RCB vs KKR : হারার মতোই খেলেছে আরসিবি! বিরাট স্বীকারোক্তি…
Royal Challengers Bangalore vs Kolkata Knight Riders Post Match : এ মরসুমে আরসিবির প্রায় ৮০ শতাংশ রান তুলেছেন বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি এবং গ্লেন ম্য়াক্সওয়েল। এই তিনজন ফিরলে! আরসিবির দৌড় শেষ। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২০১ রান তাড়া করতে নেমে ২১ রানে হার। অনবদ্য ছন্দে থাকা ফাফ ডুপ্লেসি এই ম্য়াচে বড় রান পেলেন না। একই পরিস্থিতি গ্লেন ম্যাক্সওয়েলেরও। বিরাট কোহলি অর্ধশতরান করেন। কিন্তু তিনি ফিরতেই...।
দীপঙ্কর ঘোষাল : নেতৃত্ব অনেকে আগেই ছেড়েছিলেন। ফাফ ডুপ্লেসির সামান্য চোট রয়েছে। শুধুমাত্র ব্য়াটিং করছেন। সে কারণে ইমপ্য়াক্ট প্লেয়ার হিসেবে খেলছেন ডুপ্লেসি। নেতৃত্বের দায়িত্ব পড়েছে বিরাটের কাঁধে। কিন্তু এই দলের ব্য়াটিং লাইন আপে যেন তিনজনই প্লেয়ার। বাকিরা কী করতে রয়েছেন! ঘুরিয়ে প্রশ্ন তুলছেন খোদ বিরাট কোহলিও। এ মরসুমে আরসিবির প্রায় ৮০ শতাংশ রান তুলেছেন বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েল। এই তিনজন ফিরলে! আরসিবির দৌড় শেষ। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২০১ রান তাড়া করতে নেমে ২১ রানে হার। অনবদ্য ছন্দে থাকা ফাফ ডুপ্লেসি এই ম্য়াচে বড় রান পেলেন না। একই পরিস্থিতি গ্লেন ম্য়াক্সওয়েলেরও। বিরাট কোহলি অর্ধশতরান করেন। কিন্তু তিনি ফিরতেই…। যার ফলে যারপরনাই ক্ষুব্ধ বিরাট কোহলি। আরসিবি হারার মতোই খেলেছে, এমনটাই বলেন বিরাট। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports–এর এই প্রতিবেদনে।
ইডেন গার্ডেন্সে আরসিবিকে বিশাল ব্য়বধানে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। অ্যাওয়ে ম্য়াচে ২১ রানে জয়। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন বিরাট কোহলি। কেকেআর অধিনায়ক টসে জানিয়েছিলেন, তিনি ব্য়াটিংই নিতেন। প্রথমে ব্য়াটিং পাওয়ায় অস্বস্তি ছিল না নীতীশের। প্রয়োজন ছিল বোর্ডে বড় রানের। ওপেনিং জুটি মরসুমে প্রথম বার ভরসা দিল। জেসন রয়-নারায়ণ জগদীশন ৮৩ রান যোগ করে। জেসন রয় টানা দ্বিতীয় ম্য়াচে অর্ধশতরান করলেন। কেকেআরের মিডল অর্ডার দারুণ অবদান রাখে। নীতীশ রানা ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। আরসিবি জোড়া ক্য়াচ না ফসকালে হয়তো পরিস্থিতি অন্য় হতে পারত। কেকেআর অবশ্য ফিল্ডিংয়ে অনবদ্য। দারুণ ক্য়াচ, একটি রান আউট।
ম্য়াচ শেষে বিরাট কোহলি বলেন, ‘সত্যি বলতে, আমরা ম্য়াচটা যেন ওদের হাতে তুলে দিলাম। আমরা হারার মতোই খেলেছি। পেশাদার ক্রিকেটারের মতো খেলতে পারিনি। আমাদের বোলিং ভালো হয়েছে। কিন্তু ফিল্ডিংয়ের মান খুবই খারাপ ছিল। ফিল্ডিংই ডুবিয়েছে আমাদের। ক্য়াচও ফসকেছি। যার জন্য় অন্তত ২৫-৩০ রান বাড়তি হয়েছে।’