Rohit on Dhoni : তেইশে শেষ আইপিএল ধোনির? মাহির ভবিষ্যৎ জানিয়ে দিলেন রোহিত

IPL 2023: মহেন্দ্র সিং ধোনির কি এটাই শেষ আইপিএল? উত্তর খুঁজছেন ধোনি অনুরাগীরা। যার উত্তর রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন রোহিত শর্মার কাছে।

Rohit on Dhoni : তেইশে শেষ আইপিএল ধোনির? মাহির ভবিষ্যৎ জানিয়ে দিলেন রোহিত
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 29, 2023 | 12:32 PM

মুম্বই: পুরনো ও নতুনের সংমিশ্রণে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ (IPL 2023)। আইপিএলের ১৬তম সংস্করণ আসছে হোম, অ্যাওয়ে ফরম্যাট, ঝাঁ চকচকে উদ্বোধনী অনুষ্ঠান ও একগুচ্ছ নতুন নিয়মকে সঙ্গী করে। এসবের মধ্যেও ক্রিকেট সমর্থকদের মাথায় একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে। এটাই কি মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল? সারাবছর ধরে ক্রিকেটের আঙিনায় থাকেন না ধোনি (MS Dhoni)। ভিন্টেজ ধোনির দেখা পেতে হা পিত্যেশ করে অপেক্ষা করতে হয় আইপিএলের জন্য। মাহি অনুরাগীদের আশঙ্কা ২০২৩ সালের আইপিএলের পর হয়তো সেটুকুও দেখা যাবে না। হয়তো এই মরসুমের পরই পাকাপাকিভাবে ব্যাট তুলে রাখবেন। সাধারণ অনুরাগীরা যা ভাবছেন, মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) তেমনটাই কি ভাবছেন? আইপিএলে ধোনির ভবিষ্যৎ তুলে ধরল TV9 Bangla। 

রোহিত যা বললেন তাতে ধোনি অনুরাগীদের মুখে হাসি ফুটতে বাধ্য। আইপিএলে ধোনির ভবিষ্যৎ সম্পর্কে রোহিত বোঝাতে চাইলেন, পিকচার অভি বাকি হ্য়ায়। ১৬তম আইপিএল শুরুর আগে সাংবাদিক সম্মেলনে ধোনি প্রসঙ্গে রোহিত বলেন, “এমএস ধোনি এতটাই ফিট যে আরও ২-৩টে মরসুম খেলতে পারেন। আমার মনে হয় না এটা ওর শেষ মরসুম। ধোনির যে সব ছবি দেখছি তাতে এমনটাই মনে হয়।” অর্থাৎ যে যাই ভাবুক, ৪০ বছরের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ককে নিয়ে কোনও সন্দেহ রাখছেন না রোহিত শর্মা। এই বয়সেও মাহির ফিটনেস তাক লাগিয়ে দেওয়ার মতো। আইপিএলের জন্য তিন সপ্তাহ আগে থেকে অনুশীলন শুরু করেছেন ধোনি। প্র্যাকটিসে প্রচুর চার-ছক্কা দেখা যাচ্ছে তাঁর ব্যাটে। এর পাশাপাশি ধোনির বাইসেপস নজর কেড়েছে ক্রিকেট বিশ্বের।

ধোনিকে দেখে প্রশংসার বন্য বইছে সোশ্যাল মিডিয়ায়। প্রাক্তন ক্যাপ্টেন কেভিন পিটারসেনের মুখে ধোনির তারিফ শোনা গিয়েছে। কিন্তু ধোনিকে বোঝা দুঃসাধ্য। ইনস্টাগ্রামে দুটো কথা লিখে জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন। তাঁর আইপিএল অবসর নিয়ে যখন এত জলঘোলা তখনও মুখে কুলুপ ক্যাপ্টেন কুলের। খেলবেন নাকি ব্যাট তুলে রাখবেন তা একমাত্র তিনিই জানেন। ধোনির ক্যাপ্টেন্সিতে চার বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। তাঁর উত্তরসূরী হিসেবে রবীন্দ্র জাডেজা, বেন স্টোকস-সহ একাধিক ক্রিকেটারের নাম উঠে আসছে।