IPL: আইপিএল পাল্টে দিয়েছে ইংল্যান্ডের এই ফাস্ট বোলারকে!
Sam Curran: অস্ট্রেলিয়ায় আয়োজিত টি২০ বিশ্বকাপে নজর কেড়েছে কারানের পারফরম্যান্স। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ম্যাচে ২৬ রানে ২টি উইকেট নিয়েছেন ইংল্যান্ডের এই বাঁ হাতি বোলার।
লন্ডন: ইংল্যান্ডের ফাস্ট বোলার স্যাম কারান। ২৪ বছরের এই ক্রিকেটার ইতিমধ্যেই ক্রিকেটের বিভিন্ন ফর্ম্যাটে নিজের জায়গা পাকা করেছেন। ব্রিসবেনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। চাপের মুখেও কারানের পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে সমর্থকদের। চাপ সামলে নিজের স্বাভাবিক খেলা আইপিএল-এ খেলতে এসে শিখেছেন বলে জানিয়েছেন কারান।
অস্ট্রেলিয়ায় আয়োজিত টি২০ বিশ্বকাপে নজর কেড়েছে কারানের পারফরম্যান্স। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ম্যাচে ২৬ রানে ২টি উইকেট নিয়েছেন ইংল্যান্ডের এই বাঁ হাতি বোলার। ১৮ এবং ২০ তম ওভারে তাঁর হাতে বল তুলে দিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক। সেই বিশ্বাসের মর্যাদা তিনি রেখেছেন।
আইপিএল-এ কিংস ইলেভেন পঞ্জাব ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি। পাশাপাশি সারের হয়েও টি২০ প্রতিযোগিতায় নজর কেড়েছিলেন কারান। এই সব টি২০ প্রতিযোগিতা খেলতে গিয়েই চাপের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টি রপ্ত করেছেন বলে জানিয়েছেন। আইপিএল-এ খেলার বিষয়ে কারান বলেছেন, “আইপিএল ক্রিকেটের শ্রেষ্ঠমানের প্রতিযোগিতা। বিশ্বের শ্রেষ্ঠ ক্রিকেটারদের বিরুদ্ধে খেলতে হয় সেই প্রতিযোগিতায়। নাগাড়ে চাপের মধ্যে থাকতে হয় সেখানে। ফলে সব সময় পরীক্ষা দিতে হয়।” সারের হয়েও খেলাও উপভোগ করেছিলেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, “সারের হয়ে টি২০ ব্লাস্টও আমি খুব উপভোগ করেছি। সেখানে বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছি।”
এর পরই নিজের আত্মবিশ্বাসের বিষয়টি জানিয়েছেন কারান। বলেছেন, “এই সব প্রতিযোগিতার খেলার অভিজ্ঞতা দারুণ। বিশ্বের শ্রেষ্ঠ ক্রিকেটারদের বিরুদ্ধে টি২০ ক্রিকেট খেলা আপনাকে শক্তিশালী করে তোলে। খারাপ দিন থেকে আপনি শিক্ষা নিতে পারেন। এবং ভাল দিন আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে।”