Sarfaraz Khan: সরফরাজের স্বপ্নপূরণ, চোখের জল আটকাতে পারলেন না বাবা
Watch Video: সরফরাজ খানের ক্রিকেট প্রেম ছেলেবেলা থেকেই। বাবা নওশাদ খান তাঁকে ক্রিকেটের সঙ্গে পরিচয় করিয়ে দেন। বরাবরই বাবা নওশাদের সমর্থন পেয়েছেন সরফরাজ। রাজকোটে ভারতীয় দলে ছেলের টেস্ট ডেবিউ দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না নওশাদ খান। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
কলকাতা: কতটা পথ পেরোলে সাফল্য ধরা দেয়? কতটা পরিশ্রম করলে সাফল্যের ছোঁয়া পাওয়া যায়? তা বেশ ভালোই জানেন মুম্বইয়ের ছেলে সরফরাজ খান (Sarfaraz Khan)। বছরের পর বছর মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে ভালো পারফর্ম করেও জাতীয় দলের দরজা খুলছিল না সরফরাজ খানের। ২০২৪ সালে অবশ্য তাঁর সেই স্বপ্নপূরণ হয়েছে। জাতীয় দলে ডাক পেয়েছেন। এ বার রাজকোটে তাঁর টেস্ট (Test) অভিষেকও হল। ছেলেকে জাতীয় দলের জার্সিতে দেখবেন বলে স্বপ্ন দেখতেন নওশাদ খানও। যিনি সরফরাজের প্রথম কোচ। বৃহস্পতিবার যখন ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে সরফরাজের মাথায় টেস্ট ডেবিউ ক্যাপ তুলে দিলেন, মাঠেই ছিলেন তাঁর বাবা নওশাদ ও স্ত্রী। দু’জনই সেই সময় কাঁদতে থাকেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।
ভাইজ্যাগ টেস্টের আগে সরফরাজ খান ছিলেন ট্রেন্ডিংয়ে। ক্রিকেট প্রেমীরা এবং সরফরাজের অনুরাগীরা আশা করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তাঁর অভিষেক হবে। কিন্তু তা হয়নি। এরপর কেন সরফরাজের ডেবিউ হয়নি তার উত্তর চাইতে নেটিজ়েনরা ক্ষোভে ফেটে পড়েছিলেন। রাজকোট টেস্টের আগেও তিনি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে ছিলেন। প্রত্যাশামতোই তৃতীয় টেস্টের দিনও সরফরাজ ট্রেন্ডিংয়ে। এ বার অবশ্য নেটদুনিয়ায় তাঁর জন্য শুধুই শুভেচ্ছাবার্তা। তার সঙ্গে মন ছুঁয়ে যাওয়া কিছু ছবি ও ভিডিয়ো।
What an emotional moment for Sarfaraz Khan’s father and wife. 🥹 pic.twitter.com/pDobnH1x0t
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 15, 2024
Sarfaraz Khan’s father kissing the Indian cap of his son.
– He worked really hard so his son could play for India, finally the day is here. What a proud day for him! ❤️🇮🇳 pic.twitter.com/H4uDmSmaJy
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 15, 2024
রাজকোটে যখন সরফরাজের টেস্ট ডেবিউ হল, সেই সময় তাঁর বাবা ও স্ত্রী মাঠেই ছিলেন। সরফরাজের ডেবিউ হতেই তাঁর বাবাকে কাঁদতে দেখা যায়। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, এরপর সরফরাজ যখন তাঁদের কাছে যান তখন স্ত্রীর কান্না মুছিয়ে দেন। তাঁর বাবা কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরেন সরফরাজকে। ছেলের টেস্ট ক্যাপে চুমু দিতেও দেখা যায় নওশাদকে।
Finally #SarfarazKhan made a debut The emotions of his father & wife speechless🥺 & influence of Virat sir “Cricket is a everyone’s game” #INDvsENGTest #INDvENG pic.twitter.com/2BICEalfmp
— SANDEEP (@BlackMamba00101) February 15, 2024
এত দিনের অপেক্ষার ফল আজ পেলেন সরফরাজ। এ বার দেখার তিনি বেন স্টোকসদের বিরুদ্ধে তৃতীয় টেস্টে কেমন পারফর্ম করেন। উল্লেখ্য, সরফরাজের পাশাপাশি রাজকোটে টেস্ট ডেবিউ হয়েছে উত্তরপ্রদেশের উইকেট কিপার ব্যাটার ধ্রুব জুরেলেরও। তাঁকে টেস্ট ডেবিউ ক্যাপ তুলে দেন ভারতীয় তারকা ক্রিকেটার দীনেশ কার্তিক।