Rohit Sharma : মিশন বিশ্বকাপ! ক্রিকেট বদলেছে, তবু ১২ বছর আগের ট্রফি-উৎসব ফেরাতে মরিয়া রোহিত শর্মা
৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচ ভারতের। প্রথম ম্যাচই বেশ কঠিন। তার উপর টিম খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।
নয়াদিল্লি: মিশন নভেম্বর! এ ভাবে যদি ব্যাখ্যা করা হয়, ভুল হবে না। অন্তত রোহিত শর্মা (Rohit Sharma) তো তাই মনে করছেন। ৫ অক্টোবর শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। ১৯৮৭ সাল থেকে ধরলে তিনবার ভারতে বিশ্বকাপ হয়েছে। কিন্তু কোনও বারই ভারত একক ভাবে বিশ্বকাপ আয়োজন করেনি। এ বারই প্রথম শুধু ভারতেই হবে ওয়ান ডে বিশ্বকাপ (ICC Men’s Cricket World Cup 2023)। সে দিক থেকে দেখলে এ বারের বিশ্বকাপের গুরুত্ব অনেক বেশি। শুধু তাই নয়, ভারতীয় টিমের একঝাঁক সিনিয়র প্লেয়ার হয়তো এ বারই শেষ বিশ্বকাপ খেলতে চলেছেন। ক্যাপ্টেন রোহিত শর্মা, বিরাট কোহলি, মহম্মদ সামিরা যে কারণে চাইবেন ঘরের মাঠে বিশ্বকাপ জিততে। আর তাই, অক্টোবর-নভেম্বর মাসকে কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে ব্যাখ্যা করছে নেতা রোহিত। বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন তিনি? পড়ে নিন TV9 Bangla Sports–এর এই প্রতিবেদনে।
৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচ ভারতের। প্রথম ম্যাচই বেশ কঠিন। তার উপর টিম খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সিনিয়রদের ব্যাটে রান নেই, বেশ কিছু ক্রিকেটারের চোট, জুনিয়ররা টিমে জায়গা করে নিলেও এখনও অপরিহার্য হতে পারেননি। এই পরিস্থিতিতে রোহিত বলে দিচ্ছেন, ‘এ বারের বিশ্বকাপ অত্যন্ত কঠিন হতে চলেছে। ক্রিকেট খেলাটা আগের থেকে অনেক গতিশীল হয়ে গিয়েছে। আগের থেকে টিমগুলো অনেক বেশি পজেটিভ মোডে ক্রিকেট খেলছে। এই সব পরিস্থিতি নিশ্চিত ভাবেই প্রচুর উত্তেজক মুহূর্ত দেবে বিশ্বকাপে।’
ভারতীয় টিম কী ভাবে নিজেদের পরিকল্পনা সাজাচ্ছে? চোট-আঘাত কাটিয়ে ছন্দ খোঁজার চেষ্টা করবে টিম। রোহিতের কথায়, ‘সামনে তাকাতে হবে আমাদের। যাতে ঠিকঠাক প্রস্তুতি নিতে পারি। সেই সঙ্গে নিশ্চিত করতে হবে যে, সেরাটা যেন দিতে পারি।’ অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে বিশ্বকাপকে এখন থেকেই মিশন করে নিয়েছে টিম ইন্ডিয়া।
এতেই শেষ নয়, আইসিসি সূচি প্রকাশ করার পর রোহিত বলেছেন, ‘ঘরের মাঠে আর একটা বিশ্বকাপ হতে চলেছে। নিশ্চিত ভাবেই আমাদের কাছে একটা দারুণ অভিজ্ঞতা হবে। ১২ বছর আগে ঘরের মাঠেই বিশ্বকাপ জিতেছিল ভারত। খুব ভালো করেই জানি, সারা দেশ বিশ্বকাপের জন্য এখন থেকেই মুখিয়ে রয়েছে। গ্যালারি মাতাবে বলে।’