Shubman Gill: সেঞ্চুরি থেকে শূন্য… শুভমনের ‘শুভ’ সময় আসবে কখন? উঠছে প্রশ্ন
IND vs ENG, 3rd Test: টিম ইন্ডিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ইংল্যান্ডের একাদশে ফিরেছেন মার্ক উড। বৃহস্পতিবার সকাল সকাল টিমকে একের পর এক সাফল্য এনে দিয়েছেন মার্ক উড। বিশাখাপত্তনম টেস্টে ডাবল সেঞ্চুরি করা ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল এবং ওই টেস্টে সেঞ্চুরি করা শুভমন গিলকে পরপর মাঠ ছাড়া করেন উড।
কলকাতা: শুভমন গিলের (Shubman Gill) ‘শুভ’ সময় আসবে কখন? ভাইজ্যাগে সেঞ্চুরি করেছিলেন। আর রাজকোটে শূন্যেই ফিরলেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স। টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে তৃতীয় টেস্টে ইংল্যান্ডের (England) একাদশে ফিরেছেন মার্ক উড। বৃহস্পতিবার সকাল সকাল টিমকে একের পর এক সাফল্য এনে দিয়েছেন মার্ক উড। বিশাখাপত্তনম টেস্টে ডাবল সেঞ্চুরি করা ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল এবং ওই টেস্টে সেঞ্চুরি করা শুভমন গিলকে পরপর মাঠ ছাড়া করেন উড। রাজকোট টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম সেশনে একের পর উইকেট হারিয়েছে ভারত। যার পর ধারাভাষ্যকার থেকে শুরু করে নেটিজ়েনরা বার বার ভারতের একাদশের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।
দীর্ঘদিন শুভমন গিলের ব্যাটে বড় রান আসছিল না। চলতি টেস্ট সিরিজের মাঝেই তাঁর কাছে বার্তা এসেছিল ভালো পারফর্ম করতে না পারলে রঞ্জি খেলে টিমে ফিরতে হবে। এমন সময় ভাইজ্যাগে শতরান করেন শুভমন। তারপর ফের সকলের প্রত্যাশা বাড়িয়ে দেন গিল। কিন্তু রাজকোটে শুভমন আবার ব্যর্থ হলেন। ৯ বল খেলে শূন্যে মাঠ ছেড়েছেন গত ম্যাচের সেঞ্চুরিয়ন শুভমন।
একাদশে ফিরে উইকেট নেওয়ার জন্য স্বাভাবিক ভাবেই মুখিয়ে ছিলেন মার্ক উড। চতুর্থ ওভারে তিনি ফেরান ভাইজ্যাগে ডাবল সেঞ্চুরি করা যশস্বীকে। উডের ডেলিভারি যশস্বীর ব্যাটের কানায় লাগে এবং স্লিপে থাকা জো রুট ক্যাচ তালুবন্দি করতে কোনও ভুল করেননি। ১০ বলে ১০ রান করে ফেরেন যশস্বী। এরপর উড তাঁর পরের ওভারে এসে তুলে নেন শুভমনের উইকেট। ইংল্যান্ডের উইকেটকিপার বেন ফোকসের দস্তানায় জমা পড়ে বল।
A 🔥 start to the 3rd #INDvENG Test from Mark Wood!
Who’ll lead the fightback for #TeamIndia?#BazBowled #JioCinemaSports #IDFCFirstBankTestSeries pic.twitter.com/vrdcRevF05
— JioCinema (@JioCinema) February 15, 2024
তিন নম্বরে নেমে গত ম্যাচে (ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে) ছাড়া সেই অর্থে সফল হননি শুভমন গিল। রাজকোটেও চলল না তাঁর ব্যাট। সোশ্যাল মিডিয়ায় ফের ট্রেন্ডিংয়ে শুভমন গিল। অনেকেই প্রশ্ন তুলেছেন, শুভমন কবে ধারাবাহিক রান পাবেন?
Shubman Gill’s incredible inconsistency in Test cricket is a book in itself. pic.twitter.com/592NQ1Vgre
— Vishal. (@SPORTYVISHAL) February 15, 2024
প্রথম সেশনে যশস্বী জয়সওয়াল, শুভমন গিলের পর নবম ওভারে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামা রজত পাতিদারের উইকেট তুলে নেন টম হার্টলি। ১৫ বলে ৫ রান করে ফেরেন রজত। রাজকোট টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে এক ঘণ্টার মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছে ভারত। এ বার দেখার অধিনায়ক রোহিত শর্মা এবং চোট সারিয়ে ফেরা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার জুটি স্কোরবোর্ডে কত রান জুড়তে পারেন।