ধ্রুব জুরেল নিজেকে প্রমাণ করেছেন। ফলে জাতীয় দলে এই মুহূর্তে ঈশানের ফেরার সম্ভবনা যেন ক্ষীণ হয়ে গেল।
সম্প্রতি ঈশান কিষাণকে ডিওয়াই পাটিল টুর্নামেন্টে খেলতে দেখা গিয়েছিল। বর্তমানে অবশ্য তিনি রয়েছেন জামনগরে। সেখানে মুকেশ অম্বানির ছেলে অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং সেলিব্রেশন চলছে। ঈশান সেখানেই গিয়েছেন। এ বার চলতি মার্চে তাঁকে মুম্বই ইন্ডিয়ান্স টিমের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে দেখা যাবে।