Rohit Sharma: আইপিএলে দেখা যাবে না নেতা রোহিত শর্মাকে! কে হবেন মুম্বইয়ের নতুন নেতা?

কোটি কোটি টাকার ক্রিকেটার খেলতে না পারলে ফ্র্যাঞ্চাইজির চাপে পড়াটা স্বাভাবিক। অস্ত্রোপচারের জন্য দেড় কোটি টাকায় কেনা অস্ট্রেলিয়ার জোরে বোলার ঝাই রিচার্ডসনও খেলতে পারবেন না।

Rohit Sharma: আইপিএলে দেখা যাবে না নেতা রোহিত শর্মাকে! কে হবেন মুম্বইয়ের নতুন নেতা?
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 29, 2023 | 6:53 PM

মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্সের সমস্যার যেন শেষ হতেই চাইছে না। এ বারের আইপিএলে (IPL 2023) জসপ্রীত বুমরাকে পাচ্ছে না পাঁচ বারের চ্যাম্পিয়নরা। অস্ত্রোপচারের জন্য আপাতত বাইশ গজ থেকে দূরে তিনি। কোটি কোটি টাকার ক্রিকেটার খেলতে না পারলে ফ্র্যাঞ্চাইজির চাপে পড়াটা স্বাভাবিক। অস্ত্রোপচারের জন্য দেড় কোটি টাকায় কেনা অস্ট্রেলিয়ার জোরে বোলার ঝাই রিচার্ডসনও খেলতে পারবেন না। আইপিএল শুরুর আগে জোড়া ধাক্কায় বেসামাল মুম্বই (Mumbai Indians)। এ বার সমস্যা আরও বাড়িয়ে দিলেন খোদ অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সব ম্যাচে খেলতে পারবেন না রোহিত শর্মা। সিদ্ধান্তের কথা টিম পরিচালন সমিতিকে জানিয়ে দিয়েছেন তিনি। যে কারণে রোহিতের বদলে নতুন ক্যাপ্টেন বেছে নিতে হচ্ছে আইপিএলের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজিটিকে। কেন রোহিতের এমন সিদ্ধান্ত? পুরো আইপিএলই কি খেলবেন না তিনি? তুলে ধরল TV9 Bangla।   

সেই ২০১৩ সালে রোহিত গুরুনাথ শর্মার হাতে দলের ক্যাপ্টেন্সির দায়িত্ব তুলে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তারপর থেকে দলটি চূড়ান্ত সাফল্যে পেয়েছে। আইপিএল দলকে পাঁচবার চ্যাম্পিয়ন করা রোহিত শর্মার কাঁধে রয়েছে জাতীয় দলের নেতৃত্ব। ক্যাপ্টেন হিসেবে জাতীয় দল ও আইপিএল— দুটি ক্ষেত্রেই তাঁর দায়িত্ব আলাদা। কিন্তু জাতীয় দলের থেকে বড় নয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। আইপিএল ফাইনালের এক সপ্তাহ পরই লন্ডনের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। এ ছাড়া ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ তো রয়েইছে। ঠাসা ক্রীড়াসূচির মধ্যে নিজেকে ফিট রাখাটাই বড় চ্যালেঞ্জ। এমনিতে রোহিত ভীষণ চোটপ্রবণ। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের কবলে পড়ার অতীত রেকর্ড রয়েছে তাঁর। তাই আইপিএলের সময় জাতীয় দলের বাকি ক্রিকেটারদের মতোই ক্যাপ্টেনের ওয়ার্কলোডের দিকে চোখ থাকবে বিসিসিআইয়ের। তাই আইপিএলে সব ম্যাচে খেলার সিদ্ধান্ত থেকে বিরত থাকছেন রোহিত।

আইপিএলের সময় জাতীয় দলের ক্রিকেটাররা কী ভাবে নিজেদের ফিট রাখবেন, তা ক্রিকেটারদেরই ঠিক করতে হবে। এমনটাই জানিয়েছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। শুরুটা করলেন নিজেকে দিয়ে। পুরো আইপিএল নয়, মুম্বইয়ের হয়ে বেছে বেছে ম্যাচ খেলবেন রোহিত। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। নিজে না খেললেও দলের সঙ্গে ট্রাভেল করবেন রোহিত। ডাগ আউট থেকে সূর্যকে গাইড করবেন। জাতীয় দলের স্বার্থে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজিকে ক্যাপ্টেনের সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া উপায় নেই। সেই সঙ্গে রোহিতও চাইছেন, বিকল্প নেতা বেছে ফেলার প্রক্রিয়াটা এখন থেকেই সেরে রাখুক মুম্বই। তিনি অবসর নেওয়ার পর যাতে নতুন নেতার অধীনে সাফল্য পেতে সমস্যা না হয় আইপিএলের সবচেয়ে সফল টিমের।