Shakib Al Hasan: বাংলাদেশের কী আমাকে ছাড়া চলে না? আইপিএল খেলতে না পেরে অভিমানী সাকিব!

IPL 2023: জাতীয় দলের হয়ে খেলার জন্য আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে চড়াতে পারেননি সাকিব আল হাসান। বাধ্য হয়েই নাকি নাম প্রত্যাহার হয়েছে তাঁকে। তাতেই কী অভিমানী সাকিব?

Shakib Al Hasan: বাংলাদেশের কী আমাকে ছাড়া চলে না? আইপিএল খেলতে না পেরে অভিমানী সাকিব!
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 08, 2023 | 12:46 PM

কলকাতা: কেরিয়ারের শেষ (হয়তো) আইপিএলে ফের একবার কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে চড়ানোর সুযোগ হয়েছিল সাকিব আল হাসানের (Shakib Al Hasan)। কেকেআরের বেগুনি জার্সি গায়ে ইডেন গার্ডেন্স মাতানোর কথা ছিল বিশ্বসেরা অলরাউন্ডারের। কিন্তু হল কই। কেকেআর এবং সাকিবের অনুরাগীদের হতাশ করে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ (IPL 2023) থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক। অনুমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে এনওসি না পাওয়ায় সাকিবের ২০২৩ সালের আইপিএল খেলা হল না। কিছুটা বাধ্য হয়েই নাম প্রত্যাহার করেছেন তিনি। তাতেই কি অভিমানী সাকিব? শের-ই-বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টে সাকিবের কিছু আচরণ এবং ৭ উইকেটে টেস্ট জয়ের পর তাঁর বক্তব্য কি সেদিকেই ইঙ্গিত দিচ্ছে? বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেটে ম্যাচ জয়ের পরও সমালোচিত হয়েছেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার মীরপুরে দুই ইনিংস মিলিয়ে মোট ১৬ ওভার বোলিং করেছেন! কেন এত কম বোলিং করলেন সাকিব? টেস্ট জয়ের পর সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে অধিনায়ক বলেন, “একজনকে বল করতেই হবে এমন বাধ্যবাধকতা নেই। ২০ উইকেট নেওয়ার মতো দলে যথেষ্ট বোলার রয়েছে। আমি তাঁদের উপর বিশ্বাস রেখেছি। বাংলাদেশ আমাকে ছাড়া খেলতে পারেন না এমনটা তো নয়।”

সাকিবের আইপিএল খেলা নিয়ে বেশ কিছুদিন ধরে প্রবল জলঘোলা হয়েছে। তাই আইপিএল প্রসঙ্গ উঠে আসবে না এটা হতেই পারে না। আইরিশদের বিরুদ্ধে টেস্ট জয়ের পর আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণ হিসেবে দুটি শব্দ উল্লেখ করেছেন সাকিব আল হাসান। তা হল ‘ফ্যামিলি এমার্জেন্সি’। যদিও সকলের অনুমান ছিল, জাতীয় হয়ে খেলার জন্য আইপিএলে নেই সাকিব। যদিও তিনি অন্যরকম উত্তর দিয়েছেন। আইপিএল খেলতে না পেরে মন খারাপ? সাকিব বলেন, “মন খারাপ নয়। তবে বিশ্বকাপের বছরে আইপিএল খেলতে পারলে ভালোই হত।” বাংলাদেশী অলরাউন্ডারের পরিবর্ত ঘোষণা করেছে কলকাতা নাইট রাইডার্স। ইংল্যান্ডের ওপেনার ব্যাটার জেসন রয়কে দলে নিয়েছে কিং খানের টিম।