Rohit Sharma : বেড়াতে গিয়ে অশান্তি? বউয়ের জন্য জলে ঝাঁপ দিলেন রোহিত!
সমুদ্রের ধারে মনোরম সুন্দর এক জায়গায় বেড়াতে গিয়েছেন ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা। সেখানেই যত বিপত্তি!
কলকাতা: সময়টা সত্যিই ভালো যাচ্ছে না রোহিত শর্মার (Rohit Sharma)। আইপিএল জিততে পারেননি। ব্যাট হাতে দীর্ঘদিন ফর্মে নেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০৯ রানের বড় হার। যার জেরে টেস্ট ক্যাপ্টেন্সিটাও বোধহয় খোয়াতে বসেছেন। এসব ছেড়ে কিছুদিনের জন্য স্ত্রী ও কন্যার সঙ্গে পারিবারিক সময় কাটাতে চেয়েছিলেন রোহিত। বাইশ গজ থেকে কয়েকটা দিনের ছুটি নিয়ে বেড়াতে চলে গিয়েছেন। কিন্তু সেখানেও যেন ‘শান্তি’ নেই। বেড়াতে গিয়ে সমুদ্রের নোনা জলে ঝাঁপ দিতে হল রোহিতকে। স্ত্রী রীতিকা সচদের (Ritika Sajdeh) কারণেই রোহিত ঝাঁপালেন জলে। কিন্তু কেন? বেড়াতে গিয়ে এমন কী ঘটল? বিস্তারিত রইল TV9 Bangla Sports–র এই প্রতিবেদনে।
টানা দু’মাসের আইপিএলের ধকলের পর ১০ দিনের মধ্যে শুরু হয়ে যায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তাই দম ফেলার ফুরসত ছিল না। পাঁচ দিনের WTC ফাইনালের পর আপাতত মাসখানেকের ছুটি পেয়েছে ভারতীয় দলের সদস্যরা। তাই রোহিত শর্মা আর দেশে ফেরেননি। লন্ডন থেকে বিদেশের কোনও এক সুন্দর লোকেশনে ছুটি কাটাতে চলে গিয়েছেন। একটি ক্যাফেতে বসে রীতিকা ও মেয়ে সামাইরার সঙ্গে ছবি পোস্ট করেছেন রোহিত। রীতিকা ইনস্টা স্টোরিতে একাধিক ভিডিয়ো ও ছবি পোস্ট করেছেন। রীতিকার স্টোরি দেখে জানা গিয়েছে, জলে ঝাঁপ দিয়েছিলেন রোহিত।
সমুদ্রের ধারে মনোরম প্রাকৃতিক দৃশ্য সকলেই ক্যামেরাবন্দি করে রাখতে চায়। বেড়াতে গেলে তো কথাই নেই। রীতিকার ক্যামেরায় উঠছিল পটাপট ছবি। তাতেই বিপত্তি। ছবি তুলতে গিয়ে মোবাইল পড়ে যায় জলে। রীতিকার মনখারাপ। বউয়ের দামি মোবাইল ফোনের সলিল সমাধি হতে দিতে চাননি রোহিত। সঙ্গে সঙ্গে জলে ঝাঁপিয়ে মোবাইল তুলে আনেন। রীতিকা তাঁর মোবাইল উদ্ধারের কাহিনী ইনস্টা স্টোরিতে দিয়ে লেখেন, “আমার ফোন জলে পড়ে গিয়েছিল। এই মানুষটা জলে ঝাঁপিয়ে তুলে এনেছেন।” স্টোরিতে রোহিতকে ট্যাগ করেছেন তিনি।