বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একহাত নিলেন সাকিব

এ বারের আইপিএলে (IPL) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে খেলবেন সাকিব (Shakib Al Hasan)। ৩ কোটি ২০ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছে শাহরুখ খানের দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একহাত নিলেন সাকিব
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একহাত নিলেন শাকিব (সৌজন্যে-টুইটার)
Follow Us:
| Updated on: Mar 21, 2021 | 5:51 PM

ঢাকা: তিনি বাংলাদেশের হয়ে টেস্ট খেলতে চান না। দেশের হয়ে খেলার থেকেও সাকিবের (Shakib Al Hasan) ফোকাসে আইপিএল (IPL) খেলা। গত কয়েক সপ্তাহ ধরে এমনই অভিয়োগ উঠে আসছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের দিকে। বাংলাদেশ বোর্ডের (Bangladesh Cricket Board) চেয়ারম্যান আক্রম খানও একাধিকবার বলেছেন, সাকিব দেশের হয়ে টেস্ট খেলতে চাইছেন না। এবার কড়া ভাষায় এই কথার পাল্টা দিলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক।

সাকিব জানিয়েছেন, ‘আমার চিঠিটা কি কেউ পড়েছেন? আমি স্পষ্ট ভাষায় লিখেছি, শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন দুটি টেস্টে খেলব না। কারণ এই দুটি টেস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই দুটি টেস্ট জিতলেও আমরা ফাইনাল খেলতে পারব না। তাই আমার মনে হয়েছে, এই দুটি টেস্টের বদলে আইপিএল খেলা অনেক বেশি জরুরি। চার মাস বাদে ভারতের মাঠেই টি-২০ বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে আমাদের ভালো ফল করার একটা সম্ভাবনা আছে। তার জন্য চাই সঠিক প্রস্তুতি। আইপিএল সেই প্রস্তুতির মঞ্চ। সেরা ক্রিকেটারদের বিরুদ্ধে খেলে নিজেকে তৈরি করতে পারব। আইপিএল থেকে পাওয়া অভিজ্ঞতা দলের অন্যদের সঙ্গে ভাগ করে নিতে পারব। সেই জন্যই শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টেস্টের থেকেও বর্তমানে আমার কাছে গুরুত্বপূর্ণ আইপিএল।’

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া মাতাচ্ছে যুবরাজের খুদে ফ্যান

সাকিবের এই উত্তর পাওয়ার পর যদিও কোনও মন্তব্য করেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা। আইপিএলের সময় অন্য দেশের বোর্ড সিরিজ আয়োজন করে না। বাংলাদেশ বোর্ডের সেই ভাবনা নেই বলেই অভিযোগ সাকিবের। একই সঙ্গে বাংলাদেশ বোর্ড সিনিয়র ক্রিকেটারদের যোগ্য সম্মান দেয় না বলেও অভিযোগ বাংলাদেশ অলরাউন্ডারের। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব। ৩ কোটি ২০ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছে শাহরুখ খানের দল।