ICC ODI World Cup: বিশ্বকাপের মাঝেই সুখবর, ফিরছেন ঋষভ পন্থ! কিন্তু কবে?
Rishabh Pant: ২০২২ এর ৩০ শে ডিসেম্বর ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ। এরপর বাইশ গজ ছেড়ে বিছানাই সঙ্গী হয় তাঁর। মাঝের গোটা বছরটা চিকিৎসকদের তত্ত্বাবধানেই ছিলেন তিনি। আইপিএল, দলের জার্সিতে এশিয়া কাপ, এমনকি চলতি বিশ্বকাপ সবটাই মিস করেছেন তিনি। তবে আগের থেকে এখন অনেকটাই সুস্থ ঋষভ। ইতিমধ্যেই কিছু প্র্যাক্টিস ম্যাচে দেখা গিয়েছে তাঁকে।
নয়াদিল্লি: এক দুর্ঘটনা বদলে দিয়েছে সবটা। সব ঠিক থাকলে আজ দেশের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে দেখা যেত ভারতের উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থকে (Rishabh Pant)। ভারতীয় ফ্য়ানেদের জন্য় সুখবর। তিনি ফিরছেন। তবে বিশ্বকাপের (ICC ODI World Cup 2023)মঞ্চে নয়। ঘরোয়া ক্রিকেট দিয়েই কামব্যাক করতে চাইছেন ঋষভ। ইতিমধ্যেই তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।। ইতিমধ্যেই কিছু প্র্যাক্টিস ম্যাচে দেখা গিয়েছে তাঁকে।কবে ফিরছেন পন্থ? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
২০২২ এর ৩০ শে ডিসেম্বর ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ। এরপর বাইশ গজ ছেড়ে বিছানাই সঙ্গী হয় তাঁর। মাঝের গোটা বছরটা চিকিৎসকদের তত্ত্বাবধানেই ছিলেন তিনি। আইপিএল, দলের জার্সিতে এশিয়া কাপ, এমনকি চলতি বিশ্বকাপ সবটাই মিস করেছেন তিনি। তবে আগের থেকে এখন অনেকটাই সুস্থ ঋষভ। ইতিমধ্যেই কিছু প্র্যাক্টিস ম্যাচে দেখা গিয়েছে তাঁকে। বিসিসিআই সূত্রে খবর, ঘরোয়া ক্রিকেট দিয়ে কামব্যাক করতে পারেন তিনি। তবে প্রথমে দেখা হবে কতটা ফিট রয়েছেন তিনি। তারপর ভাবা হবে ১১ জানুয়ারি থেকে মোহালিতে শুরু হওয়া আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাঁকে দলে রাখা হবে কি না। তবে বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ঋষভকে পাচ্ছে না দল।
দেশের জার্সিতে ফেরার আগে কয়েকটি ঘরোয়া ম্যাচে ব্যাট ঘুরিয়ে পরিস্থিতি বুঝে নেবেন ঋষভ, এমনটাই জানা যাচ্ছে। প্রিয় তারকার এই কামব্যাকে স্বাভাবিক ভাবেই খুশি ভক্তরা। আগামী ২৩ নভেম্বর শুরু হচ্ছে বিজয় হাজারে ট্রফি এরপর ৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফির নতুন মরসুম,এই টুর্নামেন্টগুলিতে কি পাওয়া যাবে ঋষভ কে? বিসিসিআইয়ের এক কর্তা সংবাদমাধ্যমকে জানান, এখনও অনেক দেরি। নেটে ব্য়াট করে আগে সবটা বুঝে নেবেন ঋষভ। সবার আগে আত্মবিশ্বাস ফিরে পেতে হবে ঋষভকে। সব ঠিকঠাক থাকলে আফগানিস্তানের বিরুদ্ধেও প্রত্যাবর্তন হতে পারে তাঁর। তবে এখনই কোনটা নিশ্চিত নয়।