Rishabh Pant : দ্রুত সুস্থতার পথে, ফুরফুরে ঋষভ পৌঁছে গেলেন রোহিতদের অনুশীলনে
গত বছরের ডিসেম্বরে ভয়াবহ পথ দুর্ঘটনার মুখে পড়া ঋষভ পন্থের জাতীয় দলে কামব্যাকের পথটা দীর্ঘ।
বেঙ্গালুরু : এশিয়া কাপের (Asia Cup 2023) আগে বেঙ্গালুরুর আলুরে চলেছে ভারতীয় দলের ছয়দিনের প্র্যাকটিস ক্যাম্প। ইয়ো ইয়ো টেস্টের পর এশিয়া কাপের প্রস্তুতি ঘাম ঝরিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজারা। জাতীয় দলের সতীর্থদের এত কাছে রয়েছে দেখে আর থাকতে পারলেন না ঋষভ পন্থ (Rishabh Pant)। বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে কিপার দিল্লির ব্যাটারের। তারই ফাঁকে ভারতীয় দলের অনুশীলন দেখতে পৌঁছে গেলেন ঋষভ। পরণে ছিল কালো রঙের টি শার্ট ও হাফ প্যান্ট। ডান পায়ের হাঁটুর কাছে ব্যান্ডেজ। হাসিমুখে ভারতীয় দলের প্রস্তুতি দেখলেন তিনি। কুলদীপ যাদবের সঙ্গে খুনসুটি, শার্দূল ঠাকুরের সঙ্গে বসে গল্প করতে দেখা গেল। দেখা করলেন কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে। ইনস্টাগ্রামে বিসিসিআইয়ের পক্ষ থেকে সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে। TV9 Bangla Sports বিস্তারিত তুলে ধরল এই প্রতিবেদনে।
গতবছরের ডিসেম্বর মাসে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় পড়া ঋষভ পন্থের জাতীয় দলের কামব্যাকের পথটা দীর্ঘ। বর্তমানে এনসিএ-তে জোরকদমে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া চলছে তাঁর। এনসিএ-র চিকিৎসকরা পন্থকে দ্রুত সুস্থ হয়ে উঠতে দেখে চমৎকৃত। ক্রিকেটারের দু পায়ের হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল। শুরুর দিকে ক্রাচের ভর ছাড়া হাঁটতে পারতেন না। এখন আর ক্রাচের প্রয়োজন পড়ে না। সিঁড়িতে ওঠানামা করতে পারেন সহজেই। সবসময় পায়ে ব্যান্ডেজ বেঁধে রাখার প্রয়োজন পড়ে না। জিমে সাইক্লিংও করছেন। কিছুদিন আগে এনসিএ-তে পন্থের ব্যাটিংয়ের ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। দুর্ঘটনার পর তাঁকে প্রথম বার ব্যাট হাতে দেখে আবেগে ভেসেছিল নেটপাড়া।
View this post on Instagram
দ্রুত সুস্থতার পথে এগোলেও ঘরের মাঠে ঋষভ পন্থের ওডিআই বিশ্বকাপ খেলা হচ্ছে না। এ বছর প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফেরার সম্ভাবনা নেই চললেই চলে। এমনকী আগামী বছরের আইপিএলেও খেলতে পারবেন কি না সন্দেহ। ভারতীয় ক্রিকেট বোর্ড পন্থের কামব্যাক নিয়ে তাড়াহুড়ো করতে চায় না।