শ্রীবত্স যেন নতুন সুপারম্যান
প্রথম ক্যাচটা তিলক ভার্মার। আকাশ দীপের বাউন্সারে হুক করেছিলেন তিনি। কিন্তু সেই বল তাঁর ব্যাটে লেগে উড়ে যাচ্ছিল বাংলার কিপারের মাথার উপর দিয়ে। শ্রীবত্স শূন্যে অনেকখানি লাফিয়ে দারুণ ক্যাচটা নেন। পরের ক্যাচটা ছিল আরও কঠিন। কিন্তু শ্রীবত্স কার্যত উড়ে গিয়ে অবিশ্বাস্য নিয়েছেন রবি তেজার। এ ক্ষেত্রেও বোলার ছিলেন আকাশ।
কলকাতাঃ এক সুপারম্যান এখন অস্ট্রেলিয়ায়। ক’দিন আগে সিডনিতে উইকেটের পিছনে বেশ কিছু দারুণ ক্যাচ নিয়েছেন ঋদ্ধিমান সাহা। বাংলার নতুন সুপারম্যান কে? শ্রীবত্স গোস্বামী! মুস্তাক আলি ট্রফিতে আক্ষরিক অর্থেই ঋদ্ধিকে মনে পড়াচ্ছেন শ্রীবত্স। ইডেনে বৃহস্পতিবার রাতের ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে দুটো অবিশ্বাস্য ক্যাচ নিলেন বাংলার উইকেট কিপার।
আরও পড়ুন: মায়ের মৃত্যু, টিম ছাড়লেন বাংলার কোচ অরুণ লাল
প্রথম ক্যাচটা তিলক ভার্মার। আকাশ দীপের বাউন্সারে হুক করেছিলেন তিনি। কিন্তু সেই বল তাঁর ব্যাটে লেগে উড়ে যাচ্ছিল বাংলার কিপারের মাথার উপর দিয়ে। শ্রীবত্স শূন্যে অনেকখানি লাফিয়ে দারুণ ক্যাচটা নেন। পরের ক্যাচটা ছিল আরও কঠিন। কিন্তু শ্রীবত্স কার্যত উড়ে গিয়ে অবিশ্বাস্য নিয়েছেন রবি তেজার। এ ক্ষেত্রেও বোলার ছিলেন আকাশ।
যে কোনও ফর্ম্যাটেই কিপারের জায়গাটা সব সময় গুরুত্বপূর্ণ। স্পেশালিস্ট কিপারই যে কারণে সব টিম নিতে চায়। শ্রীবত্স অতীতেও বেশ কিছু ভালো ক্যাচ নিয়েছেন। কিন্তু তেজার ক্যাচটা অনেক দিন মনে থাকবে। হায়দরাবাদের বিরুদ্ধে সব মিলিয়ে চারটে ক্যাচ নিয়েছেন বাংলার কিপার। হাফ সেঞ্চুরি করা তিলককে তখনই ফেরত না পাঠালে হয়তো হায়দরাবাদ আরও বড় রান করত। শ্রী-র জন্য সেটা হয়নি।